29/01/2023
ChatGPT
গুগল কে টেক্কা দেওয়ার বিকল্প প্রযুক্তি!
ChatGPT প্রযুক্তির এক বহুরূপী শত্রু!
ChatGPT গুগল এর থেকেও প্রফেশনাল উত্তর দেয় , যা একজন দক্ষ মানুষের কাছে পাওয়ার কথা সেই প্রশ্নের উত্তর ChatGPT এর কাছে পাচ্ছি।
সত্যিই বিস্ময়কর! ChatGPT এর কথা বলছি! ডাউনলোড করে ব্যবহার করতে পারেন! ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তার! পৃথিবী ভয়াবহ দ্রুতগতিতে আগাচ্ছে। অথচ আমরা এখনো ঠিক করে পাঠ্যবই লিখতে পারছি না। অথচ গৎবাঁধা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে নতুন দিনের জন্য ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত করতে হবে।
ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি?
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।
কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।
ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।
বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।