RS Media

RS Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RS Media, Digital creator, Dhaka.

আজ কুরআনের পাখির মৃত্যু বার্ষিকী আজকের এই তারিখে ২৩ আগস্ট ২০২৩ এ তিনি আমাদের রেখে শান্তির ঘুমে ঘুমিয়ে পড়েন ।
14/08/2025

আজ কুরআনের পাখির মৃত্যু বার্ষিকী আজকের এই তারিখে ২৩ আগস্ট ২০২৩ এ তিনি আমাদের রেখে শান্তির ঘুমে ঘুমিয়ে পড়েন ।

আজ সেই ঐতিহাসিক ৫ আগষ্ট । এই দিনের ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয় ১৭ বছর এর এক ভয়ানক ফ্যাসিস্ট সরকার থেকে যারা হত্যা গুম খ...
05/08/2025

আজ সেই ঐতিহাসিক ৫ আগষ্ট । এই দিনের ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয় ১৭ বছর এর এক ভয়ানক ফ্যাসিস্ট সরকার থেকে যারা হত্যা গুম খুন টাকা লুট পাট থেকে শুরু করে এমন কিছু বাকি ছিলো না যা বাংলাদেশের মানুষ এর সাথে হয়নাই । আমি ভোট দিতে পারি নাই আমার আপনার ভোট কেড়ে নেওয়া হয়েছিলো দিনের ভোট রাতে হতো ভোট কেন্দ্রে গিয়ে দেখা যেত ভোট অলরেডি দেওয়া শেষ অথচ সেই মানুষ জানে না তার ভোটটি কে দিলো । যে বা যারাই এই দুঃশাসন নিয়ে কিছু বলতো বা লিখতো যদি সেটা ভাইরাল হতো তাহলে তার জীবনে নেমে আসতো গুম এর মতন কঠিন অত্যাচার তাদের সরকার বাহিনী কিংবা আইনের লোকদের দিয়ে করানো হতো বেআইনি কাজ এগুলো বললে শেষ হবার না । এমন নরপিশাচ এক মহিলা কে দীর্ঘ সংগ্রাম হাজার এর বেশি লাশের বিনিময়ে গদি ছাড়তে বাধ্য করা হয়েছিলো ভয়ে দিনের আলোতে লুকিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছিলো এই বাংলার মানুষ এই দিন কখনোই ভুলতে পারবে না , ভবিষ্যতে যদি কোনো সরকার এমন আর পুনরাবৃত্তি করে তাহলে এই দিনটি তাদের জন্য আবার ও পুনরাবৃত্তি হবে ইন শা আল্লাহ । আমরা বাংলাদেশি এটাই আমাদের গর্ব ।

22/07/2025

উত্তরা মাইলস্টোনের সামনে আওমালীগ এর কিছু চিহ্নিত মানুষ গিয়ে ইউনুস সরকার এর বিরুদ্ধে স্লোগান শুরু করলে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেয় ভিডিও আপকামিং

21/07/2025
প্রবাসীরা কামলা কাটবে,ভোট কেন দিবে?
17/07/2025

প্রবাসীরা কামলা কাটবে,ভোট কেন দিবে?

৷৷  লন্ডন টাওয়ার ব্রিজ  ৷৷সিনেমা , নাটক ও গল্পের বইয়ে পড়া লন্ডন টাওয়ার ব্রিজ যেন ‘জাদুর ব্রিজ’। যতবার সেখানে যাবেন ব্রিজ...
16/07/2025

৷৷ লন্ডন টাওয়ার ব্রিজ ৷৷

সিনেমা , নাটক ও গল্পের বইয়ে পড়া লন্ডন টাওয়ার ব্রিজ যেন ‘জাদুর ব্রিজ’। যতবার সেখানে যাবেন ব্রিজের সৌন্দর্য উপভোগ করে ফিরে আসতে আসতেই সে আবার আকর্ষণ করবে ! যেন ফিরে আসার সময় পিছু ডেকে বলবে -- কবে আসবে আবার ! কেউ যদি লন্ডন আসার পরিকল্পনা করে তবে ঠিকই তার ভ্রমণ তালিকায় টাওয়ার ব্রিজ জায়গা করে নেবে। দিনের বেলায় ভালো তো লাগেই, কিন্তু রাতে দেখলে সত্যি একে মনে হয় জাদুর জগৎ থেকে উঠে আসা এক স্হাপত্য !

