20/09/2024
তোমরা বড় হচ্ছো এটা খুবই আনন্দের!খুব রোমাঞ্চকর একটা সময় পার করছো।কিন্তু তোমার এই বড় হওয়ার প্রক্রিয়াটা তে বাবা মায়ের অবদান ভুলে যাওয়া চলবেনা।এই -যারা কলেজে পড়ছো-তোমাদের স্বাধীনতা প্রয়োজন ।অবশ্যই কিছুটা স্বাধীনতা তোমরা ডিসার্ভ করো।তবে সম্পূর্ণ স্বাধীন হতে চেয়োনা।যদি এই বয়স টাতে তোমার প্যারেন্টস এর শাসন তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়/তাদের কাছে কোনো ব্যাপারে জবাবদিহি করাটা স্বাধীনতায় হস্তক্ষেপ মনে হয় কিংবা -তারা যদি তোমাকে শাসন করতে ভয় পায়,তাহলে বুঝে নিও-তুমি ভুল পথে এগোচ্ছো।আর যদি কোনো ব্যাপারে অঅনুমতি নিতে গিয়ে তোমার কেলানি খাওয়ার ভয় থাকে😶,তাহলে বুঝবে-তুমি একটা সুস্থ কৈশর পার করছো।হয়তো এই শাসনের এডভান্টেজ তোমার খুব সন্নিকটে ইন শা আল্লাহ🥀🌼