29/09/2025
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টের পর সাকিব আরো একটি ফেসবুক পোস্টে দিয়েছেন। এতে লিখেছেন, ``যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!
ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ''