12/07/2025
২ মাস ধরে হু'মকি দিয়েছে। এরপর মা'রতে মা'রতে উ'ল'ঙ্গ করেছে। মাথায় পাথর মে'রে খু'ন করেছে। বাট লা'শ লুকায়নি।
বরং হাত পা ধরে লা'শ বাজারের মাঝখানে এসে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উ'ল'ঙ্গ লা'শের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁ'দা না দেওয়ার পরিণাম কী হতে পারে। আর এখন? এখন এসে সেই খু'ন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।
না, দলটার নাম আওয়ামী লীগ না। দলটার নাম বিএনপি। যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।
এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী? চাঁ'দার টাকা রেডি করেন। নাহলে নিজের লা'শে'র উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।
আর হ্যাঁ, ওরা মন চাইলে রে'প করবে, মন চাইলে খু'ন করে সেই লা'শে'র উপর উইঠা নাচবে। তাদের কিছুই বলা যাবে না।
বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ, আপনি মিডিয়া ট্রায়াল করছেন।
যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।
বাংলাদেশ জিন্দাবাদ!!(copy)
এমন হ''ত্যা আর কখনো দেখিনি আমি।
আমাদের দেশের মিডিয়া আসলেই অযোগ্যদের হাতে। সোহাগকে হ''ত্যা করার ৪৮ ঘন্টা পার হবার পর জাতীয় মিডিয়ায় নিউজ হয়েছে৷ অথচ মিডিয়ার নিকট ভিডিও ক্লিপ সব তথ্য ছিলো তবুও তারা তাদের প্রভুকে সন্তুষ্ট করার জন্য কোন নিউজ করেনি৷ যখন হ''ত্যা''র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখনই সব শীর্ষস্থানীয় মিডিয়ায় নিউজ হলো 😰😰
এই দেশে ভাইরাল না হলে আপনাকে হ''ত্যা করলেও বিচার পাবেন না, নিউজ হবে না।😰😰
সোহাগের হ''ত্যা''কাণ্ডের ভিডিও দেখে কোন সুস্থ মানুষ স্বাভাবিক থাকতে পারেনি৷ আমিও ভিডিও দেখে নিজের অজান্তে দু'ফোটা জল ফেললাম৷
হে আল্লাহ! আমাদের দেশ ও জনতাকে আপনি রক্ষা করুন 🙏🙏