টাওয়ার ব্রিজেই ধরে রাখা আছে লন্ডনের ঐতিহ্য ও ইতিহাস। ব্রিটিশ মিউজিয়াম, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন আই, লন্ডন ব্রিজ ইত্যাদির মতো টাওয়ার ব্রিজের সৌন্দর্যও প্রতিদিন উপভোগ করেন হাজার হাজার দর্শনার্থী।

টেমস নদীর ওপরে অবস্থিত এই টাওয়ার ব্রিজের মতো এতো সৌন্দর্য ও খ্যাতি আর কোনও দেশের ব্রিজে নেই, যা আপনাকে আর্কষণ করবে অদ্ভুত সৌন্দর্যের টানে। ব্রিজের ওপরে উঠার জন্য সিঁড়ি ও লিফটের ব্যবস্থাও রয়েছে। ভালো লাগবে ব্রিজের রংয়ের খেলা। লাল, সাদা ও নীল এই তিনটি রংয়ের সম্বন্বয়ে টাওয়ার ব্রিজটি।

আরেকটি ‘লন্ডন ব্রিজ’ও কিন্তু ‘টাওয়ার ব্রিজে’র পাশেই। পাশাপাশি হওয়ায় পর্যটকরা অনেক সময় দুই ব্রিজের নাম গুলিয়ে ফেলেন। টাওয়ার ব্রিজের সবচেয়ে বড় আকর্ষণের একটি হচ্ছে নিচ দিয়ে জাহাজ চলার সময় এটি ভাগ হয়ে যায় বা আলাদা হয়ে উপরে উঠে যায়।

টাওয়ার ব্রিজের বয়স ১৩০ বছর ৷ ১৮৯৪ সালে তৈরি। টেমস নদীর ওপরের এই ব্রিজটি ২৪৪ মিটার লম্বা। প্রস্থে এটি ৩২ মিটার। প্রতি টাওয়ারের উচ্চতা ২১৩ মিটার। সমান দুটি পাটাতনে বিভক্ত এই টাওয়ার ব্রিজের মাঝখানের দূরত্ব ২০০ ফিট। প্রতিদিন গাড়ি ও সাইকেলে করে ৩০--৪০ হাজার লোকজন পারাপার হয় ব্রিজ দিয়ে।

টাওয়ার ব্রিজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রয়েছে- স্পিড ক্যামেরা, গাড়ির ওজন এবং উচ্চতা পরিমাপের ক্যামেরা। তাছাড় ব্রিজ পেরোনোর সময় গাড়ির গতিবেগ সর্বোচ্চ ২০ কিলোমিটারের বেশি গেলেই আপনাকে ধরবে পুলিশ !

প্রিন্স অফ ওয়েলস্ পরবর্তিতে সপ্তম এডওয়ার্ড এবং তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলেস বা আলেকজান্দ্রা অব ডেনমার্ক ১৮৯৪ সালের ৩০ জুন লন্ডন টাওয়ার ব্রিজ অফিসিয়ালি উদ্বোধন করেন।

টাওয়ার ব্রিজের টিকেটের মূল্য খুব একটা বেশি নয়। প্রাপ্ত বয়স্কদের টিকেটের মূল্য ৯ পাউন্ড ৮০ সেন্টস আর ৫ থেকে ১৫ বছরের শিশুদের টিকেটের মূল্য ৪ পাউন্ড ২০ সেন্টস। এর কমবয়সী শিশুদের জন্য কোনও টিকেট লাগে না। এমনকি

15/07/2025
12/11/2024

Just Amni🙂🥰

08/11/2024

Just fun korchilam🙂✌️

05/11/2024

কি অবস্থা সবার😃

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RS Media:

Share