Sokal Pratidin- সকাল প্রতিদিন

Sokal Pratidin- সকাল প্রতিদিন Sokal Pratidin Started its journey on 1st March, 2021

27/09/2025

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এরআগে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ধানের শীষের প্রচারণা শুরু করা হয়।

এসময় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের দফাগুলো জনগণের কাছে তুলে ধরছি। আজ থেকে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

৬নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ হবে।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা,

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হানিফ বেপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা আলী হোসেন, শ্রমিক দল নেতা মো: মিলন, মো: আলম, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ প্রমূখ।

27/09/2025

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর প্রধান আসামি মো. আল-আমিন গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই।

26/09/2025

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল।

সিদ্ধিরগঞ্জ বিএনপির ত্যাগী নেতাদের  মধ্যে গাজী মনির হোসেন অন্যতম।
26/09/2025

সিদ্ধিরগঞ্জ বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে গাজী মনির হোসেন অন্যতম।

৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসুনামগঞ্জ প্রতিনিধিজুলাই সনদের ...
26/09/2025

৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন,সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী,পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান।

26/09/2025

গাজীপুরে কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া নজর দিঘী স্কুলের পাশে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পুরো গোডাউন এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

25/09/2025

বিএনপির রাষ্ট্র সংস্কার দফার আলোকে কৃষকদের সম্মাননা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

25/09/2025

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আব্দুল আহাদ খান জামাল এর নির্বাচনি প্রচারনা।

হাকিমপুরে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা!দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে নেশার টাকা দাবি পূরণ না করায় মা...
25/09/2025

হাকিমপুরে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা!

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে নেশার টাকা দাবি পূরণ না করায় মাকে পিটিয়ে হত্যা করে পাষান্ড পুত্র! আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলিরহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পালসা পাঠানপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী নুরবানু( ৪৭)কে তারে পাষণ্ডপুত্র ওয়াজেদ আলী ( ২৩) নেশার টাকার জন্য পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় হাকিমপুর থানা পুলিশ ঘাতক ছেলে ওয়াজেদ আলীকে গ্রেফতার করে।

হাকিমপুর থানার (ওসি) নাজমুল হক জানান, ‘‘ওয়াজেদ মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকার দাবি করতেন। টাকা না দিলে মারধর করত। মায়ের কাছে বিচার টাকার জন্য দাবি। টাকা না দিতে পারায় মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পাষণ্ডপুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয় স্বাধীন অবস্থায় রাতেই মারা যায় ।

25/09/2025

পিরোজপুরে জেলা বিএনপি'র সদ্য নবনির্বাচিত আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।

কাঠালিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতারফাতিমা আক্তার মিম। ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ ...
24/09/2025

কাঠালিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফাতিমা আক্তার মিম। ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রে-ফ'তার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাঠালিয়া উপজেলার কৈখালী রামপুর এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে তাকে আ'ট'ক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উত্তর চেচরী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৪) আ'টক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে।

কাঠালিয়ায় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা।ফাতিমা আক্তার মিম।। ঝালকাঠির কাঠালিয়ায় ব্যস্ত সময় ...
24/09/2025

কাঠালিয়ায় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা।

ফাতিমা আক্তার মিম।। ঝালকাঠির কাঠালিয়ায় ব্যস্ত সময় পার করছে কাঠালিয়ার মৃৎ শিল্পীরা বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এ উপলক্ষে কাঠালিয়ায় ৫৪ টি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। কাশফোটা শরতের শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রুপ দিতেই মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্ততি। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ। এরপর শুরু হয়েছে রং সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্র্মীয় উৎসবকে ঘিরে উপজেলার হিন্দুপাড়া গুলোতের্ আগাম শারদীয় উৎসবের আমেজ লক্ষনীয়। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহা-সম্মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজ্ াআর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব। আর দূর্গাপূজাকে সামনে রেখে উপজেলার ৬ টি ইউনিয়ন ৫৪ টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতি ও চলছে। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্র্গাপূজা শুরু হবে। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগররা এখানে এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিটি পূজামন্ডপের জন্য তৈরি করা হচ্ছে দূর্গা, লক্ষ, শরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, হিংষ, মহিষ, পেচাঁ, হাঁস, সর্পসহ প্রায় ১২টি প্রতিমা। হিন্দু সম্প্রদায়ের দূর্র্গতিনাশীনী দূর্গাদেবীকে বরণ করে নিতে মন্ডপে প্রতিমা তৈরির কাজ, সাজসজ্জার কাজ চলছে। ঢাক, ঢোল বাদ্যকাররা বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিচ্ছে। পাশাপাশি প্রতিমা শিল্পীরাও মহাব্যস্ত প্রতিমা তৈরিতে। সেই সাথে ব্যস্ত এর কারিগররাও । ইতিমধ্যে কোন কোন মন্ডপে মাটির কাজ প্রায় শেষ করে ফেলেছে শিল্পীরা। মূর্তি গড়া শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমা। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এসর্ববৃৃহৎ শারদীয় উৎসবকে স্বার্র্থক করতে প্রহর শুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্ততি চলছে প্রতিটি পূজা মন্ডপে। ছবিটি তোলা শ্রী শ্রী রাধাগবিন্দ কেন্দ্রিয় শেবা শ্রম থেকে।

Address

Motizil
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sokal Pratidin- সকাল প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sokal Pratidin- সকাল প্রতিদিন:

Share

Category