14/09/2025
মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কবর ভেঙে ভেসে উঠলো ক্বারী হারুন অর রশিদের লাশ।
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর কেরাতুল কুরআন মাদরাসার হুজুর মরহুম ক্বারী হারুন অর রশিদ (রহ.) মৃত্যুর নয় বছর পর আবার আলোচনায় আসলেন। শুক্রবার সকালে মেঘনা নদীর ভাঙনে তার কবর ভেঙে নদীতে ভেসে গিয়ে লাশটি ভেসে ওঠে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে মেঘনা নদীর তীব্র ভাঙনে ওই এলাকার কবরস্থান ঝুঁকির মধ্যে পড়ে। হঠাৎ ক্বারী হারুন অর রশিদের কবরটি ভেঙে গেলে লাশ অক্ষত অবস্থায় নদীতে ভেসে ওঠে। এ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা লাশ উদ্ধার করে পুনরায় জানাজা শেষে কবরস্থ করেন।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “মৃত্যুর ৯ বছর পরও হুজুরের লাশ অক্ষত অবস্থায় পাওয়া যাওয়া আল্লাহর এক বিশেষ নিদর্শন।”
প্রসঙ্গত, মরহুম ক্বারী হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে ইসলাম প্রচার ও কুরআন শিক্ষায় অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।