Ador

Ador I am sorry to say that I won't be able to accept your invitation/messages/association because I spend most of my time in solitude.

To be straightforward, I am not interested in anything at all whatever your offer is.

17/04/2025

কালবৈশাখী আসছে বৃষ্টিহীন স্থানগুলোতে!

পূর্বাভাস অনুযায়ী, ঝড় বৃষ্টি চলছে রাজশাহী বিভাগের বেশ কিছু স্থানে। তাছাড়া ঢাকা বিভাগের উত্তর-পশ্চিম এবং ময়মনসিংহ বিভাগের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম স্থান এবং আশেপাশের আরো কিছু স্থানে ঝড়-বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের রাত ১২ টার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল বিভাগের উপকূলীয় স্থানগুলোতে কিছু বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে।

এখন থেকে আগামী তিন ঘণ্টায় ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল বিশেষ করে- রাজবাড়ি, মানিকগঞ্জ, ফরিদপুর তাছাড়া কুষ্টিয়া, পাবনা ও আশেপাশের আরও বেশ কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি কিছু কিছু স্থানের শিলাবৃষ্টি হতে পারে।

তাছাড়া পরবর্তীতে নতুন মেঘ তৈরি হলে মূলত আমাদের পূর্বাভাস বাকিস্থান অনুযায়ী বহাল থাকবে।

--- ধন্যবাদ (আপডেট: সকাল ১০:১৫ মিনিট)
(পরবর্তী আপডেট: দুপুর ১১:১৫ মিনিটে)
(পরবর্তী পূর্বাভাস: দুপুর ১২:৩০ মিনিটে)

20/10/2024

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত স্থান।

24/08/2024

দেশে চলমান বন্যা ও আগামী দিনে বন্যা পরিস্থিতির পূর্বাভাস।

24/05/2024

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল?

09/05/2024

সাগরে ঘূর্ণিঝড় ও পরবর্তীতে বজ্রবৃষ্টির পরিস্থিতি নিয়ে কথা বলছেন -
আদর।

27/04/2024

তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও মে মাসে সাগরের সিস্টেম নিয়ে!

এই বছর গরম কেমন হবে? বহু সংস্থা পূর্বাভাস ও প্রচার করছে এই বছরে রেকর্ড করা তাপমাত্রা হবে। আসলে তেমনটা হওয়ার সম্ভাবনা কম...
12/03/2024

এই বছর গরম কেমন হবে? বহু সংস্থা পূর্বাভাস ও প্রচার করছে এই বছরে রেকর্ড করা তাপমাত্রা হবে। আসলে তেমনটা হওয়ার সম্ভাবনা কম।
নিচে দেখে নেওয়া যাক 👇

1️⃣ পর পর ৩ বছর লা লীনার ফলে, উপ ক্রান্তীয় এলাকায় বাতাস হ্রাস পাওয়ায় বাতাসের বাষ্পীকরণ কম হয়েছে, উপ ক্রান্তীয় ঝড় হ্রাস এবং সরাসরি সৌর বিকিরণ বৃদ্ধি করেছে। ফলে উক্ত স্থানগুলোতে প্রচুর তাপ তৈরি হয়েছিল।

2️⃣ কিন্তু লা লীনার ঠিক পরের বছরই এল নিনো তৈরি হয় ফলে উপ ক্রান্তীয় এলাকাসহ ক্রান্তীয় এলাকা প্রচুর গরম বা তাপ তৈরি হয় যেটার ফলে ২০২৩ সালে আমরা শক্তিশালী তাপপ্রবাহ দেখেছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে চলা তাপপ্রবাহ এবং রেকর্ড করা তাপমাত্রা।

