Mamun Chowdhuri

Mamun Chowdhuri Assistant Teacher at Ministry of Primary and Mass Education
(1)

ভেদরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু স্যার এর সাথে।
24/08/2025

ভেদরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু স্যার এর সাথে।

22/08/2025

চাঁদপুর উত্তাল মেঘনা নদী।

20/08/2025

হযরত আদম আ: এর একটা ঘটনা

15/08/2025

পারলে ছিড়ে ফেলে দেন জ্বালায় দেন 🥴

15/08/2025

"পিতা তোমার স্মরণে ভয় করিনা মরনে"—সারজিস আলম।

13/08/2025

কে য়ামত মনে হচ্ছে খুবই সন্নিকটে। মৃ ত পিতার দা"ফন-কা"ফনের ব্যবস্থা না করে আঙুলের ছাপ নিয়ে সম্পত্তি বাগিয়ে নিচ্ছে সন্তানেরা।

11/08/2025

*** ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ***

কম সময়ে প্রিলির প্রস্তুতি নিতে কোন টপিকগুলোকে গুরুত্ব দিবো?

বিসিএস প্রিলিতে ২০০ নম্বর। এক্ষেত্রে কাট মার্কস ১২০+ নম্বর। মানে ৬০% নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হতে পারছেন। তার মানে আমি যদি ১ মাসের একটা প্রস্তুতি গোছাতে চাই তাহলে প্রথম ধাপে ১৩০নম্বরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিবো। এটাও বলে রাখি আপনি যদি ১৫০ নম্বরের প্রস্ততি ভালো মতো নিতে পারেন, তাহলে ১২০ আশা করতেই পারেন, কারণ পুরোটাই টপিক রিলেটেড প্রস্তুতি। আগে না পড়ে থাকলে ২০০ এর প্রস্তুতি নিতে গিয়ে জল ঘোলা করতে যাবেন না। ধরা খাবেন।
সেক্ষেত্রে প্রথমে কাঙ্ক্ষিত মানবন্টন দাঁড় করাই। চলুন দেখি.........................
★ বাংলা ২৫ নম্বর (৩৫ নম্বরে)
★ ইংরেজি ২৫ নম্বর (৩৫ নম্বরে)
★ বাংলাদেশ বিষয়াবলি ২০ নম্বর (৩০ নম্বরে)
★ আন্তর্জাতিক বিষয়াবলি ১৩ নম্বর (২০ নম্বরে)
★ গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ কম্পিউটার ৮ নম্বর (১৫ নম্বরে)
★ ভূগোল ৭ নম্বর (১০ নম্বরে)
★ নৈতিকতা ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
= মোট ১৩০ নম্বর (২০০ নম্বরে)
_____________________________________
এবার আসেন বিষয়ভিত্তিক আলোচনা করি। আমি এ টপিকগুলোকে বলবো Must to know টপিক। এগুলো আগে পড়ে ফেললে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। আপনার টার্গেটের খুব কাছাকাছি আপনি চলে এসেছেন।
চলুন বিষয়ভিত্তিক দেখা যাক.........
______________________________________
➤ বাংলা ভাষা ১০ নম্বর (১৫ নম্বরে)
বানান শুদ্ধিকরণ,
পরিভাষা,
সমার্থক শব্দ,
ধ্বনি,
শব্দ,
বাক্য,
প্রত্যয়,
সমাস,
সন্ধি।
______________________________________
➤ বাংলা সাহিত্য ১৫ নম্বর (২০ নম্বরে)
★ প্রাচীন যুগ: চর্যাপদ (১ নম্বর)
★ মধ্যযুগ:
শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর),
পদাবলী (১ নম্বর),
লোকসাহিত্য (১ নম্বর),
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (১/২ নম্বর)

