14/10/2025
#৩জন প্রার্থীর ৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বোর্ড: বিজ্ঞ সদস্য নাজমুল আমিন মজুমদার স্যার
সিরিয়াল: ১৫ জনের মধ্যে ১৪তম।
বিষয়: ফিন্যান্স, ঢাবি
চয়েস: এডমিন,পুলিশ,কাস্টমস,ট্যাক্স,অডিট
চেয়ারম্যান স্যার:
Nice shoes. Mr. Habib, introduce yourself to the board.
You're already in a good job. (AD,BB)
✅What's your cadre choice list?
✅Let's talk about your subject. What is profit equity ratio?
✅What is time value of money? Give an example.
✅What is simple linear regression? Explain it.
External-1:
✅Cape of Good Hope কোথায় অবস্থিত? এটার গুরুত্ব কী?
✅দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত প্রেসিডেন্টের নাম বলুন? উনি কেন বিখ্যাত? উনাকে কোন দ্বীপে কোন কারাগারে নির্বাসিত করা হয়েছিল?
✅বাংলাদেশের দক্ষিণ পূ্র্বের দেশগুলো কোন সংস্থা গঠন করেছে?
✅সার্ক ও আশিয়ান দুইটি সংস্থার কমন কয়েকটি দেশ নিয়ে কোন সংস্থা গঠিত?
✅বিমসটেকের দেশগুলোর নাম বলেন।
External-2:
✅Money Laundering ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কী কী পদক্ষেপ নিতে পারে?
✅Resheduled Loan কী? এটা করে ব্যাংকের কী লাভ?
✅মূল্যস্ফিতি কমাতে বাংলাদেশ ব্যাংক কিভাবে সহায়তা করতে পারে?
Chairman Sir: Thanks for coming, Habib. Best wishes.
আরও কিছু প্রশ্ন ছিলো, সব মনে নাই। বোর্ড সুপার ফ্রেন্ডলি ছিল।
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বোর্ড: ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আনোয়ারুল ইসলাম
সময়: ২২-২৩ মিনিট
সিরিয়াল: ৬/১৪
অনার্স এবং মাস্টার্স : সমাজবিজ্ঞান
( অনেকের ভাইবা গ্রুপে পড়েছি। আমার এক বন্ধুও এই বোর্ডে ভাইবা দিয়েছিলো। পরে এক্সপেরিয়েন্স শেয়ার করতে গিয়ে দেখি, ওরেও বেশ কয়েকটা প্রশ্ন করেছিলো যেগুলো আমাকে করছে। তাই ভাবলাম, আমার মতো আবার যদি কেউ এই বোর্ডে ভাইবা দেয় তাহলে তার কিছু কমন পড়ে যেতে পারে। তাই শেয়ার করা।)
চেয়ারম্যান স্যার
১) আপনার সম্পর্কে আমরা জানি না এমন কয়েকটা গুণ বলেন।
২) অবসর সময় কিভাবে কাটান?
৩) আপনার তো ২০১৯ এ মাস্টার্স শেষ হয়েছে। এই ছয় বছর কি করলেন?
৪) এটা আপনার কততম ভাইবা? ৪৪ তম তে কেনো আসে নাই?
৫) আপনার কি মনে হয়, আপনার দুর্বলতা কোথায়? আমাদের না বললে বুঝবো কিভাবে? (মনে মনে বলছিলাম প্রশ্ন করে দেখেন তাইলেই বুঝবেন দুর্বলতা কোথায়)
৬) মানুষ যে বলে Sociologically চিন্তা করতে। সোলিওলজিক্যালি থিংকিং বলতে কি বোঝায়? সাধারণ দেখা আর সোসিওলজিক্যালি দেখার মাঝে পার্থক্য টা কি?
৭) সমাজবিজ্ঞানর আর এনথ্রোপলজির মাঝে দুইটা প্রধান পার্থক্য বলেন?
৮) সামাজিক গতিশীলতা বলতে কি বুঝায়?
৯) কয়েকটা সামাজিকীকরণের এজেন্টের নাম বলেন?
১০) সংস্কৃতি কি? সংস্কৃতি কি গতিশীল? মানুষ যে বলে এটা করো না, ঐটা করো না, তাহলে এটা কেনো বলে?
১১) আপনার প্রথম পছন্দ কি এডমেনিট্রেশন?
১২) পুলিশের সম্পর্কে তো মানুষ খুবই বাজে ধারণা পোষণ করে। তারপরও পুলিশ প্রথম পছন্দ দিলেন কেনো?
