17/04/2025
কালবৈশাখী আসছে বৃষ্টিহীন স্থানগুলোতে!
পূর্বাভাস অনুযায়ী, ঝড় বৃষ্টি চলছে রাজশাহী বিভাগের বেশ কিছু স্থানে। তাছাড়া ঢাকা বিভাগের উত্তর-পশ্চিম এবং ময়মনসিংহ বিভাগের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম স্থান এবং আশেপাশের আরো কিছু স্থানে ঝড়-বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের রাত ১২ টার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল বিভাগের উপকূলীয় স্থানগুলোতে কিছু বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে।
এখন থেকে আগামী তিন ঘণ্টায় ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল বিশেষ করে- রাজবাড়ি, মানিকগঞ্জ, ফরিদপুর তাছাড়া কুষ্টিয়া, পাবনা ও আশেপাশের আরও বেশ কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি কিছু কিছু স্থানের শিলাবৃষ্টি হতে পারে।
তাছাড়া পরবর্তীতে নতুন মেঘ তৈরি হলে মূলত আমাদের পূর্বাভাস বাকিস্থান অনুযায়ী বহাল থাকবে।
--- ধন্যবাদ (আপডেট: সকাল ১০:১৫ মিনিট)
(পরবর্তী আপডেট: দুপুর ১১:১৫ মিনিটে)
(পরবর্তী পূর্বাভাস: দুপুর ১২:৩০ মিনিটে)