টুনির kichen

টুনির kichen my daily life blogs

16/07/2025

বাচ্চার নানিরা যদি নাতির পায়খানা-প্রস্রাব পরিষ্কা'র করতে পারে, দাদিরা কেনো পারে না...??
দাদি'রা পারে একটাই, আহারে ... আমার নাতিটা নানি'র বাড়ি যাইয়া এক্কালে কালা অইয়া গেলে,,হুগাইয়া কি অইছে।
পাশে থাকলে তো ছুইয়াও দেহে না🙄
নাটক খালি..!!😐
ভালোবাসা উথলাইয়া পরে!!

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন। আলু আর ভাত...
25/07/2023

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত
তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন।

আলু আর ভাত বেশি করে খাওয়ান। দুধ চা বেশি চিনি দিয়ে খাওয়াবেন।

চিড়বিড় ভাব, ফূর্তি কমে যাবে। কথা দিলাম।
যেহেতু ঘরেরটা খেয়ে বনের মোষ তাড়াবে।
তাহলে তাড়ানোর মত বল শক্তি কমায় ফেলেন।

এই পোস্ট আবার ললো হয়ে স্বামীকে দেখাবেন না। তখন ওয়াইফ এর ওয়াইফাই বন্ধ করে দিবে🙄🙄
সেভ করে রাখুন সময়ে কাজে দিবে।

(সংগৃহীত)

ফানি পোস্ট 😂😂😂অল্প বিদ্যা ভয়ংকরী প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন...
29/03/2023

ফানি পোস্ট 😂😂😂
অল্প বিদ্যা ভয়ংকরী
প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।

পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ "কিভাবে পাইলট হতে হয় " (ভলিউম 1)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইণ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন।

তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তাঁর আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশ উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান!

25/03/2023
14/03/2023

আমাদের বাচ্চা গুলো বড় হয়ে গেছে। মাশাল্লাহ অনেক সুন্দর পারফরম্যান্স করছে সবাই।

আলহামদুলিল্লাহ্। ❤
05/03/2023

আলহামদুলিল্লাহ্। ❤

Address

Dhaka
1230

Telephone

+8801824434183

Website

Alerts

Be the first to know and let us send you an email when টুনির kichen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টুনির kichen:

Share

Category