১৩) মব জাস্টিস কি ঠিক? আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা নেই বলেই তো মানুষ মব জাস্টিস করে, এটা কিভাবে কাটিয়ে উঠবেন?
১৪) ধরুন, আপনি সহকারী পুলিশ হিসেবে নিয়োগ পেলেন, দুইটা পদক্ষেপ বলেন যেটা আপনি নিবেন।
১৫) আপনার অভিজ্ঞতার কথা বলেন যেটাতে বুঝতে পারবো আপনি ভালো কাজ করবেন।
এক্সটার্নাল -১
১) আপনি যে বললেন অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে চান, বাংলাদেশে পুলিশের একটা ইউনিট আছে যারা অর্থনৈতিক উন্নয়নে
অবদান রাখে ঐ ইউনিটের নাম কি?
(এটার উত্তর হবে: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ)
২) এখন তো দেশে তো জঙ্গিবাদ নেই!
(আরো কয়েকটা প্রশ্ন করেছিলেন কিন্তু প্রশ্নগুলো মনে নেই)
(উনার সাথে আলোচনা হয়েছে। আলোচনা থেকেই প্রশ্ন করেছেন তাই Specific প্রশ্ন নেই বললেই চলে।)
এক্সটার্নাল -২
১) What is the 4th industrial revolution?
২) প্রথম বিপ্লব টা কি নিয়ে হয়েছিলো?
৩) পাহাড়ে এবং সমতলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জগুলো কি কি?
৪) উত্তরবঙ্গে সমতলে বাস করে ২ টা উপজাতির নাম বলেন?
৫) সরকারি চাকরি লাভের কথা সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে?
৬) ২৯ নং অনুচ্ছেদে কি বলা আছে?
৭) আপনাকে শেষ প্রশ্ন, আপনাকে যদি পুলিশ সংস্কার কমিটির প্রধান করা হয় তাহলে আপনি প্রধান কোন সুপারিশটা করবেন?
(এই প্রশ্নের উত্তর দেওয়ার পর এক্সটার্নাল স্যার, চেয়ারম্যান স্যারের দিকে তাকিয়ে বললেন স্যার এটার আলোচনা বেশ বড় হবে। অনেক সময় লাগবে, ছেড়ে দেই।)
তখন চেয়ারম্যান স্যার বললেন ঠিক আছে (নাম) Best wishes. Take your papers.
আমি ধন্যবাদ জানিয়ে কাগজপত্র হাতে নিয়ে, কষ্ট করে একটা কাষ্টহাসি দিলাম তারপর সালাম দিয়ে প্রস্থান করলাম।
( আরো বেশকিছু প্রশ্ন আলোচনার মাঝে এসেছিলো মনে নেই)
প্রশ্ন বেশীরভাগই ইংরেজিতে করা হয়েছে। অনুমতি নিয়ে বাংলা- ইংরেজি দুইভাবেই উত্তর দিয়েছি।
ব্যক্তিগত অনুভূতি : ইংরেজিতে আরো ফ্লোয়েন্ট হলে, আরো ভালো হতো। বের হয়ে মনে হলো ভাইবা ভালো হয় নি। এই বোর্ডে ফেইলের রেকর্ড ভালো। রুমে থেকে বের হয়েই মোনাজাত ধরলাম, "উপরওয়ালা ইজ্জত রাইখো। ফেইল যাতে না আসে।"
।
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বোর্ড: অধ্যাপক শরীফ হোসেন।
সিরিয়াল: ৯ নাম্বার
সময়: জানিনা।
চেয়ারম্যান: আপনার হাতের লেখা এতো খারাপ কেনো? (এ নিয়ে আরো কিছু কথা বললেন)
= স্যার, ব্যাগের উপর কাগজ রেখে লেখার কারণে এমন হয়েছে। এক্সট্রিমলি সরি স্যার। পরবর্তীতে ঠিক করে লিখবো।
☞ Introduce yourself
= i answered with personal and family details, education, experiences, current job, my strengths and what i think about civil service (in that stage i was saying-"i believe todays world is data driven but unfortunately our civil service is yet to embrace a fully data driven approach.... (Sir, stopped me)
☞হ্যা, ঠিক বলেছো। আমাদের আমলারা তো শুধু নিজেদের ইগো আর পছন্দ-অপছন্দ দিয়ে সিদ্ধান্ত নেয়। (আরো কিছু সমালোচনা করলেন।) কোন দেশ কি ডাটা ড্রাইভেন পলিসি তৈরী করে?
