Fouzia's Moments

Fouzia's Moments আমি,আমরা, সবাই মিলে একসাথে আনন্দে কাট?

The Joy of Togetherness: Spend Time with Each Other 😃♥️💕

It's easy to get caught up in the hustle and bustle of life, but it can also be a lot more fulfilling if we stop for a moment to do something fun with each other. In this article, I will share some ideas on how you can spend quality time together as a family! 🥰
The first step is to simply become aware of the times that you are spending time

together🤔. Everyone in your family may be busy with their own activities and schedules,
but it might only take a few minutes every day to do something fun as a group. 🧑‍🤝‍🧑👭🏽👨🏾‍🤝‍👨🏼👨🏻‍👩🏻‍👦🏻👨🏿‍👨🏿‍👧🏿

If you feel like you don't have enough time for each other, one way to make more time is to go on a date night with your significant other. This doesn't have to be anything fancy or formal, it can even be something as simple as having dinner together at home after the kids are fast asleep! 🥱

Once you start spending more quality time together, I'm sure you'll fall in love all over again with each other! 💕♥️💌💘💝💖💚💙💜🤍

আকাশের ওই মেঘগুলো যদি তোমায় বোঝে,ভেবে নিও তুমি কারো মনের রাজ্যে রাজত্ব করছো....হয়তো জেনে....হয়তো না জেনে...!🥀
11/08/2025

আকাশের ওই মেঘগুলো যদি তোমায় বোঝে,
ভেবে নিও তুমি কারো মনের রাজ্যে রাজত্ব করছো....
হয়তো জেনে....হয়তো না জেনে...!🥀

কেউ না বুঝুক.... নিজে অন্তত নিজেকে বোঝো..... ❤️
04/08/2025

কেউ না বুঝুক....
নিজে অন্তত নিজেকে বোঝো..... ❤️

03/08/2025

দূর থেকে কাউকে বিচার করে ফেলা কতটা যৌক্তিক.....!!?

Highlights BD

এরকম একটা পরিবেশে কোন গানটা আপনাদের গাইতে অথবা শুনতে ইচ্ছে হয় জানাবেন। ইনশাআল্লাহ শুনানোর চেষ্টা করবো ❤️🙏🏼
01/08/2025

এরকম একটা পরিবেশে কোন গানটা আপনাদের গাইতে অথবা শুনতে ইচ্ছে হয় জানাবেন। ইনশাআল্লাহ শুনানোর চেষ্টা করবো ❤️🙏🏼

কক্স বাজার কে কে ভালোবাসেন...!????✈️🥹❤️
01/08/2025

কক্স বাজার কে কে ভালোবাসেন...!????✈️🥹❤️

ফিল্টার দিয়ে একটু সুন্দর হওয়ার বৃথা চেষ্টা 🙂💔
29/07/2025

ফিল্টার দিয়ে একটু সুন্দর হওয়ার বৃথা চেষ্টা 🙂💔

22/07/2025

❗সতর্কীকরণ বার্তা:

দুর্ঘটনায় যারা মারা যান — তাঁরা এক অর্থে অনেকটা "রেহাই" পেয়ে যান।
মৃত্যুযন্ত্রণার ভেতরে প্রবেশ করার আগেই, অনেক সময় তাদের প্রাণ পাড়ি জমায়।
আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন — إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ।

কিন্তু যারা বেঁচে যান... তাদের জীবন শুরু হয় এক নির্মম সংগ্রাম দিয়ে।
বিশেষ করে আগুনে পোড়া রোগীদের (Burn victims) জন্য পরবর্তী সময়টা হয়ে পড়ে অত্যন্ত বেদনাদায়ক।

🩺 এদের চিকিৎসা সবচেয়ে জটিল।
🔬 মূল যুদ্ধ হয় ইনফেকশন (সংক্রমণ) এর বিরুদ্ধে।
👥 যত বেশি ভিজিটর, তত বেশি জীবাণু।
💔 আর যত বেশি জীবাণু, তত বেশি মৃত্যুঝুঁকি ও যন্ত্রণা।

---

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি:

আমি নিজেও একসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত ছিলাম।
সেখানে সরাসরি দেখেছি— ভিড় ও অতিরিক্ত মানুষের চলাফেরার কারণে কিভাবে রোগীদের মধ্যে cross-infection ছড়িয়ে পড়ে।
অনেক রোগী শুধুমাত্র এই কারণেই ভয়ানক সংক্রমণের মুখে পড়ে যায়, যা অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়।

✖️ এইসব রোগীদের শরীর সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধহীন হয়ে পড়ে।
✖️ এমনকি একটুখানি বাতাসে ছড়ানো জীবাণুও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে।

