06/11/2022
🔥অফার অফার🔥
মাত্র ১০০ টাকায় পাচ্ছেন ৮ টা প্রিমিয়াম এন্ড্রোয়েড সফটওয়্যার ফুল প্যাকেজ
একটি নিলে ৫০ টাকা। একসাথে মাত্র ১০০ টাকা। এই অফার সীমিত সময়ের জন্য
💥ডেলিভারি টাইমঃ ২ মিনিট সর্বোচ্চ।
✅Android only✅
পেমেন্ট মেথডঃ বিকাশ, নগদ, রকেট
সবগুলো প্রয়োজনীয় প্রিমিয়াম সফটওয়্যার আপনার নিত্য দিনের নানা কাজে আসতে পারে।তাই দেরি না করে এখনি লুফে নিন!!
ইন্সটলেশন গাইড সহ যে কোন সমস্যা সমাধানের জন্য পাবেন ২৪ ঘন্টা সাপোর্ট।
যাবতীয় কোন বিষয় বা বিস্তারিত জানতে পেইজ এ ইনবক্স করুন।
💥ইউটিউব প্রিমিয়ামের সাহায্যে আপনি বিজ্ঞাপন-মুক্ত ভিডিও দেখতে পারেন।অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার সময় বা আপনার স্ক্রিন বন্ধ থাকাকালীন আপনার মোবাইল ডিভাইসে ভিডিওগুলি দেখতে পারেন।
💥ট্রুকলার গোল্ডঃএই সফটওয়্যার টা কল করার কাজে ব্যবহার করা হয়। এতে কোন বিজ্ঞাপন থাকবে না। অপরিচিত নাম্বারের পরিচয় সনাক্ত করা যাবে। নিজের তথ্য গোপন করা যাবে। একসাথে অনেকগুলা নাম্বার ব্লক করা যাবে। কেউ প্রোফাইল দেখেছে নাকি তা চেক করা যাবে। স্প্যাম সুরক্ষা আছে।
💥কাইন মাস্টার প্রিমিয়ামঃ এটা একটা ভিডিও মেকিং সফটওয়্যার। যারা ইউটিউব এবং tiktok এ ভিডিও আপলোড করেন তারা মোবাইল ব্যবহার করে এই সফটওয়্যার এর মাধ্যমে প্রিমিয়াম লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন। এতে কোনরকম বিজ্ঞাপন আর ওয়াটারমার্ক থাকবে না। ৷ 2K-4k ভিডিও সেভ করতে পারবেন। সব রকম ইফেক্ট এবং হাই কোয়ালিটি ভিডিও আর resources থাকবে।
💥ইমু প্রিমিয়ামঃ এটি একটি সোশ্যাল সফটওয়্যার। এতে পাচ্ছেন এ্যাড ফ্রি প্রিমিয়াম মেম্বারশিপ, ভিজিটর হিস্টোরি চেক, আনলিমিটেড কলার টিউন, এইচ-ডি কোয়ালিটি ভিডিও/অডিও কল, সকল প্রিমিয়াম সুবিধা।
💥পিকআর্ট প্রিমিয়ামঃ এটা একটা পিকচার এডিটিং সফটওয়্যার। এতে হাজারো টেমপ্লেট, ফ্ন্টস স্টিকার এবং টুলস রয়েছে। এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। Shutterstock সহ লাখ লাখ ছবির স্টক আছে। ওয়াটার মার্ক আর বিজ্ঞাপন নেই।
💥এমএক্স প্লেয়ার প্রোঃ এটা একটা ভিডিও প্লেয়ার। এতে কোন বিজ্ঞাপন থাকবে না। ম্যাক্সিমাম রেজুলেশন এর ভিডিও দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে অডিও শোনা যায়।
💥ক্যামস্ক্যানার প্রিমিয়ামঃ এই সফটওয়্যার দিয়ে ডকুমেন্ট স্ক্যানিং করা হয়। ওয়াটার মার্ক ছাড়া ডকুমেন্ট সেভ করা যায়। কোন বিজ্ঞাপন থাকবে না। ইমেজ থেকে টেক্সট এ কনভার্ট করা যায়, ইমেজ থেকে এক্স