26/07/2025
হিজাব, বোরখা পরিধান করে যখন আপনি ইসলামের দৃষ্টিতে হারাম কাজ করেন (ডান্স করা, টিকটক করা, ছেলে ফ্রেন্ড রাখা, বয়ফ্রেন্ড রাখা, মুভি দেখতে যাওয়া, পার্টি করা) তখন আপনি একসাথে তিনটা গুনাহের পথ খোলে দেন :
১. এটার মাধ্যমে আপনার কাছ থেকে মানুষ মেসেজ পেল হিজাব, বোরখা পড়ে সব করা যায়।
২. অন্যরা সত্যিকারের পর্দা যারা করে, তাদের ও একই কাতারে নিয়ে আসে আর কটুক্তি করে এমন কতো পর্দা ওয়ালা দেখলাম বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট।
৩. যারা পর্দা করত, তারও হয়তো ভাবে হিজাব বোরখা পরে যেহেতু সব করা যায় তাহলে এগুলো না পরেই নরমালি চলি সেটাই ভালো। মানুষ অনন্ত মুখোশধারী বলবে না।
ভালো কাজের জন্য যেমন আপনি সদকায়ে জারিয়াহ এর অন্তর্ভুক্ত হবেন তেমনি খারাপ কাজে সাহায্য করা, খারাপ কাজের পথ উন্মুক্ত করা, ভালো কাজের বাঁধা হয়ে দাঁড়ানোর কারন হন তাহলে সেটার দায়ভার ও আপনাকে মৃত্যুর পর বহন করতে হবে।
ইসলামের পোশাক পরা মানেই আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করেন, এখন সেই রিপ্রেজেন্ট করে যদি ভালো কিছু মেসেজ দেন তাহলে সেটা যদি কেউ অনুসরণ করে ভালো পথে আসে তাহলে তার সওয়াব আজীবন পাবেন। আর যদি ভুল মেসেজ দেন তাহলে তার দায় ভারও আপনাকে আজীবন বহন করতে হবে।