05/11/2025
আপনি যদি রিফিউজড হয়ে হতাশ হয়ে পড়েন তবে এই ভিডিওটি দেখতে পারেন। ঠিক এক বছর আগে মামদানী প্লেকার্ড হাতে নিউ ইয়র্কের রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। তখন কেউ পাত্তা দিচ্ছিল না, কথা বলছিলো না, এমনকি কেউ চিনেও না!
এক হাতে প্লেকার্ড আর আরেক হাতে মাইক্রোফোন, ব্যাস!
ঠিক এক বছর পর আজকে লোকটি নিউ ইয়র্ক শহরের মেয়র!
প্রথম দিন আর বিজয়ের দিনের মধ্যবর্তী সময়ের নিশ্চয়ই অনেক গল্প আছে। কিন্তু প্রমদিনের এতো রিজেকশানের পরেও খিঁচ মেরে, মুখে জোর করে হাসি ফুটিয়ে একাকী রাস্তায় দাঁড়িয়ে থাকার যে দৃশ্য সেটা অনেক কিছুই বলে দেয়।