24/01/2024
সাম্প্রতিক বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়ন উত্তমপুরের ৪০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে কালী মন্দির বানানোর জঘন্যতম চক্রান্তের ঘটনা আমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছি এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং নিন্দনীয় একটি ঘটনা যা মুসলমান হিসেবে কখনই আমরা মেনে নিতে পারব না,মসজিদ, মন্দির, গীর্জা এগুলো প্রতিটি জাতির স্ব স্ব উপাসনালয়। এখানে জড়িত থাকে সকল ধর্মপ্রাণ মানুষের আবেগ, অনুভূতি। আর এই অনুভূতিতে আঘাত করে ধর্মপ্রাণ মানুষদের বিষাক্ত করে তোলার মানে হয় না এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতেও পারে না। এর ফলে সৃষ্টি হয় সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা। যা গোটা জাতির জন্য অমঙ্গল ও অকল্যাণকর।
দেড় হাজার বছরের ইসলাম ধর্মের কাছে সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত ছিল আছে এবং থাকবে,
এশিয়ার সবচেয়ে শান্তি প্রিয় দেশ বাংলাদেশ, যেখানে ভেদাভেদ নাই কে কোন ধর্মের,
যেকোন বিপদে এগিয়ে আসি আমরা একে অপরের বিপদে,একজন প্রকৃত হিন্দু কখনোই একটি মসজিদ ভেঙে মন্দির করার এমন জঘন্যতম কাজের সাথে জড়িত থাকবে বলে আমার মনে হয় না একজন প্রকৃত মুসলিম তো দুনিয়া উল্টে গেলেও এ কাজ করবেনা, তাইনা? যারা এই কাজ করছে তাদের কোন ধর্মের না, তাদের কাজ হল শান্ত প্রিয় দেশে অশান্তি সৃষ্টি করা, ইসলাম শান্তির ধর্ম,ভালোবাসা জানানোই আমাদের সৌন্দর্য। সুতরাং সহিংসতা নয়, এমন নিকৃষ্ট জঘন্যতম কাজের সাথে জড়িতদের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।