Islamer Alor Poth

Islamer Alor Poth “অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
— হযরত আলী (রাঃ)
(4)

23/06/2025

🕋🕋🕋🕋
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান,সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
🤲💭 🕋*** 🖤🥀

23/06/2025

আসসালামু আলাইকুম

19/06/2025

❝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ❞নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি..!!🌤️❤️(সূরা আশ-শারহ:৬)

সবাই আমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা
16/06/2025

সবাই আমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা

27/05/2025

📌 রিমাইন্ডার

চলতি যিলক্বদ মাস ২৯ দিনে হলে আগামী ২৮ মে বাদ মাগরিব থেকে জিলহজ্ব শুরু হবে। যারা কুরবানীর নিয়ত করেছেন, তারা জিলহজ্ব মাসের চাঁদ উঠার আগেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চুল, নখ কেটে রাখুন ইনশাআল্লাহ্।

রাসূলুল্লাহ ﷺ বলেন : যখন তোমরা জিলহজ্ব মাসের (নতুন চাঁদ দেখতে পাও) আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে। (সহীহ মুসলিম : ১৯৭৭)

উল্লেখ্য, যারা কুরবানী দিবেন না, তারাও এই আমল করতে পারবেন এবং সেক্ষেত্রে সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ্।

আসুন আমরা সকলে এই নিয়ম গুলো পালন করবো
23/05/2025

আসুন আমরা সকলে এই নিয়ম গুলো পালন করবো

01/05/2025
15/04/2025

আমল কবুলের জন্য দোয়া

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيمُ

হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

আপনি আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা আল বাকারাহ - ২:১২৭-১২৮

14/04/2025

সুসন্তান লাভের দোয়া
رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ থেকে এক উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।

সূরা আলে ইমরান - ৩:৩৮

30/03/2025

ঈদের ফিতরের ১৩ টি সুন্নাত। যথা:

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮]
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]

৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। [বুখারী, হাদীস নং-৯৫৩]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭]
৯. ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]
১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা। [বুখারী, হাদীস নং-৯৫৬]
১১. যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। [বুখারী, হাদীস নং-৯৮৬]
১২. পায়ে হেটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩]

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
[মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]

30/03/2025

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮m﷽

┏━━━━ ﷽ ━━━━┓
🖤EID 𝐌𝐮b𝐚𝐫a𝐤🕋
┗━━━━ ﷽ ━━━━┛

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamer Alor Poth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category