22/01/2024
পরিপাটি করে আঁচড়ানো চুল গুলোয় জট ধরে আস্তে আস্তে।
চেহারায় অবহেলার ছাপ স্পষ্ট।
কপালের ভাজে ভাজে মেয়েটির তখন নানান দুঃশ্চিন্তা।
সকালের নাস্তায় ক খানা রুটি বেলতে হবে।
আচ্ছা সাথে কি দেব❓
রোজ রোজ ডিম আলু ভাজা কি সবার ভালো লাগে ❓
সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে সন্ধ্যা,,,,,,
রান্নাঘর থেকে দুকদম বাইরে আসাটাই যেন স্বপ্নের মত হয়ে আসে তখন।
এর ওর ছোট খাটো ফুট ফরমায়েশ এ দিনভর রোবট এর মত নিরলস খেটে যাওয়ার নামই তখন জীবন হয়।
শেষ কবে আয়নায় দাঁড়িয়ে নিজেকে আবিস্কার করেছিলো, সেটা মনে করতেও খুলতে হয় হিসেবের খাতা।
শখের জিনিসের স্থান দখল করে নেয় প্রয়োজন।
মেহেদি রাংগা হাতে দাগ পরে হলুদ মরিচের।
শরিরের ভাজে ভাজে তেল মশলার ঝাঝ,,,,,,
এত কিছুর পরেও কি মুক্তি মেলে❓
সারাদিন অক্লান্ত পরিশ্রম এর পর বিছানায় গা এলিয়ে ইচ্ছে ইচ্ছে করে আকাশ কুসুম ভাবতে।
কল্পনার পংখিরাজ ঘোড়া, রাজপুত্র সবই তো এলো,এলোনা কেবল সুখ,,,,
সুখ তো ওই দূর পাহাড়ের গায়ে সুর্যদয় কিংবা পড়ন্ত বেলার সুর্যাস্ত,
যা কেবল দূর থেকেই মোহনীয়,
কাছে গেলেই যে ঝলসে যেতে হয়,,,,,,,,
মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি হয়,
আসলে মেয়েরা আজীবন কুড়িই হয়ে থাকতে চায়।
কিন্তু তার পাশের মানুষটার অবহেলা তাকে কুড়িতেই বুড়ি বানিয়ে দেয়।
পাশের মানুষটা জানেইনা,
একই ছাদের নিচে দিন যায় রাত আসে,
সবই চলে নিয়ম করে রোজ,,,,
শুধু মেয়েটা চুপসে যায়,
অভিমানে অভিমানে
সেই ছোট্ট মেয়েটা হুট করে একদিন নারী হয়ে ওঠে,,,,,
অতঃপর রাত গভিরে কেদে কেদে বালিশ ভেজানো মেয়েটা,
মেয়ে থেকে নারীতে পরিনত হয়।
সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে বয়স বাড়ে,
জমে থাকা অভিমান গুলো ধিরে ধিরে সরে যায় আকাশের মেঘের মতন।
জমে যায় অন্য কোথাও, অন্য কোন খানে,,,,,
নারী হয়ে যাওয়া মেয়েটার তখন আর হুটহাট কান্না করার বয়স থাকেনা।
লোকে না বলুক,ঘরের মানুষ টাই যে ন্যাকা বলবে।
অভিমান জমে জমে এত টাই গাঢ় হয় যে, একদিন ঝড় নামে খুব।কালবৈশাখী ঝড় এই ঝড়ের কাছে যেন কিছুই না।
ঝড় থামতে থামতে বড্ড দেরী হয়ে যায়।
স্তব্ধ বিরান হয়ে যায় সব,,,,,,,,,,
প্রতিটা মেয়েই চায়, অন্যের চোখে যা খুশি তা হোক।
অন্তত কেও একজন আজীবন তার ন্যাকামো সহ্য করুক।
মেয়েরাই সম্ভবত জন্মগত ভাবে ন্যাকা হয়।
এটা তাদের নিজস্ব জিনিস সত্তার মতন,,,,,,
অবহেলা যখন সীমা অতিক্রম করে ফেলে,
সম্পর্কের মাঝের দেয়াল টা তখন ক্রমে ক্রমে মজবুত হতে থাকে,সে দেয়াল ভাংগার শক্তি কজনের হয় বলো?