30/04/2025
আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু চাই—চাকরি চাই, অর্থ চাই, সাহায্য চাই, সহানুভূতি চাই। এমনও হয়, মানুষ চেষ্টা করছে আপনার জন্য—চাকরিটা হয়তো পেয়ে যাবেন, টাকাটাও ম্যানেজ হয়ে যাবে, বিয়ের কথাবার্তাও একদম ঠিকঠাক। মনে মনে পুলকিত হন এই ভেবে এবার ঠেকায় কে আমায়!
কিন্তু শেষ মুহূর্তে—কোনো এক অজানা কারণে—সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্বপ্নটা যেন তীরে এসেই ডুবে যায়।
কিংবা মানুষ আপনার প্রতি অনেক হিংসা করে, তারা চায় যেনো আপনি ভালো কিছু করতে না পারেন, আপনার চাকরিটা যাতে না হয়, বিয়েটা যাতে ভেঙে যায়। কিন্তু কোন এক অলৌকিক কারনে হাজারো বাঁধা থাকা সত্বেও সব কিছু পেয়ে যান সুন্দর মতো। আর আপনি পৌছে যান নিজের গন্তব্যে।
কি সেই ম্যাজিক, আর কে সেই ম্যাজিশিয়ান।
আপনার রব আপনাকে উদ্দেশ্য করে বলছে - “আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তারপর তা ছাড়াবার কেউ নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।“ [সূরা ফাত্বির : ২]
হাদিসে বর্ণিত হয়েছে — ‘যদি সমগ্র উন্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার (ভাগ্যে) লিখে রেখেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার (ভাগ্যে) লিখে রেখেছেন।’
তিনি যাকে দিতে চান, তাকে কেউ আটকাতে পারে না। পুরো বিশ্ব এক হয়ে গেলেও তাকে দেয়া জিনিস কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা তিনি আটকে রাখেন, তা পৃথিবীর সমস্ত শক্তি এক হয়েও তার জন্য ব্যবস্হা করে দিতে পারবে না।