Daily Pratinidhi

Daily Pratinidhi সাম্যতার লক্ষে দেশের পক্ষে Daily Pratinidhi "www.dailypratinidhi.com" is a widely circulated news agency. Promotes worldwide through website.

It is a daily occurrence for Bengali speaking people worldwide All the news is presented on its own website. This news media is "www.dailypratinidhi.com"
"www.dailypratinidhi.com" besides publishing objective news, all necessary information of public life. The popular news agency "www.dailypratinidhi.com" representing you. Stay with us to know all the news of the country and abroad - thank you.

এইচএসসির স্থগিতকৃত পরীক্ষার সূচি প্রকাশমাইলস্টোন ট্রাজেডির কারণে চলমান এইচএসসির ২২ ও ২৪ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়। স...
23/07/2025

এইচএসসির স্থগিতকৃত পরীক্ষার সূচি প্রকাশ

মাইলস্টোন ট্রাজেডির কারণে চলমান এইচএসসির ২২ ও ২৪ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রতিদিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সন্ধ্যা ৬টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে।

অন্যদিকে, গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।

এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে।

প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ব ফুটবলে শীর্ষ ১০ গোলদাতার ঈর্ষণীয় তালিকায় যারা আছেনজাতীয় দলের হয়ে খেলা, ভালো করা এবং সর্বশেষ গোল করা যেকোনো ফুটবলার...
21/07/2025

বিশ্ব ফুটবলে শীর্ষ ১০ গোলদাতার ঈর্ষণীয় তালিকায় যারা আছেন

জাতীয় দলের হয়ে খেলা, ভালো করা এবং সর্বশেষ গোল করা যেকোনো ফুটবলারের স্বপ্ন। কেউ কেউ আছেন যারা স্বপ্নটিকে বাস্তবে রূপ দিয়েছেন। এমনকি জাতীয় দলের হয়ে গোল করাকে অভ্যাসে পরিণত করেছেন।

তাদের মধ্যে অন্যতম হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। রোনালদো ছাড়াও লিওনেল মেসি, আলী দাইয়ি, সুনীল ছেত্রী, রোমেলু লুকাকু, মোখতার দাহারি, ফেরেঙ্কে পুসকাস, গডফ্রে চিতালু, নেইমার, হুসেইন সাঈদ ও কুনিশিগে কামামোতো- এই ফুটবলারদের গোলসংখ্যা বিশ্ব ফুটবলে এক ঐতিহাসিক চিহ্ন রেখেছে। তাদের এই অর্জন ফুটবলপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়ে আছে; যা ভবিষ্যতে হয়তো অন্যরা পার করবে না বা পার করতে পারবে না।

বিশ্ব ফুটবলে শীর্ষ ১০ গোলদাতার ঈর্ষণীয় তালিকায় সবার আগে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করা রোনালদো এখনো গোল করে চলেছেন। ‘সিআর সেভেন’–এর ঠিক পেছনেই আছেন সর্বকালের আরেক সেরা তারকা লিওনেল মেসি।

একনজরে দেখে নেওয়া যাক আরো কারা আছেন তালিকায়-

১. ক্রিস্টিয়ানো রোনালদো: চার বছর ধরে জাতীয় দলের হয়ে গোল করায় সবার উপরে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ২২১ ম্যাচে ১৩৮ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে গোল করায় এই মুহূর্তে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে আছেন রোনালদো।

পর্তুগিজ মহাতারকা এখনো ফুটবল ছাড়েননি। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও হয়তো দেখা যাবে তাকে। ফলে তার গোলসংখ্যা সামনের দিনগুলো নিশ্চিতভাবে আরো সমৃদ্ধ হতে যাচ্ছে।

২. লিওনেল মেসি: ১৯৩ ম্যাচে ১১২ গোল করে দুই নম্বরে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার শীর্ষের সম্ভাবনা অনেকটাই কম। কারণ, তার হাতে সম্ভাব্য যে সময় আছে, রেকর্ড ভাঙার মতো ম্যাচ হয়তো পাবেনই না। আর নাটকীয় কিছু না ঘটলে মেসি হয়তো ২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন। বিশ্বকাপসহ সম্ভাব্য ম্যাচগুলো বিবেচনায় নিলে মেসির পক্ষে রোনালদোর রেকর্ড ভাঙার সম্ভাবনা নেইও বলা যায়।

৩. আলী দাইয়ি: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে মেসি–রোনালদোর পরের নামটি হয়তো অনেকের জানা। রোনালদোর কাছে সিংহাসন হারানোর আগে লম্বা সময় পর্যন্ত ইরানি ফুটবলার আলী দাইয়িই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ইরানের হয়ে ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলা দাইয়ি ১৪৮ ম্যাচে করেছিলেন ১০৮ গোল। ২০২১ সালের সেপ্টেম্বরে সেই রেকর্ড রোনালদোর কাছে হাতছাড়া করেন তিনি।

