OneFlix

OneFlix OneFlix is a OTT platform where you can enjoy all premium streaming platform Movies, Tv shows, Anime, Cartoon & Korean Drama. OneFlix has apps for all device.

Monthly subscription starts from only 249 BDT / Month.

যেভাবে ১০ ইঞ্চি উচ্চতা বাড়িয়েছেনথর-এর নতুন কিস্তি থর: লাভ অ্যান্ড থান্ডার-এ অভিনয় করছেন নাটালি পোর্টম্যান, এটা পুরোনো খব...
26/07/2022

যেভাবে ১০ ইঞ্চি উচ্চতা বাড়িয়েছেন

থর-এর নতুন কিস্তি থর: লাভ অ্যান্ড থান্ডার-এ অভিনয় করছেন নাটালি পোর্টম্যান, এটা পুরোনো খবর। ছবিটি মুক্তি পেয়েছে। অবশ্য এই ছবির ট্রেলার মুক্তির পর প্রশংসিত হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী। তবে অনেকেই জানেন না, ‘থর’ চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে পাল্লা দিতে কী কঠিন পথ পাড়ি দিতে হয়েছে অভিনেত্রীকে। শুধু তা-ই নয়, নিজের ১০ ইঞ্চি উচ্চতাও বাড়াতে হয়েছে! কীভাবে? ভ্যারাইটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই কথা বলেছেন অভিনেত্রী।

ছবিতে থরের সাবেক প্রেমিকা ‘জেন ফস্টার’–এর চরিত্রে অভিনয় করেছেন পোর্টম্যান। মার্ভেলের এই সুপারহিরো চরিত্রে অভিনয়ের জন্য ১০ মাসের নিবিড় প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। শুটিংয়ের আগে ও পরে মাংসপেশি তৈরি করতে হয়েছে, যা অভিনেত্রীর দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনো করতে হয়নি। ‘এই ছবির জন্য আমাকে যতটা সম্ভব “বড়” হতে হয়েছে। এটা একেবারেই আলাদা প্রক্রিয়া ছিল,’ বলেন পোর্টম্যান। ছবির জন্য আক্ষরিক অর্থেই বড় হতে হয়েছে অভিনেত্রীকে। শুটিং শুরুর আগে নিবিড় অনুশীলনের লক্ষ্যই ছিল হাতের বাহু ও কাঁধ যতটা সম্ভব ফোলানো যায়। তবে আরও বড় চ্যালেঞ্জ ছিল উচ্চতা বাড়ানো। কারণ, তাঁর অভিনীত চরিত্রটি ছয় ফুট লম্বা, যা পোর্টম্যানের নিজের উচ্চতার চেয়ে প্রায় ১০ ইঞ্চি বেশি। তিনি বলেন, ‘৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার একজন মানুষ হিসেবে আমি কখনো ভাবতেই পারিনি, ৬ ফুট উচ্চতার কোনো নারীর চরিত্রে আমাকে নেওয়া হবে। যা হোক, এবার মানুষ আমাকে অনেক বড় দেখতে পাবে (হাসি)।’

কীভাবে পর্দায় তাঁকে বড় দেখানো হয়েছে, সাক্ষাৎকারে সেটাও জানান পোর্টম্যান, ‘মাটি থেকে এক ফুটের মতো উচ্চতার একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। আমি সেটার ওপর দিয়ে হেঁটে গেছি।’
ছবিতে আগের ‘থর’ চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। চরিত্রটির জন্য অভিনেতার কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ পোর্টম্যান, ‘চরিত্রটির জন্য খুবই নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হয়। ক্রিস কঠোর পরিশ্রম করেন এবং সেটা একটানা। একটু বিরতি পেলেও তিনি নানা ধরনের ট্রেনিং করেন। ঠিকঠাক খাওয়া ও পর্যাপ্ত ঘুম তো আছেই। সব মিলিয়ে এটা পূর্ণকালীন একটা চাকরি।’

26/07/2022
26/07/2022

Address

77, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when OneFlix posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share