Farha's Daily Life

Farha's Daily Life Daily Vlogs

26/03/2024

প্রতিটি মেয়ের নিজের কিছু টাকা কিংবা নিজের পায়ে দাড়ানো দরকার
কারন দেশের এমন অনেক পুরুষ আছে
যারা স্ত্রীর হাত খরচ দেয়া
কিংবা স্ত্রীর প্রয়োজন যানতেও চায়না।
শুধু খাওয়া টা কোন মেয়ের প্রয়োজন এর মধ্যে পড়েনা
একটা মেয়ে ১০ টা মেয়ের সাথে চলাফেরা করে।
ঠিক আপনি যেমন নিজ বন্ধু বা কলিগদের সাথে বসে মাঝেমধ্যে চা খান আড্ডা দেন।
কিংবা মেয়েটার নিজের কিছু ব্যাক্তিগত খরচ থাকে।
আপনার যেমন বাবা মা ভাই বোন আছে তার ও আছে
অনেক পুরুষ আছে যারা নিজের দিক যেভাবে দেখে
তার স্ত্রীর দিক সে ভাবে দেখেনা।
অথচ সেটা তার দায়িত্ব।

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়।প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো!অন্তত বছরে একবার হলে...
03/03/2024

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়।
প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো!

অন্তত বছরে একবার হলেও দীর্ঘ নিশ্বাস ফেলে পুরুষ মানুষটা বলে " আজ ও থাকলে ভালো হতো"

অন্তত কোথাও এক কোনে ভালোবাসাটা বেঁচে থাকে। মাঝে মাঝে নাড়া দিয়ে উঠে।

মেয়ে মানুষ ঠিক তার উল্টো। তারা প্রেমিককে স্বামী হিসেবে পেলে ভালোবাসা হয়ে উঠে তীব্র।
প্রেমিককে স্বামী হিসেবে না পেলে তারা বছরে একবার না মুহূর্তে মুহূর্তে নিশ্বাস ফেলে।
কত চোখের পানি চোখেই শুকিয়ে যায়। এর হিসাবও তাদের কাছে নাই।

❤️
22/12/2023

❤️

সব পরিবর্তেনর পিছনে কোনো না কোনো কাহিনী থাকে!!কারো সুখময় তো কারোও দুঃখময়!
21/12/2023

সব পরিবর্তেনর পিছনে কোনো না কোনো কাহিনী থাকে!!
কারো সুখময় তো কারোও দুঃখময়!

21/12/2023
💔
11/12/2023

💔

হুম
11/12/2023

হুম

03/12/2023

পুরুষ মানুষ প্রথম নারীর ছেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে💔
সেটা চরম সত্যি কথা কিন্তু কেন?

যতদিন যাচ্ছে আমাদের জীবনগুলো গিভ এন্ড টেক-এর মতো হয়ে যাচ্ছে...একহাতে দাও তো এক হাতে নাও...আপনি দিবেন তো আমি দিব আপনি করব...
03/12/2023

যতদিন যাচ্ছে আমাদের জীবনগুলো গিভ এন্ড টেক-এর মতো হয়ে যাচ্ছে...একহাতে দাও তো এক হাতে নাও...আপনি দিবেন তো আমি দিব আপনি করবেন তো আমি করবো আর আপনি দিবেন না ও করবেন না তো আমিও নেই...সবকিছুই কেমন যেন মাপকাঠির মতো হয়ে যাচ্ছে...মানুষের ভালোবাসা গুলোও ঠিক তেমনই...যত দিন যাচ্ছে আমরা কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছি...সবকিছুই কেমন যেন বেচাকেনার মতো হয়ে যাচ্ছে...সবাই নিজের প্রয়োজনে ব্যস্ত আমরা...
আসলে আমরা কেউই কারোর না.

সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার...
28/11/2023

সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিলো.... সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা।।

হ্যালো শাহন আমি কক্সবাজার যাবো কালইআমি ভেবে দেখছি জীবনে না হিসাব করে চিন্তা করে ভেবে চিনতে কিছুই হয়না.কয় দিন পর হয়তো আমা...
27/11/2023

হ্যালো শাহন আমি কক্সবাজার যাবো কালই
আমি ভেবে দেখছি জীবনে না হিসাব করে চিন্তা করে ভেবে চিনতে কিছুই হয়না.
কয় দিন পর হয়তো আমাদের সময় থাকবেনা.
কিংবা আমাদের মধ্যে এতো ভালোবাসাও থাকবেনা।
এক পা কবরে থাকবে
তাই আমি আমার গহনা বন্ধক রাখছি
তুমি অফিস থেকে দুই দিনের ছুটি নাও।
আমি তোমার সাথে সমুদ্র দেখতে চাই প্লিজ
তুমি আর দেরি কইরোনা😥
কথা গুলো না আসলেই সুন্দর কলিজায় লাগার মত
❣️❣️❣️❣️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farha's Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share