06/11/2022
ফ্রিল্যান্সিং
এখন আমাকে যদি প্রশ্ন করেন মেয়েদের জন্য সংসার সামলে আয়ের বেস্ট উৎস কোনটি???
তাহলে আমার উত্তর কি হতে পারে🤔?? নিশ্চয়ই আমাার উত্তর একটাই হবে আর সেটা হলো..
মেয়েদের জন্য সব চেয়ে বেস্ট প্ল্যাট ফরম হচ্ছে ফ্রিল্যান্সিং! আমরা মেয়েদের অনেক প্রবলেম থাকার কারণে বাহিরে গিয়ে কাজ করা পসিবল হয় না। যেমন ফ্যামিলি, ঘর, বাচ্চা সামলানো, রান্না আরো অনেক কিছু ।
তাই ঘরে বসে নিজের ডিভাইস📱💻 টা কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে নিজের ইনকাম 💵 এবং ক্যারিয়ার🎓 করা সম্ভব ।
শুধু মাত্র স্কিল থাকলে ঘরে বসে লক্ষ্য টাকা ইনকাম করা কোন ব্যাপার না। তবে আমি একটা বিষয় খুব জোর দিবো সেটা হলো স্কিল ডেভোলাপ!স্কিল ডেভেলাপ!এবংস্কিল ডেভোলাপ।
ফ্রিল্যান্সিং করতে নিজের স্কিল বাড়াতে হবে অনলাইনে ট্রেনিং নেওয়ার মাধ্যমে ।
ফ্রিল্যান্সিং কি? কিভাবে শিখবেন? শিখে কিভাবে ইনকাম করবেন? সব কিছু বিস্তারিত নিয়ে "সাকসেস বিজ ফেমিলি" একটা অনলাইনে ফ্রি ক্লাসের আয়োজন করতে যাচ্ছে ।
ফ্রি ক্লাসে অংশগ্রহণ হয়তো আপনার সিদ্ধান্তকে আরোও দৃঢ় করবে..💪
বিস্তারিত জানার থাকলে সহযোগিতায় পাশে পাবেন ইনশাআল্লাহ।
Takeya