Yasin Hossain Rakib

Yasin Hossain Rakib wanna leave this earth
Keep me and my Ammu in your prayers. BLOOD : B+
(Donated Last: 03 Aug 2025)
For PR: 01742796969 (WhatsApp)

Congratulations to Nurmina
28/10/2025

Congratulations to Nurmina

I got 2 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done i...
27/10/2025

I got 2 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

I gained 16,143 followers, created 380 posts and received 3,934 reactions in the past 90 days! Thank you all for your co...
27/10/2025

I gained 16,143 followers, created 380 posts and received 3,934 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার...
27/10/2025

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার এই ডিমের ক্ষতিপূরণ দিতে হবে মালিক কে। এত টাকা আমি কোথায় পাব।

এ কান্না দেখে এক ভদ্র লোক এগিয়ে এসে নিজের পকেট থেকে ১০০০ টাকা দিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কে উদ্দেশ্য করে বলল, আমি আমার জায়গা থেকে তাকে কিছু দিলাম। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দেন।

এবার সবাই যে যা পারলো সাহায্য করলো। সব মিলিয়ে হিসেব করে দেখা গেল ক্ষতির পরিমাণ অনুযায়ী ৩০০ টাকা কম উঠলো। এবার সেই ১০০০ টাকা দেওয়া লোক টি বলল যান আপনার মালিক আর কিছু আপনাকে বলবে না। এই বলে তিনি চলে গেলেন।

পাশে থেকে একজন ভ্যান চালককে উদ্দেশ্য করে বলল এই ১০০০ টাকা দেওয়া লোক টা খুবই দয়ালু। সে না থাকলে তুমি আজ তোমার মালিকের কাছে কি জবাব দিতে?? তোমাকে জরিমানা দিতে হতো।
তখন ভ্যান চালক টাকাগুলো হাতে নিয়ে বলল ওই যে ১ হাজার টাকা দেওয়া ব্যাক্তিই আমার মালিক ।

27/10/2025

বিবাহ যোগ্য একজন কোটিপতি পাত্রী খুঁজছি, ক্রিয়েটিভ লয়াল পরিশ্রমী হতে হবে। প্রোফাইলে নম্বর দেওয়া আছে দ্রুত যোগাযোগ করুন।

পিএইচডিতে প্রফেসররা শিখিয়েছিলেন, "একজন ভাল রিসার্চার 'কী হয়েছিল' জানতে চাওয়ার উর্ধ্বে জানতে চায় 'কেন হয়েছিল'।" মনে ধরেছি...
26/10/2025

পিএইচডিতে প্রফেসররা শিখিয়েছিলেন, "একজন ভাল রিসার্চার 'কী হয়েছিল' জানতে চাওয়ার উর্ধ্বে জানতে চায় 'কেন হয়েছিল'।" মনে ধরেছিল কথাটা, যদিও পরবর্তীতে এই 'কেন' এনালিসিস রপ্ত করতে গিয়ে যাঁতাকলে পিষ্ট হয়েছি!

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। অতএব গুম কমিশনে যদিও আমাদের কাজ মোস্টলি 'কী' কেন্দ্রিক, মনের অগোচরে 'কেন'-এর ভূত আমাকে ছাড়ে না। অনেক কেন-এর মাঝে আজকাল যেই কেনটা আমাকে বেশ ভাবায় সেটা হল: গুমের জন্য অভিযুক্ত অফিসারদের পারসোনাল ক্রিমিনাল লায়াবিলিটি (বা ব্যক্তিগত অপরাধ) কেন তাদের ইনস্টিটিউশন স্বপ্রণোদিত হয়ে নিজের ঘাড়ে তুলে নিচ্ছে? কাজটা এত সুইসাইডাল যে আমরা এটার কোন আগামাথা বুঝি না।

ব্যাপারটা এরকম - ধরেন আমি বাংলালিংকে চাকরি করি, পরে গ্রামীণফোনে গেলাম। সেখানে আচ্ছামত চুরি করে, ক'দিন পর বাংলালিংকে ফিরে এলাম। এদিকে আমার গ্রামীণফোনের কুকীর্তি ফাঁস হওয়ায়, পুলিশ আমাকে গ্রেফতার করতে হাজির হল বাংলালিংকে। বাংলালিংক কি আমার গ্রামীণফোনের ক্রাইম ওউন করবে? বাংলালিংকের কোন কর্মকর্তা কি বলবে, "চল তোমার গ্রামীণফোনের ক্রাইম লুকাতে সহযোগিতা করে আমি আমার ক্যারিয়ার ঝুঁকিতে ফেলি?" উহু, নো চান্স। তারা বলবে, "ওখানে যা করেছ এটা তোমার প্রবলেম, আমাকে-আমার প্রতিষ্ঠানকে তোমার ক্রাইমে জড়াবা না।"

