Islamic video

Islamic video I love Hazrat Mohammad { SH }
(1)

03/09/2025

জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ❤️

🎙️ Abu Taw Haa Muhammad Adnan

01/09/2025

মধুর সুর ❤️........


















#ইসলামিকভিডিও #ইসলামিকপোস্ট #কুরআন #হাদিস #আলহামদুলিল্লাহ

28/08/2025

সায়্যিদুল ইস্তিগফার

۞ اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِي ْ فَإِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা- আ’হ্‌দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত্ব’তু আ’উযুবিকা মিন শার্‌রি মা ছা’নাতু আবূ-উলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূ-উলাকা বিযানবী ফাগ্‌ফির্‌লী ফাইন্নাহু- লা-ইয়াগফিরুয্‌যুনূবা ইল্লা- আনতা

হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া আর কোনো সত্য মা‘বূদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি। তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও; কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।

হযরত সাদ্দাদ ইবনে আওস (রাযি) থেকে বর্ণিত আছে যে, নবী কারীম (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিলের একিনের সাথে দিনের যে কোন অংশে এই কালিমাগুলো পড়েছে এবং সেইদিন সন্ধ্যার পূর্বে তার মৃত্যু হয়ে গিয়েছে সে জান্নাতীদের মধ্য থেকে হবে। এমনিভাবে যদি কেউ দিলের একিনের সাথে রাত্রের কোন অংশে এই কালিমাগুলো পড়েছে এবং সকাল হওয়ার পূর্বে তার মৃত্যু হয়ে গিয়েছে সে জান্নাতীদের মধ্য হতে হবে।

26/08/2025

গোপনে দোয়া করার ফজিলত 🌸🤲

🎙️উস্তায আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফিঃ)

26/08/2025

রিসেন্টলি আমরা এক অদ্ভুত হিপোক্রেসি দেখতে পাই সমাজে।

যখন মানুষ জালিমের হাতে মাইর খায়, তখন জালিমের কাছে বিচার পাবে না জেনে সে বলে বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। তখন মানুষ ফেসবুকে আয়াত লিখে পোস্ট দেয়-

اَلَيْسَ اللّٰهُ بِاَ حْكَمِ الْحٰكِمِيْنَ
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?"
(QS. At-Tin 95: Verse 8)

অথচ আমরা যখন বলি ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে যেখানে বিধি বিধান কোনো মানুষ না বরং আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া বিধি বিধান মানতে হবে তখন সেই একই মানুষ অহংকার করে জানায় ইসলামী শাসনব্যবস্থা যুগোপযোগী না, বর্বর, এটা এপ্লিকেবল না, ব্লা ব্লা ব্লা

কেন, এখন কি এরা ভুলে যাচ্ছে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক? নাকি তারা আল্লাহকে এখন আর সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে মেনে নিতে অস্বীকার করছে?

আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি ইসলামী শাসনব্যবস্থার কথা বললেই আপনাকে গঙ্গী বলে আউটকাস্ট করে ক্রসফায়ার আর আয়নাঘরে পাঠানোর বন্দোবস্ত শুরু হবে, মানুষ সেটাকে সাপোর্ট করবে

اَلَيْسَ اللّٰهُ بِاَ حْكَمِ الْحٰكِمِيْنَ
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?"
(QS. At-Tin 95: Verse 8)




24/08/2025
21/08/2025
20/08/2025

নাবী (সাঃ) বলেন : সর্বোত্তম যিকির হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ এবং সর্বোত্তম দু’আ হলো ‘আল-হামদুলিল্লাহ্’।

তিরমিজি

18/08/2025

জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান, যেখানে শুধু মুসলিমরা থাকবে!

জাহান্নাম একটি ধর্মনিরপেক্ষ স্থান, যেখানে অন্যরা মিলেমিশে থাকবে!

15/08/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন!
“আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ❤️

06/03/2025

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।

-কিন্তু বান্দার সাথে

আল্লাহর সম্পর্ক শেষ নাই।

17/02/2025

রোজা! ইফতার! তারাবীহ! তাহাজ্জুদ! আল্লাহ আমাদের এই আসন্ন রমজানের সাক্ষী হওয়ার তৌফিক দিন! আমিন! ❤️🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category