Realize Infotech

Realize Infotech Unlock the full potential of your online journey with our comprehensive suite of services.

🚀 Welcome to Realize Infotech! 🚀

🌐 Your One-Stop Solution for Digital Excellence 🌐

At Realize Infotech, we're passionate about helping businesses thrive in the digital age. Our diverse range of services is designed to cater to all your digital needs, ensuring your brand stands out and succeeds online.

📊 Our Services:
📌 Digital Marketing Services: Elevate your online presence and reach your targ

et audience effectively.
📌 Social Media Management: We'll manage and optimize your social media platforms to boost engagement and drive results.
📌 Graphic Design: Stunning visuals that captivate and communicate your brand's message.
📌 Video Editing: Bring your ideas to life with professional video editing.
📌 App Development: Innovative mobile apps to enhance your business.
📌 Web Design and Development: Create a visually appealing and functional online presence.
📌 Virtual Assistant: Get more done with our virtual assistant services.
📌 Ethical Hacking: Secure your digital assets with our cybersecurity expertise.

🔗 Connect with Us:
Ready to take your digital journey to the next level? Contact us today for personalized solutions that drive results.

👍 Follow us for updates, tips, and industry insights! Let's grow together. 🌱

আর্জেন্ট একটি লেপটপ সেল করা হবে।Dell - Latitudeপ্রসেসর: Intel Core i5 M560 @ 2.67 GHzRAM: 4GBঅপারেটিং সিস্টেম: Windows 1...
27/01/2025

আর্জেন্ট একটি লেপটপ সেল করা হবে।

Dell - Latitude

প্রসেসর: Intel Core i5 M560 @ 2.67 GHz

RAM: 4GB

অপারেটিং সিস্টেম: Windows 10 Pro (অরিজিনাল)

কাজের জন্য উপযোগী: অফিস, শিক্ষামূলক কাজ, ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা গেমিং।

পরিচ্ছন্ন অবস্থা: অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে।

27/01/2025

আমাদের রিজওয়ান এই প্রথম ইংরেজিতে কুরআন ও হাদিসের বাক্যাংশ পড়েছে।

ভর্তি হতে হোয়াটস অ্যাপে মেসেজ করুন - 01995-758723

02/09/2024
28/06/2024

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের গিঁট বেঁধে রাখা উচিত।
৬ মাসে বাইক মেকানিক হতে পারবেন।
৬ মাসে গাড়ির মেকানিক হতে পারবেন।
৬ মাসে সাইকেল মেকানিক হতে পারবেন।
৬ মাসে মৌমাছি পালন শিখতে পারবেন।
৬ মাসে দর্জির কাজ শিখতে পারবেন।
৬ মাসে আপনি ডেইরি ফার্মিং শিখতে পারবেন।
৬ মাসে আপনি পুডিং শিখতে পারবেন।
৬ মাসে ঘরে বসেই শিখতে পারবেন ইলেক্ট্রিক ওয়্যারিং
৬ মাসে শিখে নিতে পারবেন হাউজ প্লাম্বার এর কাজ।
৬ মাসে মোবাইল রিপিং শিখতে পারবেন।
৬ মাসে আপনি জুতা বানানো শিখতে পারবেন।
৬ মাসের মধ্যে আপনি দরজা তৈরি করতে শিখতে পারবেন।
৬ মাসে আপনি ঢালাই শিখতে পারবেন।
৬ মাসে আপনি জেনে নিতে পারবেন কিভাবে পটারী বানানো যায়।
৬ মাসে আপনি শিখতে পারবেন কিভাবে ঘরে রাজমিস্ত্রি করতে হয়।
৬ মাসে আপনি যোগব্যায়াম শিখতে পারবেন।
৬ মাসে মাশরুম চাষ শিখতে পারবেন।
৬ মাসে আপনি চুল কাটা শিখতে পারবেন।
৬ মাসে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনার পরিবারকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দিবে না।
আজ বাংলাদেশে সবচেয়ে অসুখী মানুষ তারাই যারা উচ্চ শিক্ষিত এবং বেকার।
যে শিক্ষা তোমাকে নিয়োগ দিতে পারবে না সে শিক্ষা কোন কাজে আসবে না।

27/02/2024

আসন্ন রমজানের ছুটিতে মাত্র ২৫ টি ক্লাস করে ইংরেজি ভাষা নিয়ে ভয়কে দূর করুন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠুন।

প্রতিদিন ক্লাস শুরু হবে :
ব্যাচ হবে দুটি। যে কোন একটি সময় বাছাই করা যাবে। দুপুর ৩ টা অথবা রাত ১১ টা। প্রতিদিন ক্লাসের সময় : ১ ঘন্টা।
প্লাটফর্ম - গুগল মিট বা জুম। কোর্স ফি -১০০০ টাকা।

