বঙ্গ নিউজ বিডি

বঙ্গ নিউজ বিডি বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। +৮৮০১৭৩৮০১৩৫১৪ 2 October 2020. With the very first light of dawn, Bongo News, started its humble journey.

Because of its courageous journalism, rich content, and presentation with unique layout and design, Bongo News quickly won the hearts of people, even the most sophisticated and fastidious readers extended their loyalty toward it. Since then, Bongo News has been lighting up every nook and corner of Bangladesh along with other countries and territories across the world through its digital offerings.

17/07/2024

পবিত্র আশুরা মুসলিম ঐতিহ্যে বড়ই বরকতপূর্ণ ও নানাভাবে অবিস্মরণীয়। ভূমণ্ডল ও নভোমণ্ডলের সৃষ্টিকুলের প্রাথমিক বিভাজন প্রক্রিয়ার সূচনা হয় আশুরায়। হজরত আদম (আ.)-এর সৃষ্টি, স্থিতি, উত্থান ও পৃথিবীতে অবতরণ, খলিফা নিযুক্ত করা আর জান্নাতে দাখিল ও পৃথিবীতে নির্বাসনের পর মক্কায়ে মুয়াজ্জমার আরাফাত ময়দানে হজরত ‘মা’ হাওয়ার সঙ্গে পরিচিত হওয়া ও দীর্ঘ দিন ক্ষমা প্রার্থনা শেষে দু’জনের তাওবা কবুল করেন। হজরত মুসা (আ.) সমুদ্রপথে যাত্রা ,হজরত নুহ (আ.)-এর নৌযানের যাত্রা আরম্ভ এবং বন্যা-প্লাবনের সমাপ্তি আশুরাতেই ঘটেছিলহওয়ার দিনটি ছিল আশুরা। এরই ধারাবাহিকতায় আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.) আশুরায় কিয়ামত সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনার কথা ব্যক্ত করেছিলেন। আশুরা এলে তিনি বিনয়ে বিনম্র থাকতেন এবং রোজা পালন করতেন। ( তাফসিরে তাবারি, মুহাম্মাদ ইবনে জারির)।পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ তায়ালা সাগর, পাহাড়, প্রাণিকূল, আসমান-জমিন ও লওহ-কলম সৃষ্টি করেছেন। আবার এদিনেই আরশে আজীমে সমাসীন হয়েছেন। তামাম মাখলুকাত ধ্বংসও হবে মহররমের দশ তারিখে। পৃথিবীর প্রথম হত্যাকান্ড হাবিল কাবিলের ঘটনাও এদিনে সংঘটিত হয়। হজরত ইব্রাহিম (আ.) ক্ষমতাশালী মূর্তিপূজারী নমরুদের অগ্নিকান্ড থেকে উদ্ধার হন এ দিনে, হজরত আইয়ুব (আ.) কুষ্ঠরোগ থেকে মুক্তি পান এ দিনে, হজরত ইউনুছ (আ.) মাছের পেট থেকে পরিত্রাণ এবং ফেরাউনের স্ত্রী হজরত আছিয়া (আ.) শিশুপুত্র মুসা (আ.)-কে এ দিনই ফেরত পান। আল্লাহ পাক এ দিনে হজরত ইদ্রিস (আ.)-কে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর গুনাহ-অপরাধের জন্য কান্নাকাটি করলে আবার তাকে জান্নাতে ফেরত নেন। এ দিনই হজরত দাউদ (আ.) এর গুনাহ মাফ হয়, কুমারী মাতা বিবি মরিয়ম (আ.) এর গর্ভ হতে হজরত ঈসা (আ.)’র পৃথিবীতে আগমন ঘটে। এ ছাড়াও ইসলামের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এ দিনে।

সকলকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রা...
20/02/2024

সকলকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হলো 'বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা'।

ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।

পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।

18/02/2024

Nature music

12/02/2024

আপনি কি আপনার অগোছালো ফেসবুক পেইজ নিয়ে চিন্তিত !! সেল নেই তেমন !! অনলাইন ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন ?

প্রকৃতপক্ষে অসম্পূর্ণ ফেসবুক পেজ থেকে ক্রেতারা প্রোডাক্ট কেনার ব্যাপারে আগ্রহ কিংবা আস্থা কোনটাই পান না। ফলে সেলস কমে গিয়ে ঘটে চূড়ান্ত পর্যায়ের ভরাডুবি।প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করলে বিক্রি বাড়বে বহুগুণ ।

আমাদের প্যাকেজে যা যা থাকছে:-
১। প্রফেশনাল লোগো তৈরি (AI/png/psd ফাইল দেওয়া হবে)।
২। 3D প্রফাইল পিকচার তৈরি।
৩। প্রফেশনাল কাভার ফটো তৈরি।
৪। অটোমেটিক মেসেজ সেটিং।
৫। ফেসবুক ম্যাপ লোকেশন সেটিং।
৬। ওপেনিং ও ক্লোজিং টাইম সেটিং।
৭। এবাউট সেকশন কম্পিলিট (শর্ট ও লং এবাউট)।
৮। পেজ ট্যাম্পলেট ঠিক করা।
৯। পেজ ইউজার নাম ঠিক করা।
১০। পেজ ট্যাব রি-এরেন্জমেন্ট করা।
১১। মেসেজ বাটন (মেসেন্জার/হোয়াটসএপ) দেওয়া।
১২। এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা।
সাথে আরো অনেক কিছু ।
আস্থা রাখুন Future IT Solutions এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
💳পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক |
🏢বিস্তারিত জানতে কল করুন
মোবাইল: 01688791179

Professional CV.মাল্টিন্যাশনাল কোম্পানী, বড় বড় শিল্প গ্রুপ এর দৃষ্টি আকর্ষন করতে Professional CV এর কোন বিকল্প নাই। ----...
12/02/2024

Professional CV.
মাল্টিন্যাশনাল কোম্পানী, বড় বড় শিল্প গ্রুপ এর দৃষ্টি আকর্ষন করতে Professional CV এর কোন বিকল্প নাই।
----------------------------------
আপনার চাকরি সুনিশ্চিত করতে আমরা দিচ্ছি Ptofessional CV তৈরি করে দেওয়ার নিশ্চয়তা।

CV তে যা যা পাবেন।
✅ Professional CV Design.
✅ Career Objectiv.
✅ Higher Resulation Image.
✅ Skills.
✅ Traiming.
✅ Educational Background
✅ Personal Information.
✅ Job Experience.
✅ Social Links
✅ Contact Details.
✅ Refferences.
Etc...
এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী Informations CV তে যোগ করা হবে।

যারা একটু সচেতন তারাই Professional CV তৈরি করে খুব সহজে আকৃষ্ট করে চাকরি খুজে নেয়।
------------------------------------------------
Ptofessional CV তৈরি করতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা কল করুন +8801738-013514 (WhatsApp)

08/12/2023

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন দলটির...

08/12/2023

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ....

02/12/2023

সাকিব আল হাসান, ফাইল ছবি। চোটের কারণে লম্বা সময়ের জন্য জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড.....

02/12/2023

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপ...

02/12/2023

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, দীপংকর তালুকদার, সুপ্রদীপ চাকমা ও অংসুই প্রু চৌধুরী পার্বত্য চট....

01/12/2023

এবার এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এই কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে গান গেয়েছেন ভারত.....

01/12/2023

বিশ্বকাপের ঠিক পর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও সাদা বলের সংস্ক....

Address

RH Home Center, Farmgate
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গ নিউজ বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বঙ্গ নিউজ বিডি:

Share

Category