বাট উইয়ার্ডলি গুম-খুনের বিচারের বিষয়ে আমরা এই অদ্ভুত কাজটাই দেখছি। এভিডেন্স ডেস্ট্রয় করে, অ্যাকাউন্টেবিলিটি এভয়েড করতে সহযোগিতা করে, পালিয়ে যেতে দিয়ে, 'হেফাজতে আছে কিন্তু অ্যারেস্টেড না'-টাইপ কথা বলে, একটা নতুন সাবসেট অফ অফিসার্স (যারা বাংলালিংকের মতই অরিজিনালি আন-ইনভলভড) আরেকজনের পারসোনাল ক্রিমিনাল লায়াবিলিটি নিজের ঘাড়ে তুলে নিচ্ছে।

ভাল গবেষক হওয়ার সেই আদি খায়েশের তাড়নায় আমি বোঝার চেষ্টা করছি কেন এরকম সুইসাইডাল কাজ তারা করছেন। কারণ এটা তো দিবালোকের মত স্পষ্ট যে এসকল অফিসারদের এই সদ্য-ক্রিয়েটেড আমলনামা নিয়ে মাত্র ক'দিন পরেই তাদের প্রফেশনাল এবং রাজনৈতিক প্রতিপক্ষরাই টান দিবে। সো হয় আইনী ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে, ভেরি সুন ওনারা এক্কেরে খামখা পে করবেন! তাহলে কৌতূহল জাগে না যে কেন তারা এমন করছেন? আমার তো জাগে।

অনেক কারণ মাথায় আছে তবে আজকে একটা শেয়ার করি। আমার কাছে মনে হয়েছে ইনারা একই সোশাল ক্লাসের হওয়ায়, অভিযুক্ত অফিসারদের মাঝে নিজেদের দেখতে পান, রিলেট করতে পারেন। ওনারা ফিল করেন, "ইনার সাথে আমি অমুক জায়গায় চাকরি করেছি; আমার মিসেস তো ভাবীর ফ্রেন্ড। যদি আমার পোস্টিং হত RAB Int-এ? বা DGFI-এ? হয়ত আমিও এরকম করতাম। অতএব গুম-খুনের বিচার বাধাগ্রস্ত করে আমি খুব পুণ্যের কাজ করছি; ইন ফ্যাক্ট আমার নিজের অলটার ইগোকেই বাঁচাচ্ছি!"

আমার মনে হয়েছে এই কর্মকর্তারা এখানে দুইটা মেজর এনালিটিকাল এরর করছেন।

১) ওনারা ভাবছেন ওনারাও ওই পোস্টিংয়ে থাকলে এমন ক্রাইম করতেন। এটা আসলে ট্রু না। আমরা যথেষ্ট এভিডেন্স পাই যে সৎ অফিসাররা এসব ক্রাইম থেকে দূরে থেকেছেন। এমনকি আওয়ামীপন্থী অফিসার কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে গুম-খুন করতে রাজি হন নাই, এমন একাধিক সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তার মানে যারা গুম-খুন করেছে, তারা সজ্ঞানে চুজ করেছে। পোস্টিং-এর পরদিন রাতারাতি সবাই খুনি হয়ে যেতেন, এটা পিওর প্রোপাগান্ডা ব্যতীত আর কিছু না।

২) সোশাল ওভারল্যাপ না থাকায়, ওনারা ভিক্টিমের সাথে এম্প্যাথাইজ করতে পারছেন না। আফটার অল, ওনার মিসেস ইজ অনলি ফ্রেন্ডস উইথ ভাবী, নট ফ্রেন্ডস উইথ ভিক্টিমের 'আমি-কি-বিধবা-নাকি-সধবা?' বউ। এর মানে এও দাঁড়ায় যে যদি আমরা শুধু লোয়ার র‍্যাঙ্কের অভিযুক্তদের ধরতাম, কখনই ইনস্টিটিউশন এই সুইসাইডাল লায়াবিলিটি ঘাড়ে নিত না। কোম্পানির সি-স্যুট কর্মকর্তা কি অফিসের দারোয়ানের জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিবে? উহু!