আমাদের কোর্সগুলো কাদের জন্য?
◾ যারা দেখে দেখে ইংরেজি পড়তে চান।
◾ যারা শব্দের সঠিক উচ্চারণ শিখতে আগ্রহী।
◾ যারা যে কোন বিষয়ে রাইটিং করতে চান।
◾ যারা ইংরেজি ভাষা শুনে বুঝতে চান।

ইংলিশ কোর্সটি থেকে আপনি কী শিখবেন?
◾ মাত্র ২৫ টি ক্লাস করে রিডিং পারবেন।
◾ গ্রামার সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।
◾ শব্দের সঠিক উচ্চারণ শিখতে সক্ষম হবেন।
◾ আরবী ভাষার সমন্বয়ে ব্যাকরণ শিখবেন।
◾ ইংরেজি ভাষা শুনে বোঝার পদ্ধতি শিখবেন
◾ যে কোন বিষয়ে লেখার টিপস পাবেন।

আমাদের কোর্সে যেসব সুবিধা থাকবে?
◾ প্রতিটি ক্লাসের জন্যে পিডিএফ।
◾ কোর্সটি সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের জন্যে থাকবে সার্টিফিকেট।

আমাদের প্রতিষ্ঠানে যেসব বিষয়ভিত্তিক কোর্স চলমান রয়েছেঃ
◾ফোনেটিক্স এবং স্পোকেন ইংলিশ
◾গ্রামার এবং রাইটিং
◾বিজনেস ইংলিশ
◾ফেসবুক বিজনেসের আদ্যোপান্ত
◾ডিজিটাল মার্কেটিং
◾মাইক্রোসফ্ট অফিস

বিশ্বের ২৮ টি দেশ থেকে হাজারো শিক্ষার্থীকে ইংরেজী ভাষায় মৌলিক ইসলামী জ্ঞানসমূহ, ফেসবুক বিজনেস এবং কম্পিউটার সংক্রান্ত যাবতীয় শিক্ষা দিতে পেরে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের প্রতিষ্ঠানে ক্লাস করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিকভাবে বাংলা বুঝতে বা বলতে স্বস্তি বোধ করেন না, তাদের কথা চিন্তা করে প্রয়োজনে ক্লাসগুলো ইংলিশ ভাষায় নেয়া হয়।

প্রশিক্ষকের পরিচয়ঃ
প্রতিষ্ঠানটির প্রধান মেন্টর হিসেবে আছেন জনপ্রিয় ইসলামিক এডুকেশন মেন্টর হাফেয মাওলানা মুহাইমিন শান।

তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহি ও প্রসিদ্ধ প্রতিষ্ঠান দারুর রাশাদ থেকে হিফজ সম্পন্ন করেছেন। উত্তরায় অবস্থিত এরাবিক মিডিয়াম মাদ্রাসাতুল ইহসানে ৪র্থ বর্ষ পর্যন্ত পড়াশোনা করে এবং মিরপুরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া দারুল উলুম থেকে মাওলানা (মাস্টার্স ইন হাদীস) কোর্স সম্পন্ন করেছেন। Tesol Bangladesh থেকে ইংলিশ ভাষায় ডিপ্লোমা এবং British Council Bangladesh থেকে লেভেল বি-১ কোর্স সম্পন্ন করেছেন। ২০১৮ সালে Alok Coaching Center এবং ২০১৯ সালে IRTI Training Institute এ ট্রেনি টিচার হিসেবে নিয়োজিত ছিলেন। অবশেষে, করোনাকালীন সময়ে ইংরেজি ভাষা এবং সফট স্কিল শেখানোর লক্ষ্যে রিয়েলাইজ ইংলিশ প্রতিষ্ঠা করেছেন।

দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন প্লাটফর্মে কুরআন ও আরবি ভাষা শিক্ষা দিচ্ছেন। বর্তমানে ইংরেজি ভাষার সাথে সমন্বয় করে আরবি ভাষা শিক্ষা প্রদান করার জন্য বহুল জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।

Call Us:01301078656/01995758723

কোর্সে ভর্তি হতে আমাদের বিকাশ অথবা নগদ নাম্বারে ১০২০ টাকা সেন্ড মানি করে আপনার বিকাশ নাম্বারের শেষ চার সংখ্যা এবং আপনার নাম, মোবাইল নাম্বার শেয়ার করুন।
01995758723

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, যাতে করে তার গতিবিধি সম্পর...
29/12/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, যাতে করে তার গতিবিধি সম্পর্কে ধারণা করা যায়!
আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ!

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ্
আমাদের চোখের সামনে আল্লাহ্ সুবহানাল্লাহ্ তা'আলা কতো নিদর্শন তৈরী করে রেখেছেন কিন্তু আমরা তো দুনিয়া নিয়েই ব্যস্ত! রাত পোহালেই দিনের আলো দেখির সৌভগ্য নাও হতে পারে চিরকালের জন্যে অন্ধকারে হারিয়ে যেতে পারি যেনেও আমাদের কোন হুঁশ নেই!!!!!

Collcted

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801793076597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Realize Infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Realize Infotech:

Share