SM RUBEL

SM RUBEL information & help

ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে। বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্য...
22/08/2024

ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে।

বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন।

সেই সাথে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি। এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ।

যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।

মানবিক সংকটের মুহুর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

Ahmadullah হুজুরের প্রোফাইল থেকে নেয়া।

11/08/2024

দেশের সকল পুলিশ সদস্যদের অনুরোধ জানাচ্ছি, যে যেখানে যেভাবে কর্মরত আছেন/ থাকবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের যথাযথ প্রয়োগ করবেন। যেনো আইনের ফাক দিয়ে কেউ বেড়িয়ে যেতে না পারে। বিশেষ করে ট্রাফিক বিভাগের প্রতি অনুরোধ কাগজপত্র এবং হিলমেট ব্যতিত কোন গাড়ি যেনো ছাড় না পায়। সেই সাথে ফুটপাত মুক্ত করতে হবে। ফুটপাত মুক্ত থাকলে রাস্তা স্বাভাবিকভাবেই সচল থাকবে।

15/08/242359
11/08/2024

15/08/24
2359

09/08/2024

দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প কিছুই হতে পারে না - ড. ইউনুস

08/08/2024
08/08/2024

আয়না ঘর কোথায় ছিল?কে তৈরি করেছিল? কে নিরাপত্তা দিয়েছিল? দায়িত্বে কে ছিল? জাতির সামনে উন্মোচন করা হউক।

06/08/2024

পুলিশের এত এত লাশের স্তুপ পড়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত একটা ব্রিফিং করতে পারলেন না। আপনারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য গা ঢাকা দিয়ে আছেন।
ব্যক্তিস্বার্থ রক্ষা করতে গিয়ে গোটা পুলিশ সংস্থা টাকে জনগণের শত্রুতে পরিনত করে দিলেন। বাংলাদেশ পুলিশ আপনাদের কখনো ক্ষমা করবে না।

আপনাদের চেয়ার ঠিক রাখার জন্য, প্রমোশন পাওয়ার জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাড় করে আপনারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। অথচ আমাদের কথা একবারও ভাবলেন না। আপনাদের বিবেকহীন সিদ্ধান্তের জন্য গোটা পুলিশ বাহিনী আজ জনগণের কাছে ভিলেনে পরিনত হয়েছে। আপনাদের কথার বাহিরে গেলে চাকরি খেয়ে ফেলতেন, বদলি করে দিতেন.... কত কি!!!

কে আগে ডিআইজি হবেন, কে আগে আইজিপি হবেন, সরকারকে খুশি করার জন্য পুরো পুলিশ সংস্থাকে গোলাম বানিয়ে রেখেছিলেন। আজকে কোথায় আপনারা???
পাজেরো গাড়ির বহর নিয়ে স্ত্রী সালি কন্যাদের নিয়ে থানা, জেলা ভিজিট করার নামে পিকনিক করে বেড়াতেন। আজকে কই আলহাজ্ব সাহেবেরা আপনারা কোথায়??
আজকে আমার জুড়িদার ভাই ব্যাচম্যান জীবন উৎস্বর্গ করছে, দেখবেন না আপনারা, আসেন দেখেন।
বিশ্বাস করেন, আমরা যারা জুনিয়র পুলিশ অফিসার আমাদের আসলে করার কিছু নেই। একবার যে হাতি সার্কাসে পোষ মানে, সে হাতি তার স্বাধীনতা হারিয়ে ফেলে। তার কাজ শুধু খেলা দেখানো।

প্রিয় দেশবাসী, আমরা জানি, পুলিশের উপর আপনাদের অনেক ক্ষোভ। যদি পারেন সেই ক্ষোভ হারুন/বিপ্লব/বেনজির/হাবিব/প্রলয় কুমার/বনজ কুমার সহ প্রমুখ অফিসারদের উপর খাটান।

দয়াকরে, পুলিশের জুনিয়র কর্মচারী, কর্মকর্তাদের উপর আপনাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না।

সাবধান!
28/02/2024

সাবধান!

আমিন
17/01/2024

আমিন

Address

Ashkona
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM RUBEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM RUBEL:

Share