Brand Ghor

Brand Ghor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brand Ghor, Dhaka.

12/12/2025
11/12/2025
এই শীতে, আপনার ঠোঁটের যত্ন নিতে ব্যবহার করুন,Waterproof Jelly Crystal Lipstick
10/12/2025

এই শীতে,
আপনার ঠোঁটের যত্ন নিতে
ব্যবহার করুন,
Waterproof Jelly Crystal Lipstick

ট্রাভেলের সেরা সঙ্গী ইলেকট্রিক ফোল্ডিং মিনি কেটলি!বেড়াতে গিয়ে গরম পানি বা চা-কফি মিস করছেন? কিংবা আবহাওয়া বদলের কারণে গ...
10/12/2025

ট্রাভেলের সেরা সঙ্গী ইলেকট্রিক ফোল্ডিং মিনি কেটলি!

বেড়াতে গিয়ে গরম পানি বা চা-কফি মিস করছেন? কিংবা আবহাওয়া বদলের কারণে গলায় ঠান্ডা জনিত সমস্যা? 🤔 আপনার সব চিন্তার সমাধান দিতে আমাদের কাছে এসেছে "Electric Folding Mini Kettle"!

জীবনে যত তাড়াহুড়োই থাকুক, চা-কফির অভ্যাস আর বাদ যাবে না! হুটহাট ভ্রমণে কিংবা অফিসের ডেস্কে—এটি আপনার নিত্যসঙ্গী। ☕

কেন এই কেটলিটি আপনার প্রয়োজন? ✅ ম্যাজিকাল ডিজাইন: কাজ শেষে চাপ দিলেই ভাঁজ হয়ে ছোট হয়ে যায়, আবার টান দিলেই বড় কেটলি! ব্যাগে একদমই জায়গা নেয় না। ✅ সুপার ফাস্ট: কারেন্ট এর মাধ্যমে মাত্র ৫ মিনিটেই পানি গরম করে ফেলে। ✅ মাল্টিপারপাস: গরম পানি, চা, কফি বা বাচ্চার খাবার তৈরির জন্য পারফেক্ট।

⚙️ স্পেসিফিকেশন: ✨ ক্যাপাসিটি: ৬০০ মিলি (600ml) ✨ পাওয়ার: 400W ✨ ভোল্টেজ: US Plug 110V ✨ ফ্রিকোয়েন্সি: 60Hz ✨ ওজন: মাত্র ৪৯৫ গ্রাম (495g) - বহন করা খুব সহজ!

🛒 অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন বা নিচে কমেন্ট করুন! 👇

🚚 সারা দেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।

★ লাল  লিপস্টিকলেখকঃ (কাজী এহসানুল হক জিহাদ।) তোমার ওই উষ্ণ ঠোঁটেলাল লিপস্টিকদারুন মানায় যদি সাথে পড়ো লাল শাড়ীতবে হার মা...
09/12/2025

★ লাল লিপস্টিক

লেখকঃ (কাজী এহসানুল হক জিহাদ।)

তোমার ওই উষ্ণ ঠোঁটে

লাল লিপস্টিক

দারুন মানায়

যদি সাথে পড়ো লাল শাড়ী

তবে হার মানে পরি...।

উফ কী যে মুখখানা তোমার

চোখে আলতো কাজল

ঠোঁটে লাল লিপস্টিক

মলিন বদনখানির মিষ্টি হাঁসি

বলা বাহূল্য কী অপূর্ব তুমি...।

তোমার ওই দু ঠোঁটে

কী যাদু আছে

বলোতো একবার হে প্রিয়

এতো কেনো দরদ...।

গোলাপের রঙকেও

হার মানাবে

তোমার লাল লিপস্টিক

মাখা ওই দু ঠোঁট...

💘শুধুমাত্র দুই দিনের জন্য ধামাকা অফার✨💄 জেলি ক্রিস্টাল লিপস্টিক – আপনার ঠোঁটে জাদুকরী সৌন্দর্য! 💄✨কেনাকাটা🌸 স্বচ্ছ ক্রিস...
08/12/2025

