
13/04/2025
২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী, নারায়নগঞ্জের ফতুল্লাতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় সাব্বির আলম নামে একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। শরীরে ২১টি গুলির চিহ্ন পাওয়া যায়।
অর্থাৎ লোকটাকে ২১ বার গুলি করে হত্যা করা হয়েছিল চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায়।
নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন, সেখানে দ্বিতীয় আসামী ছিল জাকির খান।
তখন বিএনপি সরকার ক্ষমতায়। ৩৪ মাস তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে প্রধান আসামী হয় জাকির খান।
ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয় তার বিরুদ্ধে।
বিএনপির আমলে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত ছিলেন জাকির।
গ্রেফতার বা ক্রসফায়ার এড়াতে দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান জাকির খান। তার বন্ধু ডেভিডরা এসময় র্যাবের হাতে নিহত হয়।
এছাড়াও আরো ৩টি হত্যা মামলা অর্থাৎ মোট ৪টি হত্যা মামলার আসামী জাকির খান।
আজকে যমুনা টিভিতে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে শিরোনাম করার পর যমুনা টিভির সেই শিরোনাম এবং ফটোকার্ড এডিট করতে হয়।
এটা আমাদেরেকে একটা ভয়ংকর বার্তা দেয়।
সামনে বিএনপি ক্ষমতায় আসলে মিডিয়া গুলা কি তাহলে এভাবে সেন্সরশিপের মধ্যে পড়বে? আমরা কি কথা বলতে পারবো? বিএনপি হয়তো আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর রূপ দেখাবে এদেশের মানুষকে ☠️
Tarique Rahman Mirza Fakhrul Islam Alamgir Elias Hossain Rofiqul Islam Madani Ishraque Hossain - ইশরাক হোসেন Hasnat Abdullah Md Sarjis Alam ゚ ゚ ゚