I Am Proud Of Muslim

I Am Proud Of Muslim সত্য বলা মহৎ গুন.... আল্লাহ্ আমাদের সত্য বলার তৌফিক দান করুক....
(আমিন)

30/03/2025
21/03/2025

ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও

সুনানে ইবনে মাজাহ ৩৮৫০

জামে আত-তিরমিযির একটি হাদীস থেকে উক্ত দুআটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দুআটি হচ্ছেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও

10/11/2024

মেয়েদের পর্দা/বেপর্দা ছবি আপলোড দেওয়া তো স্পষ্ট পাপ। সাথে যারা তাদের ছবিতে রিঅ্যাক্ট/ কমেন্ট করে ইন্সপায়ার করেন তারা সমান পাপী। অন্যায়কারী এবং অন্যায়ে উৎসাহ দানকারীর কখনো খুব একটা পার্থক্য থাকতে পারে না।
অনেক সময় কাউকে ছবি আপলোড দিতে সরাসরি ভাবে নিষেধ না করা যায়না বা করলে তারা কখনই শুনে না সেক্ষেত্রে আমার নিজের ঈমানী দায়িত্ব হলো তার ছবিটা ইচ্ছাকৃত ইগনোর করে যেয়ে অন্তত একটা নীরব প্রতিবাদ জারি রাখা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -বলেন, তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন হাত দ্বারা এর সংশোধন করে দেয়। যদি এর ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা, যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা (উক্ত কাজকে ঘূণা করবে), আর এটাই ঈমানের নিম্নতম স্তর।(সহিহ মুসলিম, হাদিস : ৪৯)

21/08/2024

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল বৃষ্টির সময় পড়তেন। দোয়াটি হলো—

اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার। (বুখারি, হাদিস : ১০১৪)

অর্থ : হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন।

22/01/2024

আমার যখন কোনো কারণে মন খারাপ থাকে বা কোন কিছু নিয়ে কষ্টে থাকি তখন কোরআনের এই আয়াত গুলো পড়ে অনেক স্বস্তি পাই :

১. سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সুরা তালাক : ৭]

২. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’ [সুরা ইনশিরাহ : ৬]

৩. إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’ [সুরা ইউসুফ : ৮৬]

৪. أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।’ [সুরা বাকারা : ২১৪]

৫. وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’ [সুরা ইউসুফ : ৮৭]

৬. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সুরা বাকারা : ২৮৬]

৭. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ [সুরা বাক্বারা : ১৫৫]

৮. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ [সুরা বাকারা : ১৫৩]

৯. وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।’ [সুরা মারইয়াম : ৪]

20/01/2024

★ #কি_কি_কাজ_করলে_শিরক_হয়?

02/01/2024

★★ভালোবাসা কি ❓✍️🖌️

একবার পড়ে দেখুন,,,,,, মনটা ভরে যাবে ইনশাআল্লাহ

1️⃣যখন আজান শুনলে মনটা ছটফট করব কখন নামাজ পড়বো,,,,হ্যাঁ এটাই ভালোবাসা ❗

2️⃣ যখন নামাজে সেজদায় যাওয়ার পর মনে শান্তি লাগে,,, হ্যাঁ এটাই ভালোবাসা ❗📿🌼🌺

3️⃣যখন কুরআনের আয়াতগুলো পড়লে বা শুনলে আল্লাহর রহমত অনুভব করা যায়,,,,, হ্যাঁ এটাই ভালোবাসা ❗

4️⃣ পাপ করার পর যখন মনের ভিতর ঝড় উঠে যে আমার ভুলের জন্য আল্লাহকে হারিয়ে ফেলছি,,,হ্যাঁ এটাই ভালোবাসা!

5️⃣যখন কল্পনা করি মক্কা শরিফের ছবি দেখে হার্টবিট বেড়ে যাওয়া অশ্রুতে চোখ ছলছল করছে,,,, হ্যাঁ এটাই ভালোবাসা ❗

6️⃣ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক ধ্বনিতে কলিজা কেঁপে উঠার নামই হচ্ছে ভালোবাসা ❗

7️⃣মরণের কথা মনে হওয়ার কারণে ভয় পেয়ে যখন মুচকি হাসি দিয়ে মনে করা আমি আমার আল্লাহর কাছে যাবো এ খুশিতে চোখে পানি আসাটাই ভালোবাসা ❗

8️⃣যখন রাসুল (সাঃ) এর জীবনের কিছু ঘটনা পড়ে কষ্টে বুক ফেটে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা ❗

9️⃣ কার জন্য এত ভালোবাসা ❓

🌺 ✍️আমার আল্লাহর জন্য,,,, রাসুলের (সাঃ)জন্য,,,
সাহাবিদের জন্য,,,,, যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় ✍️🖌️

🟡সুবহানাল্লাহ ❗
🔵 আলহামদুলিল্লাহ ❗
🟣 আল্লাহু আকবার ❗
🟢 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

01/01/2024

গুরুত্বপূর্ণ ৫টি হাদিসঃ-
১। প্রিয় রাসুল ( সাঃ) বলেছেন, "তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যাবে না।
(সহীহ বুখারী- ৪০৭৯)
২। প্রিয় রাসুল ( সাঃ) বলেছেন, " তোমরা আঙ্গুলে তাসবীহ গণণা কর কেননা কেয়ামতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে"।( আবু দাউদ- ১৫০১)
৩। দুআ ইউনুস পাঠ করলে দোয়া কবুল হয়।
( তিরমিজি - ৩৫০৫)
৪। তোমার দ্বারা যদি কেউ হেদায়েত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রং উট পাওয়ার চেয়েও উওম। ( সহীহ বুখারী- ৩৭০১)
৫। মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস। ( আবু দাউদ- ৪৯৯০)
আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন
C

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Am Proud Of Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Am Proud Of Muslim:

Share

Category