17/07/2024
এই দখলদার ফ্যাসিবাদ স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াইয়ে, আজ পর্যন্ত যাদের জীবন গেল, আমরা যেন তাদের জীবনদান কে বৃথা যেতে না দেই।
আজ যদি আমরা পিছু হটি, তাহলে আজ পর্যন্ত যারা জীবন দিল, তাদের এই জীবনের কোন দামই আমরা দিলাম না।
তাহলে ভবিষ্যতে আর কেউ আমাদের জন্য জীবন দিতে আসবে না।
আমরা আজীবন পরাধীন থেকে যাব, দয়া করে তাদের এই জীবন দানকে তোমরা বৃথা যেতে দিও না।
আজ শুধু কোটা নয় সকল প্রকার বৈষম্য দূর করার জন্য, চলো জীবন দেই।
চলো আজ পথে নামি ওদের ও আমাদের জীবনের বিনিময়ে হলেও যেন আজ আমরা দখলদারকে বিনাশ করতে পারি।
চলো আজ জীবন দেই, শকুনীর থাবা থেকে আমার বাংলা মাকে মুক্ত করতে।
আজ চলো জীবন দেই, দখলদারকে ধ্বংস করে নতুন বৈষম্য মুক্ত এক বাংলাদেশ গড়তে।