01/12/2025
- সব অসম্ভবই সম্ভব হয়ে যায়...
হৃদয়ের গভীরতম দুঃখও তখন সেজদায় গলে যায়, চোখের জলও হয়ে যায় রহমতের বৃষ্টি।
রবের দরজায় মাথা নত করলে অন্ধকার রাতও আলো খুঁজে পায়।
যে আশা মানুষ ছিনিয়ে নেয়, রব সেটাকেই ফিরিয়ে দেন আরও সুন্দর করে।
যে ব্যথা কেউ বুঝতে পারে না, রব হাত রেখে বলেন- “আমি আছি তোমার সঙ্গে।"
যে পথে কেউ সঙ্গে হাঁটে না, রব সেই পথেই আলো জ্বালিয়ে দেন।
হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, রব সেই টুকরোগুলো জোড়া লাগিয়ে দেন রহমতের সুতোয়।
তোমার দোয়া যদি আজ কবুল না হয়, হয়তো রব তোমার জন্য আরও ভালো কিছু সাজিয়ে রেখেছেন।
কখনও দেরি করেন না তিনি—
হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, রব সেই টুকরোগুলো জোড়া লাগিয়ে দেন রহমতের সুতোয়।
তোমার দোয়া যদি আজ কবুল না হয়, হয়তো রব তোমার জন্য আরও ভালো কিছু সাজিয়ে রেখেছেন।
কখনও দেরি করেন না তিনি- তিনি শুধু দেন ঠিক সময়ে, সর্বোত্তমভাবে।
তাই অসম্ভব জেনেও চাইতে মন চায়, কারণ রবের কাছে অসম্ভব বলে কিছু নেই।
যে রব "হও" বললে সৃষ্টি হয়ে যায়, তিনি চাইলে তোমার জীবনও বদলে যায় এক পলকে।
দোয়া করে যাও...
প্রতিটি নিশ্বাসে তাঁর প্রতি ভরসা রেখো...
হয়তো কোনও এক শান্ত রাতে, রব তোমার নাম ধরে ডাকবেন- "হয়ে যাও।"
এবং তোমার সব দুঃখ, সব আকাঙ্ক্ষা, সব প্রতীক্ষা এক মুহূর্তে রঙিন হয়ে যাবে কুন-ফাইয়াকুনের বরকতে।