3️⃣ কিন্তু ২০২৩ প্রাক বর্ষা থেকে আমরা দেখেছি উপ ক্রান্তীয় এলাকার বাতাস বৃদ্ধি পেতে এবং আমরা দেখেছি বর্ষা ও তার পরবর্তীকালীন সময়ে আকাশ মেঘলা থাকায় সরাসরি সৌর বিকিরণে ব্যাঘাত হতে। ফলাফল আমরা শীতকালে সূর্যের কিরণ কম পেয়েছি তাছাড়া আমরা শীতকালে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা পেয়েছি যেটা এল নিনো বছরের সম্পূর্ণ বিপরীত।

4️⃣ অর্থাৎ সাধারণত এল নিনো বছরগুলোর শীতকালের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকে। কিন্তু এই বছর এল নিনো থাকা সত্বেও সেটা বিপরীত ছিল মানে স্বাভাবিক থেকে কম তাপমাত্রা ছিল!

➡️ #মোটকথা: আমরা আবহাওয়ার সার্কুলেশন ধরনের জন্য ২০২৩ এর গ্রীষ্মের ও বর্ষার পর থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং যেটা অব্যাহত থাকতে পারে। ফলে আমরা এই বছরের গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ জলবায়ু হিসাবে গ্রীষ্মকালের যেই স্বাভাবিক তাপমাত্রা বা তাপ সেটাই এই বছর পেতে পারি। এবং অন্যান্য আবহাওয়া সংখ্যাগুলোর মত অতিরঞ্জিত তাপমাত্রা ও সব কিছু পুড়ে যাওয়ার মত কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে কম।

=> বিশ্লেষণকারী: Ador & পি. রাউন্ডি

09/06/2023

Welcome to SouthWest Monsoon or Rainy Season!
বর্ষাকালে আপনাকে স্বাগতম!
বর্ষা ৭ তারিখ রাতে টেকনাফ দিয়ে দেশে প্রবেশ করে যা আজ চট্রগ্রাম শহর পর্যন্ত প্রসারিত হয়েছে। 🌧️

পূর্বাভাস অনুয়ায়ী, ভোর থেকে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় বেশকিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যা...
08/06/2023

পূর্বাভাস অনুয়ায়ী, ভোর থেকে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় বেশকিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তাছাড়া দুপুরের পর অন্য বিভাগের গুটিকয়েক অল্প কিছু স্থানে বজ্র বৃষ্টি হতে পারে।

তাছাড়া দেশের মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের সরাসরি সূর্য আলো পৌঁছাতে বাধা প্রাপ্ত হচ্ছে। তবে যেহেতু বর্ষা আমাদের খুবই নিকটে এই সময়ে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশে প্রবেশ করে থাকে ফলে সূর্যের আলো প্রভাব না রাখলেও বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকায় এক ধরনের ভ্যাপসা গরম অনুভুত হতে পারে।

এদিকে আজ ভারতের কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তাছাড়া এর উত্তর অংশ মায়ানমারের উত্তর-পশ্চিম বা উত্তর রাজ্য Sittwe উপকূল বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের কাছে পৌড়ছেছে বর্ষা। যা আগামীকাল টেকনাফ উপকূল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। আর এটার পরবর্তী ৪৮-৭২ ঘন্টায় বর্ষা চট্টগ্রামের বাকি অংশ ঢাকার পূর্বাংশ ও সিলেট বিভাগে প্রবেশ করতে পারে। (আনঅফিসিয়াল)

বর্ষার প্রবেশ প্রক্রিয়া ও দেশে পর্যাপ্ত জলীয়বাষ্প এবং অন্যান্য কারণে সময়ের সাথে সাথে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে থাকবে। তবে মূলত ১১/১২ তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কিছু স্থানে মূলত মাঝারি ও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত এবং মধ্যস্থানে হালকা থেকে মাঝারি ও দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা প্রবেশ করার সাথে সাথে Break Monsoon পরিস্থিতি বিরাজমান করবে সেটার ফলে বজ্রবৃষ্টি ধরনের চলমান বৃষ্টিপাত হতে পারে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ador posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ador:

  • Want your business to be the top-listed Media Company?

Share