💘শুধুমাত্র দুই দিনের জন্য ধামাকা অফার
✨💄 জেলি ক্রিস্টাল লিপস্টিক – আপনার ঠোঁটে জাদুকরী সৌন্দর্য! 💄
✨কেনাকাটা
🌸 স্বচ্ছ ক্রিস্টাল ডিজাইনের ভিতরে রয়েছে প্রাকৃতিক ফুল 🌼, যা দেবে আপনাকে Royal Look!
🔥 ঠোঁটের সাথে মানিয়ে নিজে থেকেই রঙ পরিবর্তন করবে
💧 ময়েশ্চারাইজিং + লং লাস্টিং
🎁 গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট
👉 প্রতিদিনের মেকআপ হোক আরও গ্ল্যামারাস এই দারুণ লিপস্টিকের সাথে!
✅ এখনই অর্ডার করুন 🛒
📦 হোম ডেলিভারি সারা বাংলাদেশে 🚚

06/12/2025

শীতকালে ঠোঁট শুষ্ক? সমস্যা নেই! ❄️
Crystal Jelly Lipstick আপনার সঙ্গী। ঠোঁটে দিলেই নরম গোলাপি রং দেখতে ক্রিস্টালের মতো পরিষ্কার আর ভেতরে ছোট ফুল , ব্যবহারেও খুব স্মুথ। 💗
যারা ন্যাচারাল লুক পছন্দ করেন—
এই Crystal Jelly Lipstick একবার ব্যবহার করলেই ভালো লাগবে 💕
👉 Follow করুন Brand Ghor —দৈনিক অফার + নতুন কালেকশন আপডেট পেতে!

পার্সেল ডেলিভারি ডান। পেমেন্ট পাইয়া গেছি😁ছবি:ফেইসবুক থেকে পাওয়া। মেবি জিমিনি দিয়ে তৈরি করা 😁
04/12/2025

পার্সেল ডেলিভারি ডান।
পেমেন্ট পাইয়া গেছি😁

ছবি:ফেইসবুক থেকে পাওয়া। মেবি জিমিনি দিয়ে তৈরি করা 😁

02/12/2025

ঠোঁটের যত্নে আর রং-এ কোনো কম্প্রোমাইজ নয়!💄

এই কিউট 𝐄𝐌𝐀𝐘𝐌𝐄𝐈 ক্রিস্টাল লিপস্টিক ব্যবহার করুন আর ম্যাজিক উপভোগ করুন।

১০০% ন্যাচারাল পিংক লুক: যারা লিপস্টিক পছন্দ করেন না, তাদের জন্য পারফেক্ট! ঠোঁট থাকবে হালকা পিংক ও সফট।
ট্রিপল অ্যাকশন: ঠোঁট ময়েশ্চার রাখবে, ফাটা দূর করবে এবং আর্দ্রতা ধরে রাখবে।
ম্যাজিক কালার: ঠোঁটের তাপমাত্রায় রং পরিবর্তন করে আপনাকে দেবে একদম পছন্দের লুক।

দীর্ঘস্থায়ী ও ওয়াটারপ্রুফ।

বোনাস টিপ: চাইলে ব্লাশ (Blush) হিসেবেও ব্যবহার করতে পারবেন!
🔥 এটা এখন Most Demanding লিপবাম। স্টাইলিশ প্যাকেজিং সহ আজই অর্ডার করুন!

কিনতে ইনবক্স করুন বা কমেন্টে 'YES' লিখুন!

🌸 Net Weight 3.8gm | Made In China | 100% Authentic Product.

゚viralシ

01/12/2025

কাস্টমার আপনার পণ্য কিনতে বাধ্য হবে।

আমি বেশকিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আপনার পণ্য কেন কিনবো এবং আপনার থেকে কেন কিনবো? সবার উত্তর যা পেয়েছিলাম, তাতে আমি পুরাটাই হতাশ হয়েছি।

বেশিরভাগ মানুষের উত্তর ছিলো, আমাদের পণ্য সেরা, আমাদের পণ্য প্রিমিয়াম, আমরা সবচেয়ে কমদামে দিচ্ছি। কিন্তু ওই একই কথা আপনার প্রতিযোগীরাও বলতেছে তাহলে তাদের থেকে না কিনে আপনার থেকে কেন কিনবে?❓

আপনার থেকে কেন কিনবে? জাস্ট এই একটা প্রশ্নের উত্তর যদি আপনি কাস্টমারকে সঠিকভাবে বুঝাতে পারেন তাহলে কাষ্টমার আপনার পণ্য কিনতে বাধ্য। এমনকি তার ওই পণ্য দরকার না হলেও অনেকসময় কিনে নিবে।

💥এটার জন্যে আপনাকে কি করতে হবে জানেন?
সর্বপ্রথম প্রতিযোগীদের রিসার্চ করেন, দেখেন তারা কি বলছে। তাদের কনটেন্ট দেখেন। তাদের থেকে আলাদা বা ইউনিক কিছু বলেন।