★ আধুনিক যুগ:
২০ টা টপিক পড়বেন। ৭/৮ সিউর আসবে, বেশিও আসতে পারে।
১. কাজী নজরুল ইসলাম ***
২. রবীন্দ্রনাথ ঠাকুর ***
৩. আল মাহমুদ ***
৪. জসীম উদদ্দীন ***
৫. শামসুর রহমান ***
৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ***
৭. প্রমথ চৌধুরী
৮. মাইকেল মধুসূদন দত্ত
৯. ফররুখ আহমদ ***
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. মীর মোশাররফ হোসেন ***
১২. জীবনানন্দ দাশ
১৩. সৈয়দ ওয়ালীউল্লাহ ***
১৪. সেলিম আল দীন ***
১৫. শওকত ওসমান ***
১৬. সেলিনা হোসেন ***
১৭. আবু ইসহাক ***
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন ***
২০. ভাষা আন্দোলন বিষয়ক গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
______________________________________
➤ ইংরেজি ভাষা 17 marks (Within 20 marks)
1. Parts of speech (06)
[Noun, Number, Participle, Adverb, Preposition]
2. Phrase & Idioms (02)
3. Clause (01)
4. Corrections (01)
5. Voice, Narration (01)
6. Spelling (01)
7. Condition (01)
8. Agreement (01)
9. Tense (01)
10. Synonymous, Antonyms (02)
______________________________________
➤ ইংরেজি সাহিত্য 08 marks (Within 10 marks)
1. Literaray Terms
2. William Shakespeare
3. Renaissance Period (02 marks)
4. Romantic Age (02 marks)
5. Victorian Period (02 marks)
6. W.B Yeats
7. Thomas Gray
8. G.B Shaw
9. লেখকদের বিখ্যাত উক্তি, উপাধি
______________________________________
➤ বাংলাদেশ বিষয়াবলি ২০ নম্বর (৩০ নম্বরে)
১. ১৭৫৭ থেকে ১৯৭০ (০২)
২. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০২)
৩. জুলাই অভ্যুত্থান (০২)
৪. বাংলাদেশের কৃষি (০৩)
৫. বাংলাদেশের সংবিধান (০৩)
৬. জাতীয় অর্জন (০১)
৭. সংস্কৃতি ও খেলাধূলা (০১)
৮. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)
৯. অর্থনীতি (০৩)
______________________________________
➤ আন্তর্জাতিক বিষয়াবলি ১৩ নম্বর (২০ নম্বরে)
★ বিশ্ব সভ্যতা, আলোচিত দেশ (২ নম্বর)
★ ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (২ নম্বর)
★ সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
★ পরিবেশগত ইস্যু ও কূটনীতি (৩ নম্বর)
★ আন্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)
______________________________________
➤ গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ পাটিগণিত [৩ নম্বর]
ল.সা.গু ও গ.সা.গু
শতকরা
লাভক্ষতি
মুনাফ
অনুপাত
★ বীজগণিত [৫ নম্বর]
সকল সূত্র
লগারিদম
ধারা
সেট
বিন্যাস-সমাবেশ
সম্ভাব্যতা
★ জ্যামিতি [২ নম্বর]
চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা
______________________________________
➤ মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সিরিজ সংক্রান্ত সমস্যা
★ চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
★ পঞ্জিকা বিষয়ক
★ শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
★ সমার্থক ও বিপরীত শব্দ
★ Analogy
★ আয়নায় শব্দের প্রতিফলন
★ দিক নির্ণয়
______________________________________
➤ সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ ভৌত বিজ্ঞান
শক্তির উৎস ও ব্যবহার
তাপবিদ্যা
আলোকবিজ্ঞান
স্থির ও চল তড়িৎ
★ জীববিজ্ঞান
টিস্যু
অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)
খাদ্য ও পুষ্টি
রক্ত, রক্তচাপ, সঞ্চালন
জিনতত্ত্ব
★ আধুনিক পদার্থবিজ্ঞান
গ্রীন হাউজ গ্যাস
সাধারণ রোগ ও প্রতিকার
বায়ুমন্ডল
পৃথিবী সৃষ্টি
______________________________________
➤ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ ইনপুট ও আউটপুট ডিভাইস
★ কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
★ সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
★ ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
★ স্মার্টফোন
★ ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
★ ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
★ প্রটোকল
______________________________________
➤ ভূগোল ৭ নম্বর (১০ নম্বরে)
★ বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
★ বাংলাদেশের পরিবেশ (১ নম্বর)
★ বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
★ প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)
______________________________________
➤ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
★ দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
★ মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক আলোচনা (১ নম্বর)
★ বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
★ বাংলাদেশের সংবিধান (১ নম্বর)
______________________________________
➤ আপনার কাঙ্ক্ষিত মার্কস উঠে গেলে আপনার কাছে তুলনামূলক সহজ সাবজেক্টগুলোতে মার্কস বাড়ানোর চেষ্টা করবেন। যেমন- বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে।

শুভকামনায়,
দেবাশীষ ঘোষ
প্রভাষক (ইংরেজি)
সরকারি নুরুননাহার মহিলা কলেজ,
ঝিনাইদহ।

06/08/2025

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা ম/র/দে/হ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃ/ত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন।

কি সুন্দর তাই না।
31/07/2025

কি সুন্দর তাই না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Chowdhuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun Chowdhuri:

Share