Roar of Bsmrstu

Roar of Bsmrstu ক্যাম্পাসের যেখানে অন্যায়,সেখানেই আমরা বজ্রের মত ঝরে পরবো আমরা

BMB Department এই স্যারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দিচ্ছে, নিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাবিস্তারিত কমেন্টে
09/12/2024

BMB Department
এই স্যারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দিচ্ছে, নিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে

এটা একটা অসাধারণ কাজ।আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ও আহ্বান জানাচ্ছি এরকম পতাকা আকার জন্য।একাডেমিকপ্রশাসনিকপ...
29/11/2024

এটা একটা অসাধারণ কাজ।
আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ও আহ্বান জানাচ্ছি এরকম পতাকা আকার জন্য।
একাডেমিক
প্রশাসনিক
প্রত্যেকটা হল
মেইন গেটে
রেন্ডিয়া/ইসরায়েলের পতাকা আকার জন্য আহ্বান জানাচ্ছি।
এই ২ নিকৃষ্ট জাতির পতাকা মাড়িয়ে হোক প্রতিবাদ।

21/08/2024

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে প্রতিটি ক্যাম্পাসে।
এখন সময় আমাদের ও জপগে উঠার।

20/08/2024

ভিসি+প্র-ভিসি পদত্যাগ করেছে।

প্র-ভিসি পদত্যাগ করেছেন
20/08/2024

প্র-ভিসি পদত্যাগ করেছেন

20/08/2024

এরকম লজ্জাহীন ভিসি+প্র-ভিসি কে এই মহুর্তে পদত্যাগ করতে হবে।
নইলে শিক্ষার্থীরা গলায় ধাক্কা দিয়ে নামাবে আজকের মধ্যে।

উল্লেখ্য, আমাদের অমানুষ ভিসি তার সাঙ্গপাঙ্গকে ৬০ হাজার টাকা বকশিস দেওয়ার জন্য টাকা ছাড় করার অনুরোধ করেছে ব্যাংকে।এই কয়েকদিনে আরো কত কোটি টাকা মারছে আল্লাহ ভালো জানে।

10/08/2024

গোপালগঞ্জে হার্ডলাইনে সেনাবাহিনী।
যারা ক্যাম্পাসে আছেন সাবধানে থাকেন অথবা ক্যাম্পাস ত্যাগ করেন।
কারন গোপালগঞ্জের মানুষের একমাত্র প্রতিপক্ষ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আমাদের উপর হামলা করতে পারে এই নরপশুরা।
বিশ্ববিদ্যালয় মোটেও নিরাপদ নয় এখন।
প্লিজ মুভ টু হোম 🙏

বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  কোটা আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি এবং পরে ছাত্রলীগের হামলায় ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শ...
16/07/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি এবং পরে ছাত্রলীগের হামলায় ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শহীদ হয়েছে।
সোর্স:আমি নিজেই ঘটনা স্থলে উপস্থিত আছি।।।

04/07/2024

সারাদেশে যখন কোটা বিরোধী আন্দোলন চলছে।।
তখন বশেমুরবিপ্রবি ঘুমিয়ে কেন???

19/05/2024

প্রথমত
যে প্রকৌশলী(বিজ্ঞপ্তি) বলেছে অফিসে এসি চলবে কিন্তু ক্লাসরুমে ফ্যান চলবে না

>>তাকে প্রথমে গিয়ে সবাই মিলে অফিস থেকে বের করে দাও।
>>ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করো।
>>ভিসি দপ্তরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করো।
>>নতুন ট্রান্সফর্মার না কেনা পর্যন্ত ক্লাস পরিক্ষা বন্ধ রাখো।
>>প্রশাসনিক ভবনে টোটালি বিদ্যুৎ সংযোগ বন্ধ করো।

ফকিন্নির পোলারা যখন প্রশাসন চালাস তখন এমনি অবস্থা হয়।

হল গুলোতে বিশেষ করে গনরুমে যে শত শত শিক্ষার্থী থাকে জাহান্নামের আগুন কাকে বলে তারাই কেবল বুজতে পারে যখন কারেন্ট থাকে না এই গরমে।

আর ভিসির কাছে গিয়ে জবাব চাও যে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় নাকি শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের জন্য?

আজকে দুপুর ২ টায়।
12/03/2024

আজকে দুপুর ২ টায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Roar of Bsmrstu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roar of Bsmrstu:

Share