13/09/2023
তাকদিরের উপর বিশ্বাস রাখলে জীবন সহজ হয়ে যায়;😊 দুশ্চিন্তামুক্ত থাকা যায়।😇
আল্লাহ তা‘আলা বলেন,
‘‘জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিখে রাখি না—নিশ্চয়ই এটি আল্লাহর জন্য খুবই সহজ—যাতে তোমরা সে বিষয়ে আফসোস না করো, যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা সে বিষয়ে উৎফুল্ল না হও, যা তিনি তোমাদের দিয়েছেন।
আর আল্লাহ কোনো উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না।”
[সুরা হাদিদ, আয়াত: ২২-২৩]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জেনে রেখো, সমস্ত মানুষ জড়ো হয়ে যদি তোমার উপকার করতে চায়, কোনও উপকার করতে পারবে না, কেবল যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন (তা ব্যতীত)।
আবার, তারা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তবে কোনও ক্ষতি করতে পারবে না, কেবল যততুটু আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন (তা ব্যতীত)।
কলম উঠিয়ে নেয়া হয়েছে, কিতাব শুকিয়ে গেছে (তাকদির নির্ধারিত হয়ে গেছে)।’’
[তিরমিযি, আস-সুনান: ২৪৪০; হাদিসটি হাসান সহিহ]
তাই, এই বিশ্বাস রাখতে হবে যে, যা আমি পাইনি, তা আমার ছিলো না আর যা আমি পেয়েছি তা আমার জন্যই নির্ধারিত ছিলো।
কপি ফ্রমঃ- Tasbeeh