৪. সুনীল ছেত্রী: এই তালিকার চতুর্থ নম্বরে থাকা নামটি বেশ চমকপ্রদ। লম্বা সময় ধরে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন সুনীল ছেত্রী— তিনিই এ স্থানটি দখল করেছেন। ১৫৫ ম্যাচে ছেত্রী গোল করেছেন ৯৫টি। মাঝে অবসর নিয়ে আবার ফিরেও এসেছেন। এখন তার সামনে সুযোগ আছে ১০০ গোলের মাইলফলক পূরণের। ছেত্রী এই লক্ষ্য পূরণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

৫. রোমেলু লুকাকু ও মোখতার দাহারি: সর্বোচ্চ গোলের পঞ্চম স্থানে যৌথভাবে আছেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু এবং মালয়েশিয়ার ফরোয়ার্ড মোখতার দাহারি। দুজনেই ৮৯টি করে গোল করেছেন। তবে লুকাকুর চেয়ে দাহারি বেশি ম্যাচ খেলেছেন।

লুকাকুর যেখানে ১২৪ ম্যাচ লেগেছে, দাহারির লেগেছে ১৪২ ম্যাচ। পাশাপাশি লুকাকু এখনো খেলে চলেছেন, অন্যদিকে ১৯৯১ সালে মাত্র ৩৭ বছর বয়সে অসুস্থ হয়ে মারা গেছেন দাহারি। লুকাকুর এখনো সুযোগ আছে দাহারিকে ছাড়িয়ে যাওয়ার।

৬. আলী মাবখুত ও রবার্ট লেভানডফস্কি: ষষ্ঠ স্থানেও আছেন যৌথভাবে দুজন। যেখানে আরব আমিরাতের আলী মাবখুত কম পরিচিত নাম হলেও অন্য নামটি কিন্তু বিখ্যাত। মাবখুতের মতোই বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি করেছেন ৮৫ গোল।

তবে দুজনই এখন ফুটবলে সক্রিয়। ফলে এই তালিকায় দুজনেরই আরও ওপরে ওঠার সুযোগ আছে।

৭. ফেরেঙ্কে পুসকাস: ৮৪ গোল করা হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস তালিকার সাত নম্বরে থাকলেও একদিক থেকে তিনিই কিন্তু সবার উপরে। পুসকাস ৮৪ গোল করেছেন মাত্র ৮৫ ম্যাচে। অর্থাৎ তার ম্যাচপ্রতি গোল প্রায় একটি করে (০.৯৯)। এই পরিসংখ্যানে তার ধারেকাছে আছেন কেবল জাপানের কুনিশিগে কামামোতো। তারও গোল ম্যাচপ্রতি ০.৯৯। তবে এ দুজনকে শিগগিরই অন্য কেউ টপকাতে পারবেন, সে ইঙ্গিত নেই।

৮. গডফ্রে চিতালু ও নেইমার: জাম্বিয়ার সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় উপরের দিকেই থাকবেন গডফ্রে চিতালু। নিজ দেশের তো বটেই, সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায়ও নিজের অবস্থান ধরে রেখেছেন চিতালু। ১১১ ম্যাচে তিনি করেছেন ৭৯ গোল। চিতালু পাঁচবার জাম্বিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

যৌথভাবে তালিকার আট নম্বরে আছেন নেইমারও। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল ১২৮ ম্যাচে ৭৯টি। নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে নেইমার পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে। তবে নেইমারের সুযোগ আছে সংখ্যাটা আরো বাড়ানোর।

৯. হুসেইন সাঈদ: ইরাকি ফুটবলার হুসেইন সাঈদ ১৩৭ ম্যাচে ৭৮ গোল করে আছেন তালিকার নয় নম্বরে। ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইরাক জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তাকে শুধু ইরাকেরই নয়, এশিয়ার অন্যতম সেরা ফুটবলার বিবেচনা করা হয়।

১০. কুনিশিগে কামামোতো ও বাশার আবদুল্লাহ: জাপানি ফুটবলার কুনিশিগে কামামোতো ও কুয়েতের বাশার আবদুল্লাহ যৌথভাবে ৭৫ গোল করে ১০ নম্বর স্থানটি ধরে রেখেছেন। কিন্তু এর মধ্যে কামামোতো কিন্তু এক জায়গায় অনন্য। তিনি ৭৫ গোল করেছেন মাত্র ৭৬ ম্যাচে। অন্যদিকে ৪৭ বছর বয়সী বাশারের লেগেছে ১৩৪ ম্যাচ।

উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেইবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন। বুধবার রাত দুইটার দিকে ঢাকার...
17/07/2025

উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন। বুধবার রাত দুইটার দিকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
তার বয়স হয়েছিল ৮১ বছর।

অমিত দে রঞ্জন জানান, শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় বদিউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ঘণ্টা সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। এখন মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার দাফন সম্পন্ন হবে।

১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণকারী বদিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

বদিউর রহমান ১৯৭২ সাল থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহ-সভাপতির দায়িত্বে আসেন।

২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন। তার মৃত্যুতে শিল্পীগোষ্ঠীটির পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসিরলিওনেল মেসি জোড়া গোল করবেন আর দল হারবে এমনটা হয়! এবারও হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ...
13/07/2025

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসির

লিওনেল মেসি জোড়া গোল করবেন আর দল হারবে এমনটা হয়! এবারও হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এ নিয়ে মেসি মেজর সকার লিগে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন। গত মে মাসে মন্ট্রিয়েলের বিপক্ষে এই কীর্তি শুরু তার।

এরপর কলম্বাস, মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড ও ন্যাশভিলের বিপক্ষে করলেন জোড়া গোল। তার মধ্যে মন্ট্রিয়েলের বিপক্ষে দুইবার জোড়া গোল করেছেন ৩৮ দিনের ব্যবধানে।

এমএলএসের মাঝপথে মেসি মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চারটি ম্যাচ খেলেছেন। তবে করতে পারেন মাত্র এক গোল, গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে।

বাংলাদেশ সময় রবিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ১৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোলটি করেন ৬২ মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে। তার আগে ৪৯ মিনিটে সমতায় ফিরেছিল ন্যাশভিল।

এ নিয়ে মায়ামি টানা পাঁচ ম্যাচ জিতল এমএলএসে। সেই সঙ্গে সাপোর্টার্স শিল্ডে পঞ্চম স্থানে উঠে এসেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। গত মৌসুমে প্রথমবার এই শিরোপা জিতেছিল মায়ামি।

এ নিয়ে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬৬ ম্যাচে ৫৫। তার মধ্যে এ মৌসুমের এমএলএসে ১৬ ম্যাচে করলেন ১৬ গোল। ২১ ম্যাচে সমান গোল করেছেন ন্যাশভিলের স্যাম সারিজ। এমএলএসের এই মৌসুমে সর্বোচ্চ গোলে শীর্ষে আছেন এ দুজন।

‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে নায়ক ছিলেন রিয়াজ। এরপর কেটে...
11/07/2025

‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে নায়ক ছিলেন রিয়াজ।

এরপর কেটে গেছে ২৭ বছর। আশির দশকে চট্টগ্রামে জন্ম নেওয়া এই তারকার আজ জন্মদিন।

‘গোঁজামিল’ সিরিজের আলোচিত নায়িকা Alivia Sarkar
08/07/2025

‘গোঁজামিল’ সিরিজের আলোচিত নায়িকা Alivia Sarkar

২০২৫ সালের ২ জুলাই, ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের নারী ফুটবল দলের উল্লাস যেন পুরো দেশব্যাপী...
06/07/2025

২০২৫ সালের ২ জুলাই, ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের নারী ফুটবল দলের উল্লাস যেন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল।

কারণ, তারা ইতিহাস গড়েছে —প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার আলো ঝলমলে মাঠে।

বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারানো শুধু একটি জয় নয়, বরং এটি ছিল এমন এক মুহূর্ত, যা গোটা দেশকে একত্রিত করেছে, প্রতিটি ঘরে ঘরে আনন্দের ঢেউ তুলেছে এবং বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে।

আর সেই ঐতিহাসিক অর্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২১ বছর বয়সী ঋতুপর্ণা চাকমা — রাঙ্গামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে আসা এক সাহসী তরুণী, যার অসাধারণ দুই গোল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল।

আজ ঋতুপর্ণা শুধু রাঙ্গামাটির গর্ব নয়, পুরো বাংলাদেশের অনুপ্রেরণা। তাঁর পথচলা, তাঁর সাফল্য, বাংলাদেশের নারী ফুটবলের নবজাগরণের প্রতীক।

২৫ শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ >>কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জ...
22/06/2025

২৫ শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ >>

কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জব্দের তালিকায় রয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ আরও অনেকে।

কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সময়মতো আয়কর পরিশোধ না করায় মোট ২৫ জন তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাদের ঠিকানায় ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

এনবিআরের প্রকাশিত তালিকায় আরও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন ও নুসরাত ইয়াসমিন তিশা।

এনবিআর কর্মকর্তারা জানান, করদাতাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বকেয়া কর পরিশোধ করেছেন। আবার কেউ কেউ সময় চেয়ে নিয়েছেন।

কিংবদন্তি ববিতা >>বাংলাদেশি চলচ্চিত্রে নারীর অবস্থান শক্তিশালী করতে যে কজন অভিনেত্রী অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে ...
10/03/2025

