07/11/2025
“বাগানবিলাস” — নামের মধ্যেই আছে আনন্দ আর রঙের খেলা।
এই ফুল যেন সূর্যের আলোয় হাসতে জানে, বৃষ্টির ফোঁটায় নাচতে জানে।
তার রঙে যেমন উচ্ছ্বাস, তেমনি মনে আনে শান্তি।
জীবনটা হয়তো ঠিক এমনই হওয়া উচিত, রঙে ভরা, হাসিতে ভরা।