---

🔴 বিশেষ অনুরোধ:

প্রিয় ভিআইপি (VIP) নেতৃবৃন্দ,

> "জীবাণু আপনার পদবী বোঝে না। তারা শুধু শরীর খোঁজে প্রবেশের জন্য।"
শুধু শোক প্রকাশ বা মিডিয়া শো-অফের জন্য হাসপাতালে ভিড় করা একটি গর্হিত, বিপজ্জনক কাজ। এতে
✅ রোগীর অবস্থা আরও খারাপ হয়,
✅ ইনফেকশন ছড়িয়ে পড়ে,
✅ এবং চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

➡️ তাই অনুগ্রহ করে ‘দলবল’ নিয়ে Burn Unit বা ICU পরিদর্শন করা থেকে বিরত থাকুন।
আবেগ থাকুক, তবে বিবেক ও বিজ্ঞান যেন পথ দেখায়।

প্রিয় ভিউ-ব্যবসায়ীরা (Content creators, YouTubers),

> "দয়া করে ভিউ-এর আগে মানবতা চিন্তা করুন।"
"একজন পোড়া মানুষের শরীর কোনো কনটেন্ট নয়।"

ক্যামেরা চালু না করেও সহানুভূতি দেখানো যায়।
এখন রোগী ও চিকিৎসকের মাঝে একটু দূরত্ব রাখুন —
এইটুকু হলেই হতে পারে অনেক বড় সাহায্য।

-
ইসলামী দৃষ্টিকোণ থেকে:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
(সহীহ মুসলিম: ৫৩১৭)

এক পোড়া রোগীর কাছে আপনার উপস্থিতি হতে পারে মৃত্যুঝুঁকির কারণ —
তাই দয়া করে আত্মপ্রচার নয়, বিচক্ষণতা ও দূরদর্শিতা দেখান।

-আল্লাহ তাআলা সকল আহতকে শিফা দান করুন। চিকিৎসকদের সহায়তা করুন।
আর আমাদের সকলকে যেন আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করার তাওফিক দেন। আমিন।

আল্লাহ যারা আজ সন্তান হারিয়েছেন, তাদের অন্তরে সবর দান করুন। আল্লাহ যেন এই কঠিন সময়কে তাদের জান্নাতের পথ বানিয়ে দেন।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) বলেন:
“যখন কোনো মুমিন ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ‘তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ?’
ফেরেশতাগণ বলেন, ‘হ্যাঁ।’
আল্লাহ জিজ্ঞেস করেন, ‘আমার বান্দা কী বলেছে?’
তারা বলেন, ‘সে বলেছে: আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তখন আল্লাহ বলেন: ‘আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, আর এর নাম রাখো বাইতুল হামদ (প্রশংসার ঘর)।’”
(তিরমিযী: ১০২১)

রাসুলুল্লাহ (ﷺ) আরও বলেন:
“শিশুরা হলো জান্নাতের প্রজাপতি। তারা কিয়ামতের দিন তাদের মা-বাবার হাত ধরবে এবং ততক্ষণ ছাড়বে না, যতক্ষণ না আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন।”
(সহীহ মুসলিম: ৬৮৯৫)

~ ডা. মুহাম্মদ ইব্রাহিম

21/07/2025

📌বাসা থেকে বের হওয়ার সময় দোআ; We should always recite this Dua before going out;

''বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ"

পড়ে বের হবেন সবসময়! আল্লাহ আমাদের সবাইকেই হেফাজত করুক! ❤️

21/07/2025

উত্তরা আধুনিক,মনসুর আলী মেডিকেলে huge blood donor লাগবে । প্লিজ আগায় আসেন !
Please help them 🙏🏻

❤️আল্লাহুম্মা বারিক ❤️আম্মু তোমাকে নিয়ে উড়ে যেতে চাই আরো বহুদূর....! সবকিছু থেকে দূরে ❤️❤️❤️ইনশাআল্লাহ ❤️Israt Jahan
21/07/2025

❤️আল্লাহুম্মা বারিক ❤️

আম্মু তোমাকে নিয়ে উড়ে যেতে চাই আরো বহুদূর....! সবকিছু থেকে দূরে ❤️❤️❤️ইনশাআল্লাহ ❤️

Israt Jahan

জীবনের সব পরিস্থিতিতে একা থাকতে শিখে গেলে বুঝে নিবেন আপনি জীবনের সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেলেছেন...! 🌸🥀  ゚viralシ     ...
27/04/2025

জীবনের সব পরিস্থিতিতে একা থাকতে শিখে গেলে বুঝে নিবেন আপনি জীবনের সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেলেছেন...! 🌸🥀

゚viralシ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fouzia's Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fouzia's Moments:

Share

Category