কিংবদন্তি ববিতা >>

বাংলাদেশি চলচ্চিত্রে নারীর অবস্থান শক্তিশালী করতে যে কজন অভিনেত্রী অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে ববিতা অন্যতম।

সাহসী চরিত্র বেছে নেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়, এমনকি সিনেমায় শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্যে অভিনয়ের মতো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন এক ব্যতিক্রমী শিল্পী। যা তাকে নারীদের কাছে আইকন হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।

ববিতার ক্যারিয়ারে অন্যতম একটি মাইলফলক কাজ রাজ্জাকের বিপরীতে ‘অনন্ত প্রেম’। বাংলা সিনেমায় শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্য তখনও ছিল এক প্রকার ট্যাবু।

কিন্তু ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত প্রেম’ ছবিতে রাজ্জাকের ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করে ববিতা সেই ট্যাবু ভেঙে দেন।

সেই সময়ে এই দৃশ্যে অংশ নিয়ে সাহসের যে পরিচয় ববিতা দিয়েছিলেন তা আজকের দিনে উপলব্ধি করা অসম্ভব।

শোনা যায়, এ ছবির জন্য ববিতা ৫০ হাজার টাকা পারিশ্রমিক তো নিয়েছিলেনই আরও অতিরিক্ত ২০ হাজার নিয়েছিলেন চুম্বন দৃশ্যের জন্য, যা সে সময় ছিল অকল্পনীয় সাহসিকতা।ড়

তিন যুগ আগের কথা। গায়ক নয়, আসিফ আকবর তখন ক্রিকেটার। নিয়মিত ক্রিকেট খেলেন নিজ জন্মস্থান কুমিল্লার জিলা স্কুল মাঠে। আর তার...
05/03/2025

তিন যুগ আগের কথা। গায়ক নয়, আসিফ আকবর তখন ক্রিকেটার। নিয়মিত ক্রিকেট খেলেন নিজ জন্মস্থান কুমিল্লার জিলা স্কুল মাঠে।

আর তার খেলা দেখে ভক্ত বনে যান একসময়ের আলোচিত ক্রিকেটার এনামুল হক মনির কন্যা সালমা মিতু। একপর্যায়ে যা গিয়ে গড়ায় প্রেমের সম্পর্কে।

মিতুর সাথে টানা তিন বছর প্রেম করেন আসিফ। এরপর ১৯৯২ সালের ১০ জুলাই, মাত্র ১৯ বছর বয়সে বাল্যবিবাহের মাধ্যমে তার হাত ধরেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।

আসিফ-মিতুর পরিবারে রনো-রুদ্র নামে দুই পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি বড় ছেলের ঘর আলোকিত করে এক সন্তানের আগমন ঘটেছে। আসিফ-মিতু এখন দাদা-দাদি হয়েছেন।

'ওকে হোটেল' ঢাকার প্রথম হোটেল ও রেস্তোরাঁ। ব্রিটিশ আমলে ইংরেজ ও বিদেশি পর্যটকেরা বাণিজ্যিক বা প্রশাসনিক কাজে ঢাকায় এলে স...
05/03/2025

'ওকে হোটেল' ঢাকার প্রথম হোটেল ও রেস্তোরাঁ। ব্রিটিশ আমলে ইংরেজ ও বিদেশি পর্যটকেরা বাণিজ্যিক বা প্রশাসনিক কাজে ঢাকায় এলে সরকারি বাংলো বা অতিথিশালায় থাকতেন।

ঢাকায় কোনো হোটেল ছিল না। ঢাকার জনসন রোডে বর্তমান আজাদ সিনেমার পাশে ওকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আবির্ভাব ঘটে। বিদেশি অতিথি ও পর্যটকদের আবাসস্থল হিসেবে ওকে হোটেলের নাম ছিল।

অনেকে মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হোটেলটি যাত্রা শুরু করে। আবার অনেকের অভিমত, হোটেলটি ত্রিশের দশকের মাঝামাঝিতে প্রতিষ্ঠা লাভ করে।

এর মালিক ছিলেন একজন স্কটিশ, তিনি কলকাতা থেকে ভাগ্যান্বেষণে এসেছিলেন।

১৯৭৬ সালের এস,এম,শফী পরিচালিত * দি রেইন * ছবির একটি দৃশ্যে - ওয়াসীম ও অলিভিয়া  *
05/03/2025

১৯৭৬ সালের এস,এম,শফী পরিচালিত * দি রেইন * ছবির একটি দৃশ্যে - ওয়াসীম ও অলিভিয়া *

Address

108, Old Airport Road, Tejgaon
Dhaka
1215

Telephone

+880248110829

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Pratinidhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Pratinidhi:

Share