= জি স্যার। OECD দেশগুলো করে।
☞ তুমি কিভাবে ডাটা ড্রাইভেন সিদ্ধান্ত নিবা? উদাহরণ সহ বুজায়ে দাও।
=স্বাস্থ্য খাতে পলিসি তৈরী করার জন্য ডাটা (sir, stopped and asked me to answer in English)
=i started answering but sir again stopped me and said, "be specific, the health sector is a huge area'
=i answered with the example of reducing heart disease referenced a recent newspaper report which mentioned more than two laks people are suffering from heart disease.
☞how will you collect data
=it will require a dedicated team consisting of 1 or 2 members to collect data from govt. Clinic and diagnostic centre. Data will be collected through the questionnaire.
☞what will be your findings
=food adulteration problem (sir wanted to know more findings but i was thinking and remained silent then he went for another question)
☞how will you develop questionnaire
= (after thinking for a few seconds) sorry sir, i need to think more about it. (he signaled external to take over)
External-1:
☞একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার কমিশন হয়নি, সেটা কী?
=শিক্ষা নিয়ে হয়নি।
☞আমাদের শিক্ষার প্রধান সমস্যা কী?
=শিক্ষক-শিক্ষার্থীর অনুপার খুব খারাপ। প্রায় ১:৩০ এর মত।
☞সংস্কার প্রস্তাবগুলো কি বাস্তবায়ন হবে?
= হবে এমনটাই প্রত্যাশা করি, তবে আগামী নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করবে।
☞বানিজ্য উপদেষ্টা কে?
= শেখ বসির উদ্দিন
☞সংবিধানের মোট কয়টি সংশোধনী হয়েছে? সর্বশেষ সংশোধনের বিষয় কি?
=১৭ তম সংশোধনীর নারী আসন বৃদ্ধির বিষয় উল্লেখ করলাম।
(আমার ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছিলো, উত্তর করতে সমস্যা হয়নি)
External-2:
☞what is indicators of competitive advantage
=i mention 3 indicators (mam told me, you missed one more indicator, i apologise for it)
☞What are the sources of renewable energy besides solar, wind and water.
=Geothermal energy (wanted to know more but couldn’t deliver)
☞clean and green energy?
=Green energy has no carbon emission but clean energy emits a minimum amount of carbon
☞what is net zero?
=when carbon emission and carbon absorption equals each other
☞is it possible to be net zero
=not exactly but almost possible. A minimum amount of carbon must be increased because of our economic and daily activities.
☞What should we do to reduce carbon emission
= decreasing the use of fossil fuel, increasing renewable energy production and increasing awareness to save energy.
☞ does nuclear energy produce carbon emission?
=yes, but not a significant amount.
(Some more questions from ex-2, answered all but one)
Chairman:
☞ We were talking about data based policy making. Do you have any idea about CAPM?
=(i had but wanted to avoid this topic) sorry sir, we read it at the graduation level more than 6/7 years ago, now can't clearly remember.
☞ ok, have you idea about systematic risk and nonsystematic risk? (These terms were taken from CAPM, instantly, i surprised that he didn't change the topic even after i surrendered)
= yes sir, i have.
☞ then tell me with specific example what will be the systematic risk and nonsystematic risk in data collection for policy making to reduce heart disease. Which risk will you decrease and what impact will be on the other side.
=(after 3/4 seconds) sorry sir.
☞ leave health sector. Explain with any other example
= for a manufacturing and selling company, the systematic risk will be inflation... (Sir stopped me)
☞ inflation can be a systematic risk but based on some factors. Give me another example.
= sorry sir
☞ok, তোমার ভাইভা শেষ। পেপার্স নিয়ে যাও।
(আশাকরি ফেইল দিবে না, কিন্তু এমন বাজে ভাইভা হবে প্রত্যাশা করিনি। রিটেনে ৫০০ এর মত থাকবে হয়তো। ভাইভার প্রিপারেশন ভালো নিয়েছিলাম। কিন্তু স্যার এই এক টপিক নিয়ে এতো পেচাবে জানলে, ইন্ট্রু তে পারসোনাল ডিটেইলস ছাড়া কিছুই বলতাম না। ভাইভা দেওয়ার পর থেকে ৪৭ এর জন্য আর পড়তে ইচ্ছে করতেসে না।)