Dawah_দাওয়াহ

Dawah_দাওয়াহ A small effort to call People to Allah
(1)

26/07/2025

হিজাব, বোরখা পরিধান করে যখন আপনি ইসলামের দৃষ্টিতে হারাম কাজ করেন (ডান্স করা, টিকটক করা, ছেলে ফ্রেন্ড রাখা, বয়ফ্রেন্ড রাখা, মুভি দেখতে যাওয়া, পার্টি করা) তখন আপনি একসাথে তিনটা গুনাহের পথ খোলে দেন :

১. এটার মাধ্যমে আপনার কাছ থেকে মানুষ মেসেজ পেল হিজাব, বোরখা পড়ে সব করা যায়।

২. অন্যরা সত্যিকারের পর্দা যারা করে, তাদের ও একই কাতারে নিয়ে আসে আর কটুক্তি করে এমন কতো পর্দা ওয়ালা দেখলাম বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট।

৩. যারা পর্দা করত, তারও হয়তো ভাবে হিজাব বোরখা পরে যেহেতু সব করা যায় তাহলে এগুলো না পরেই নরমালি চলি সেটাই ভালো। মানুষ অনন্ত মুখোশধারী বলবে না।

ভালো কাজের জন্য যেমন আপনি সদকায়ে জারিয়াহ এর অন্তর্ভুক্ত হবেন তেমনি খারাপ কাজে সাহায্য করা, খারাপ কাজের পথ উন্মুক্ত করা, ভালো কাজের বাঁধা হয়ে দাঁড়ানোর কারন হন তাহলে সেটার দায়ভার ও আপনাকে মৃত্যুর পর বহন করতে হবে।

ইসলামের পোশাক পরা মানেই আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করেন, এখন সেই রিপ্রেজেন্ট করে যদি ভালো কিছু মেসেজ দেন তাহলে সেটা যদি কেউ অনুসরণ করে ভালো পথে আসে তাহলে তার সওয়াব আজীবন পাবেন। আর যদি ভুল মেসেজ দেন তাহলে তার দায় ভারও আপনাকে আজীবন বহন করতে হবে।

13/07/2025

উমর রা থেকে বর্নিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেই মত রুযী দান করবেন যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ ক’রে (বাসায়) ফিরে।” [আহমাদ : ২০৫]

আমাদের কাজ আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে যাওয়া। আমাদের চিন্তার বিষয় রিজিক হবে না, বরং আমাদের চিন্তার বিষয় হবে আমরা আল্লাহর উপর কতটুকু ভরসা রাখি আর কতটুকু চেষ্টা করি।

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। [সূরা ত্বালাক : ৩]

12/07/2025

আমরা যারা দুনিয়াবি ব্যস্ততায়, চাকুরি, পরিবার, ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে দ্বীন পালন করিনা, ইসলাম নিয়ে পড়াশোনার সময় পাই না; তাদের উচিত এ হাদিসটি মনোযোগ দিয়ে পড়ে নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়া :

আল্লাহর রাসূল (ﷺ) বলেন, ‘আল্লাহ তা‘আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব।

আর যদি তা না কর, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না।’ [তিরমিযী : ২৪৬৬]

11/07/2025

রাস্তায় চলার সময় যদি আপনার জিহ্বা আল্লাহর স্মরণে সিক্ত হয় কিংবা আপনার হৃদয় রবের স্মরণে ব্যস্ত হয়, তাহলে বুঝবেন আপনি জান্নাতি লোকদের দলে আছেন।

10/07/2025

নিজেকে কখনো বড় মনে করবেন না, মরে গেলেই সব শেষ। আজ আপনি টাকার, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন কিন্তু আসল সত্যি কি জানেন? চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সব শেষ! কেউ আর আপনাকে স্মরণ রাখবে না। মিশে যাবেন মাটিতে।

যদি শেষ গন্তব্য হয় মাটি; তাহলে অহংকার, বাহাদুরির গল্প লিখে কি লাভ? সাধারণ হয়ে বেঁচে থাকুন। মৃত্যুর পর দুই জায়গায় অসাধারণ হয়ে যাবেন।

05/07/2025

নিয়মিত ইস্তেগফার পাঠে ৩ টি লাভ :

১. রিজিকের দরজা খোলে যাবে
২. হতাশার কালো মেঘ দূর হয়ে যাবে
৩. সংকটময় পরিস্থিতি কেটে যাবে

জিহ্বা সিক্ত হোক ইস্তেগফারে, হৃদয় শান্ত হোক ইস্তেগফারে। আস্তাগফিরুল্লাহ।

04/07/2025

কারো ভালো দেখে কখনো হিংসা করবেন না। আপনার হিংসায় কারো রিজিক কমবে না বরং আপনি আল্লাহর কাছে অসম্মানিত হবেন।

সবার রিজিক নির্ধারিত, আপনি হিংসা করে সেটাকে কমাতে কিংবা বাড়াতে পারবেন না। বরং উত্তম রিজিকের জন্য আপনি দোয়া করুন।

হিংসা মানুষের সৎকর্ম গুলোকে পুড়িয়ে দেয়, যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়।

02/07/2025

“এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে দেয়, তবে দুঃখ করো না। কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার (ব্যাকুল) কণ্ঠ শুনতে চান, তোমার দু'আর মাধ্যমে। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে আর ভুলে যাও তা। এবং মনে রেখো আল্লাহ কখনোই ভুলে যান না।”

