01/12/2025
কাস্টমার আপনার পণ্য কিনতে বাধ্য হবে।
আমি বেশকিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আপনার পণ্য কেন কিনবো এবং আপনার থেকে কেন কিনবো? সবার উত্তর যা পেয়েছিলাম, তাতে আমি পুরাটাই হতাশ হয়েছি।
বেশিরভাগ মানুষের উত্তর ছিলো, আমাদের পণ্য সেরা, আমাদের পণ্য প্রিমিয়াম, আমরা সবচেয়ে কমদামে দিচ্ছি। কিন্তু ওই একই কথা আপনার প্রতিযোগীরাও বলতেছে তাহলে তাদের থেকে না কিনে আপনার থেকে কেন কিনবে?❓
আপনার থেকে কেন কিনবে? জাস্ট এই একটা প্রশ্নের উত্তর যদি আপনি কাস্টমারকে সঠিকভাবে বুঝাতে পারেন তাহলে কাষ্টমার আপনার পণ্য কিনতে বাধ্য। এমনকি তার ওই পণ্য দরকার না হলেও অনেকসময় কিনে নিবে।
💥এটার জন্যে আপনাকে কি করতে হবে জানেন?
সর্বপ্রথম প্রতিযোগীদের রিসার্চ করেন, দেখেন তারা কি বলছে। তাদের কনটেন্ট দেখেন। তাদের থেকে আলাদা বা ইউনিক কিছু বলেন।
আপনার পণ্য প্রিমিয়াম এই কথা বাদ দেন, আপনার পণ্য যে প্রিমিয়াম এটার প্রমাণ দেন। কারণ, আপনার প্রতিযোগীও বলছে তাদের পণ্য প্রিমিয়াম, এখন আপনিও একই কথা বলছেন, তাহলে কাস্টমার আপনাকে কেন বিশ্বাস করবে? এক্ষেত্রে একটা ভালো উদাহরণ হতে পারে, কিছু মধুর বিজনেস। দেখবেন অনেকে সুন্দরবনের মধ্যে চলে যাচ্ছে মধু সংগ্রহ করতে এবং সেগুলো ভিডিও করে আপলোড করতেছে। এতে কাস্টমার বা অডিয়েন্স বুঝতে পারলো, যে আসলেই তারা সুন্দরবন থেকে মধু আনে।
💥এরপর আপনার পণ্য কাস্টমারের কি উপকার হবে, সেটা তাকে বুঝিয়ে দিন। কেন তার এই পণ্য দরকার সেটা তাকে বুঝিয়ে দিন। অধিকাংশ মানুষ যেটা করে, তা হলো, আমাদের মধুতে আছে এ্যান্টি-অক্সিডেন্ট, এটা সেটা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এটা না বলে, আপনি যদি বলতেন, আমাদের মধুতে থাকা এ্যান্টি অক্সিডেন্ট আপনার ঠান্ডা কাশি কমাতে সাহায্য করবে। আপনার ডায়েটকে পরিপূর্ণ করতে আমাদের মধু রাখুন খাবারের সাথে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সে বুঝতে পারতো, আমার তো ঠান্ডা কাশি আছে, তাহলে আমার এই মধু দরকার। আমার তো ডায়েট করতে হয়, তাহলে আমার এই মধু দরকার। এভাবেই সে পণ্য কিনে ফেলতো।
এভাবে যদি তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেন, কেন আপনার পণ্য তার প্রয়োজন তাহলে অনেকসময় তার দরকার না হলেও পণ্য কিনবে। তাই বিজনেস বাঁচাতে গতানুগতিক কনটেন্ট ছাড়েন। ভালো মানের কনটেন্ট তৈরি করেন🚀
কিভাবে ভালো কনটেন্ট তৈরি করবেন, কিভাবে কনটেন্ট মার্কেটিং করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, তা আমার পূর্বের অনেকগুলো পোস্ট থেকে পাবেন। মনে চাইলে পড়ে আসতে পারেন🚀
আজকে এই পর্যন্ত'ই ধন্যবাদ🌸