এই এনালিটিকাল এররের কারণে ওনারা সামনের যে সমূহ পারসোনাল বিপদ ধেয়ে আসছে -- যখন ওনাদের বর্তমান আমলনামা বিবেচনা করে ইনডিসক্রিমিনেটলি ওনাদের ক্যারিয়ার (অর মোর!) আটকে যাবে -- সেই ব্যাপারটা ইগনোর করছেন।

সমাধান কী? আসলে আমাদের ক্ষেত্রেও এমন ঘটে - যখন ৬-৭ ঘণ্টা টানা একজন অভিযুক্তের ইন্টারভিউ নেই, তখন খানিকটা হলেও তাদের চিনে ফেলার সুযোগ পাই। সে সময় ফ্র্যাঙ্কলি অনেক চিন্তা মাথায় আসে। ভাবি, 'হু, ওই সময়ে লোকটা অনেক ক্রাইমই করেছে। কিন্তু আজকের অবস্থা প্যাথেটিক - বউ-এর সাথে অশান্তি, বাচ্চার পড়াশোনা লাটে উঠেছে।' ... করুণা হয়।

এসব ক্ষেত্রে আমি স্মরণ করি নৌকায় চোখ বেঁধে শোয়ানো ভিক্টিমের অন্তিম মুহূর্তের কথা। কারণ কাজের থ্রুতে এই ভিক্টিমদের - যাদের কখনও মিট করিনি, হয়ত আখিরাতে করব - তাদেরকেও আমি চিনে ফেলেছি। জানেন আমি মাল্টিপল অফিসারের সাথে চেক করেছি যে, মৃত্যুর আগ মুহূর্তে did the victims put up a fight? মাত্র হাতে গোনা কয়েকটা উদাহরণ পেয়েছি যেখানে the victim tried to escape in the last moment; mostly, they did not even try. একজন বর্ণনা করেছিলেন, "না, ওরা তো একদম নিঃশেষ তখন। জানে যে মারা যাবে। খুব নির্জীব।"

I can't take it, bhai. I can't take the tragedy of a man who is resigned to his death. I can't take it. I just can't.

আপনিও মেনে নিয়েন না। এই ঘৃণ্য অপরাধের দায়মুক্তি দিতে গিয়ে আপনার জানমাল-ক্যারিয়ার-পরিবার এবং, সর্বোপরি, বিবেক বিসর্জন দেওয়া সাজে না, ভাই। রিয়েলি না।

© ডক্টর নাবিলা ইদ্রিস

"একাই মানবিক, আর বাকিরা সবাই জালিম" — এই ধরনের উদ্ধত ও আত্মপ্রশংসামূলক মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
26/10/2025

"একাই মানবিক, আর বাকিরা সবাই জালিম" — এই ধরনের উদ্ধত ও আত্মপ্রশংসামূলক মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

বুয়েটের ল্যাবে পরীক্ষা করে বলা হয়েছিলো এই ম্যাটেরিয়ালস লোড নিতে পারবে না।অন্যটা সাজেস্ট করেছে।কিন্তু প্রকল্প সিন্ডিকেটের...
26/10/2025

বুয়েটের ল্যাবে পরীক্ষা করে বলা হয়েছিলো এই ম্যাটেরিয়ালস লোড নিতে পারবে না।অন্যটা সাজেস্ট করেছে।
কিন্তু প্রকল্প সিন্ডিকেটের ভয়াবহ থাবায় সেটাই ইউজ করা হয়েছে। আজ এই ছোট ভুলের কারণে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ।

ইঞ্জিনিয়ারিং খাত এভাবেই জিম্মি হয়ে আছে নামধারী ইঞ্জিনিয়ারদের কবলে!

পুরনো কাগজ ঘাঁটতে গিয়ে ছবিটা পেলাম—১৯৬৮ সালের একটি বাংলা দৈনিকে প্রকাশিত ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন।মাথায় ঢোকে না— তখন ঢা...
26/10/2025

পুরনো কাগজ ঘাঁটতে গিয়ে ছবিটা পেলাম—১৯৬৮ সালের একটি বাংলা দৈনিকে প্রকাশিত ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন।

মাথায় ঢোকে না— তখন ঢাকায় এমন কতজন ভেন্ডর ছিল যারা ক্রেডিট কার্ড গ্রহণ করত? কার্ড ব্যবহারকারীই বা ছিল কতজন? বিল তৈরিই বা হতো কীভাবে? কার্ডের POS মেশিন এল কোথা থেকে? বাৎসরিক চার্জই বা কত ছিল?

আচ্ছা, তখনও কি MR পয়েন্ট ছিল??? 🤔🤔

সাবধানে চলাচল করবেন এদেশে 'জীবনের' দাম ৫ লক্ষ টাকা আর একটি চাকরি!🙂💔
26/10/2025

সাবধানে চলাচল করবেন এদেশে 'জীবনের' দাম ৫ লক্ষ টাকা আর একটি চাকরি!🙂💔

26/10/2025

pov: Hating Shahbagi is in my blood🤏

Address

Eskaton Garden Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Yasin Hossain Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasin Hossain Rakib:

Share