— ইবনুল ক্বইয়্যিম রহিমাহুল্লাহ

01/07/2025

গোপনে দান করার অভ্যাস গড়ে তুলুন – এটা রিযিক খোলে দেয়, গুনাহ সমূহ মুছে দেয়।

পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে — “যদি তোমরা প্রকাশ্যে দান কর তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে কর এবং তা অভাবগ্রস্তদেরকে দান কর, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন, বস্তুতঃ যা কিছু তোমরা করছ, আল্লাহ তার খবর রাখেন।” [সূরা বাকারা : ২৭১]

রাসূল সা বলেছেন —“গোপন দান আল্লাহর রাগ কে মিটিয়ে দেয়।”(সিলসিলা সহীহ হাদীস --১৮৪০)

গোপন দান করার মধ্যে যদি তুমি কোন বাহ্যিক উপকার না দেখ, তবে বিষন্ন হওয়া উচিত নয়। কেননা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। এটা তোমার বিরাট উপকার।

আর ফটোসেশান এর মাধ্যমে দান করা থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ সেটা রিয়ার দ্বার উন্মুক্ত করে দেয়।

30/06/2025

“পাপগুলো হৃদয়ে তাওবাহর ইচ্ছা একটু একটু করে এতটা দুর্বল করে দেয় যে এক সময় হৃদয় থেকে সে ইচ্ছা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তখন ব্যক্তির শরীর অর্ধেক মারা গেলেও সে আল্লাহর কাছে আর তাওবাহ করে না।”

— ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)

12/06/2025

আমাদের সাথে যা ঘটে, তাই কল্যাণকর। আমরা চিন্তা করি সাময়িক সাফল্যের কিন্তু আমাদের রব চিন্তা করেন যেটা সারাজীবনের জন্য কল্যাণকর সেটা। আপনার কাজ চেষ্টা করে যাওয়া, আর সাফল্য দেয়া না দেয়া আল্লাহর বিষয়।

আমরা অনেকই ভাবি আমি এটা হব ওটা হব বাট আল্লাহ না চাইলে আপনি সেটা হতে পারবেন না। আবার আপনি চাচ্ছেন না এটা হতে কিন্তু আল্লাহ চাইছে আপনাকে এটাই হতে হবে। আপনি হয়তো ভাবছেন এটা হলে আপনার জন্য ভালো হবে না কিন্তু আল্লাহ জানেন এটাই অদূর ভবিষ্যতে আপনার জন্য কল্যাণকর।

হতাশার কথা তাকেই বলবেন যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। তাকে বলবেন না যে ওই ঘটনার সম্মুখীন কখনো হয় নাই। কারন যে হয় নাই তার কাছে মনে হবে এটা ব্যাপার না তাই সে, সেটা উড়িয়ে ফেলে দিবে। কিন্তু যে এরকম সমস্যা হেন্ডেল করেছে সে জানে আসলে এটা কতো বড় ম্যাটার।

“You Cann't understand those broken heart, if you not face this situation.”

মনে রাখবেন আপনার ক্ষতি হোক কিংবা আপনি ধ্বংস হয়ে যান সেটা দুনিয়ার মানুষ চাইলেও আপনার রব কখনো চান না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে বিপদ দেয় কেন?

সহজ উত্তর শুধু পড়াশোনা করালেই কি হয় না, পরীক্ষা হওয়ার দরকার কি? কারন হচ্ছে আপনি পড়াশোনা করেছেন পরের স্টেজে যাওয়ার জন্য পরীক্ষা পাস করা দরকার। ঠিক আল্লাহ আপনাকে বিপদে ফেলেন যাতে আপনি দৃঢ় হতে পারেন, আপনার মর্যাদা বৃদ্ধি পায়। নিজেকে খাঁটি করতে পারেন, আশেপাশের মানুষকে জানতে পারেন, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন।

হতাশ হবেন না, একটু ধৈর্য্য ধরুন। রিজিক রেডি আছে আপনার জন্য, জাস্ট সময় ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন। আপনি ভাবছেন সব দিক মিলিয়ে আপনার জন্য এখনই চাকরিটা জরুরী ছিল, বাট মুদ্রার ওপিঠ যদি আপনি দেখতে পেতেন তাহলে এই সময়ে আপনি কখনো চাকরিটা কেউ ফ্রিতে দিলেও নিতেন না।

আমরা সবসময় সাথে সাথে সবকিছুর ফলাফল চাই, কিন্তু সেই ফলাফল যে সবসময় কল্যাণ বয়ে আনে না তা কেউ মানতে চাই না। গোলাপ ফুল সুন্দর তাই তাকে সবাই সবসময় পেতে চায় কিন্তু গোলাপে যে কাঁটা আছে যে সেটা ভুলে যায় সে বিপদগ্রস্ত হয়। ঠিক আমাদের বিষয়টাও তেমন৷

02/05/2025

যে ব্যক্তি চিন্তা-পেরেশানীর সময় অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে, এর বরকতে আল্লাহ তা'আলা সকল পেরেশানী দূর করে দেবেন।

[জামে তিরমিযী : ২৪৫৭]

Address

Dhaka, Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah_দাওয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share