আপনার পণ্য প্রিমিয়াম এই কথা বাদ দেন, আপনার পণ্য যে প্রিমিয়াম এটার প্রমাণ দেন। কারণ, আপনার প্রতিযোগীও বলছে তাদের পণ্য প্রিমিয়াম, এখন আপনিও একই কথা বলছেন, তাহলে কাস্টমার আপনাকে কেন বিশ্বাস করবে? এক্ষেত্রে একটা ভালো উদাহরণ হতে পারে, কিছু মধুর বিজনেস। দেখবেন অনেকে সুন্দরবনের মধ্যে চলে যাচ্ছে মধু সংগ্রহ করতে এবং সেগুলো ভিডিও করে আপলোড করতেছে। এতে কাস্টমার বা অডিয়েন্স বুঝতে পারলো, যে আসলেই তারা সুন্দরবন থেকে মধু আনে।

💥এরপর আপনার পণ্য কাস্টমারের কি উপকার হবে, সেটা তাকে বুঝিয়ে দিন। কেন তার এই পণ্য দরকার সেটা তাকে বুঝিয়ে দিন। অধিকাংশ মানুষ যেটা করে, তা হলো, আমাদের মধুতে আছে এ্যান্টি-অক্সিডেন্ট, এটা সেটা ইত্যাদি ইত্যাদি।

কিন্তু এটা না বলে, আপনি যদি বলতেন, আমাদের মধুতে থাকা এ্যান্টি অক্সিডেন্ট আপনার ঠান্ডা কাশি কমাতে সাহায্য করবে। আপনার ডায়েটকে পরিপূর্ণ করতে আমাদের মধু রাখুন খাবারের সাথে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সে বুঝতে পারতো, আমার তো ঠান্ডা কাশি আছে, তাহলে আমার এই মধু দরকার। আমার তো ডায়েট করতে হয়, তাহলে আমার এই মধু দরকার। এভাবেই সে পণ্য কিনে ফেলতো।

এভাবে যদি তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেন, কেন আপনার পণ্য তার প্রয়োজন তাহলে অনেকসময় তার দরকার না হলেও পণ্য কিনবে। তাই বিজনেস বাঁচাতে গতানুগতিক কনটেন্ট ছাড়েন। ভালো মানের কনটেন্ট তৈরি করেন🚀

কিভাবে ভালো কনটেন্ট তৈরি করবেন, কিভাবে কনটেন্ট মার্কেটিং করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, তা আমার পূর্বের অনেকগুলো পোস্ট থেকে পাবেন। মনে চাইলে পড়ে আসতে পারেন🚀

আজকে এই পর্যন্ত'ই ধন্যবাদ🌸

01/12/2025

EMS বডি ম্যাসাজার: আধুনিক প্রযুক্তিতে দীর্ঘস্থায়ী ব্যথা উপশম ও মেদ নিয়ন্ত্রণ
এই উন্নতমানের EMS বডি ম্যাসাজার শারীরিক ব্যথা উপশম এবং শরীরের অতিরিক্ত মেদ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে।

✅ মূল কার্যকারিতা ও সুবিধা:
সার্বিক ব্যথা নিরাময়: শরীরের যেকোনো অংশের পেশী ও জয়েন্টের ব্যথা দূরীকরণে কার্যকর।

নির্দিষ্ট ব্যথা উপশম: বিশেষত ঘাড়, কোমর এবং পুরাতন বাতের ব্যথা দ্রুত প্রশমিত করে।

EMS প্রযুক্তি: ইলেকট্রনিক মাসল স্টিমুলেশন (EMS) প্রযুক্তির সাহায্যে এটি পায়ের গোড়ালি, হাঁটু ও মাংসপেশীর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা চর্বি কমাতে এবং পুরনো ব্যথা দূর করতে সহায়তা করে।

নিদ্রায় সহায়তা: রাতে ঘুমানোর আগে মাত্র ১০ মিনিটের ব্যবহারে গভীর ও আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করে।

🔋 ব্যবহারিক সুবিধা:
একবার সম্পূর্ণ চার্জে ৫ থেকে ৬ বার পর্যন্ত থেরাপি সেশন নেওয়া সম্ভব।

অর্ডার করতে, অনুগ্রহ করে আমাদের ইনবক্সে বার্তা পাঠিয়ে দিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Brand Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share