08/08/2025
টাকা তুমি শশুর বাড়ির আদরের জামাই।
টাকা তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি।
টাকা তুমি গ্রামের জনদরদি
টাকা তুমি বিশিষ্ট সমাজ সেবক।
টাকা তুমি গন মানুষের নেতা।
টাকা তুমি গরিবের বন্ধু।
টাকা তুমি মা-বাবার দায়িত্বশীল ছেলে।
টাকা তুমি শালা-শালীর প্রিয় দুলাভাই।
টাকা তুমি আত্বীয়-স্বজনের কাছে সবচেয়ে নামিদামি মানুষ।
টাকা তুমি বন্ধুর খবই ঘনিষ্ঠ বন্ধু।
টাকা তুমি বউয়ের কাছে সেরা জামাই।
টাকা তুমি সন্তানের কাছে সেরা বাবা।
টাকা তুমি নাই,কিছু নাই। একা জীবন মরুভূমি