26/03/2024
প্রতিটি মেয়ের নিজের কিছু টাকা কিংবা নিজের পায়ে দাড়ানো দরকার
কারন দেশের এমন অনেক পুরুষ আছে
যারা স্ত্রীর হাত খরচ দেয়া
কিংবা স্ত্রীর প্রয়োজন যানতেও চায়না।
শুধু খাওয়া টা কোন মেয়ের প্রয়োজন এর মধ্যে পড়েনা
একটা মেয়ে ১০ টা মেয়ের সাথে চলাফেরা করে।
ঠিক আপনি যেমন নিজ বন্ধু বা কলিগদের সাথে বসে মাঝেমধ্যে চা খান আড্ডা দেন।
কিংবা মেয়েটার নিজের কিছু ব্যাক্তিগত খরচ থাকে।
আপনার যেমন বাবা মা ভাই বোন আছে তার ও আছে
অনেক পুরুষ আছে যারা নিজের দিক যেভাবে দেখে
তার স্ত্রীর দিক সে ভাবে দেখেনা।
অথচ সেটা তার দায়িত্ব।