
18/08/2025
তোর অভাব কোনদিনও পূরণ হবে না ভাই আমার সন্তান আমার। অনেক ভালবাসতাম ভাই তোকে কখনো বলতে পারি নাই আমাকে দেখে রাখার মতো তুই ছাড়া কেউ ছিলো না সেই তুইও চলে গেলি আমাকে রেখে একটা বার আমার কথা চিন্তা করলিনা।হে আল্লাহ আপনি অসীম ক্ষমতার অধিকারী আপনি আমার ভাইটাকে আর একটা বার পাঠিয়ে দেন আমাদের কাছে। 🤲🤲