17/06/2023
:-
"মাঠেই রেফারিকে ঘুষ দেওয়ার অপরাধে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি"🙂
বিস্তারিত: ফিফা ওয়ার্ল্ডকাপ চলাকালীন সময়ে মাঠেই রেফারিকে ঘুষ দিয়ে পেনাল্টি কিনে নেন মাফিয়া মেসি। সে চিত্র ক্যামেরায় ধারণ করে ফিফার কাছে পাঠান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ফটো সত্যতা যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত মেসিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার ব্যালন ডি অর গুলো বাতিল হিসেবে ঘোষণা করা হয়। তার জেতা ওয়ার্ল্ডকাপও বাতিল হিসেবে ঘোষণা করা হয়। কাতার ওয়ার্ল্ডকাপ জয়ী হিসেবে পর্তুগালের নাম ঘোষণা করা হয়। মেসির প্রাপ্ত ব্যালন ডি অরের তিনটা রোনালদোকে দিয়ে দেওয়া হয়। মেসির বদলে আজ থেকে রোনালদোকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে ঘোষণা করা হবে ফিফা ওয়েবসাইটে।
Messi is nothing now. Ronaldo is real goat.
সূত্র: Al- brazila, Mission Hexa TV , kasem tv Urdu, Asif tv Bangla, TNT sports Brazil. 😉