md_nayem_17085

md_nayem_17085 l'm pofasonal Digital markater

ChatGPTগুগল কে টেক্কা দেওয়ার বিকল্প প্রযুক্তি!  ChatGPT প্রযুক্তির এক বহুরূপী শত্রু!ChatGPT গুগল এর থেকেও প্রফেশনাল উত্...
29/01/2023

ChatGPT
গুগল কে টেক্কা দেওয়ার বিকল্প প্রযুক্তি!

ChatGPT প্রযুক্তির এক বহুরূপী শত্রু!

ChatGPT গুগল এর থেকেও প্রফেশনাল উত্তর দেয় , যা একজন দক্ষ মানুষের কাছে পাওয়ার কথা সেই প্রশ্নের উত্তর ChatGPT এর কাছে পাচ্ছি।
সত্যিই বিস্ময়কর! ChatGPT এর কথা বলছি! ডাউনলোড করে ব্যবহার করতে পারেন! ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তার! পৃথিবী ভয়াবহ দ্রুতগতিতে আগাচ্ছে। অথচ আমরা এখনো ঠিক করে পাঠ্যবই লিখতে পারছি না। অথচ গৎবাঁধা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে নতুন দিনের জন্য ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত করতে হবে।

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি?
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।

বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।

10/01/2023

বর্তমান সময়ে ‘পুরুষ উত্তম, নারী অধম’ এই ধারণাটা অনেক বদলে গেছে। এখন অনেক স্বামীই তার স্ত্রীকে বাইরে কাজ করার জন্য আগ্রহ প্রদান করছেন। কিন্তু যারা বাইরে গিয়ে কাজ করতে অনিচ্ছুক তাদের জন্যে ফ্রিল্যান্সিং হতে পারে উপার্জনের হাতিয়ার। এর ফলে স্বামীর পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন নারীরা। তাছাড়া পারিবারিক জীবনের সাথে কর্মজীবন স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে ভালো রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। নারীদের ঘরে-বাইরে দুদিকে সামলাতে হয়। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং নারীকে নিজের রুটিন নিজে মত করে সাজিয়ে নেবার সুযোগ দিচ্ছে। ১০ টা থেকে ৫টা অফিস করতে হবে এমন কোন বাধ্যবাধকতা ফ্রিল্যান্সিং এ নেই। নারীরা প্রথাগত চাকরির চেয়ে অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা পেয়ে থাকেন ফ্রিল্যান্সিং এ। যে কোনো স্থান থেকে যে কোনো সময় কাজ করা যায়, রাস্তার জ্যাম পেরিয়ে অফিসে যেতে হয় না, নিজের বাসায়ই কাজ করা যায়। পরিবার ও শিশুকে সময় দিয়েও আত্মনির্ভরতার সুযোগ করে দেয় ফ্রিল্যান্সিং।

নারীরা নিজের ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বজায় রেখে, সঠিক পরিকল্পনা করে পেশাদারিত্বের সাথে নিজের স্বপ্নপূরণের জন্য কাজ করতে হবে। নারী-পুরুষ সবাইকেই প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাবার পথে ফ্রিল্যান্সিং হতে পারে নারী স্বাধীনতার এক অনন্য উপায়।

Address

Dhaka

Telephone

+8801733736443

Website

Alerts

Be the first to know and let us send you an email when md_nayem_17085 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to md_nayem_17085:

Share