16/07/2025                                                                            
                                    
                                                                            
                                            ৷৷  লন্ডন টাওয়ার ব্রিজ  ৷৷
সিনেমা , নাটক ও গল্পের বইয়ে পড়া লন্ডন টাওয়ার ব্রিজ যেন ‘জাদুর ব্রিজ’। যতবার সেখানে যাবেন ব্রিজের সৌন্দর্য উপভোগ করে ফিরে আসতে আসতেই সে আবার আকর্ষণ করবে ! যেন ফিরে আসার সময় পিছু ডেকে বলবে -- কবে আসবে আবার ! কেউ যদি লন্ডন আসার পরিকল্পনা করে তবে  ঠিকই তার ভ্রমণ তালিকায় টাওয়ার ব্রিজ জায়গা করে নেবে। দিনের বেলায় ভালো তো লাগেই, কিন্তু রাতে দেখলে সত্যি একে মনে হয় জাদুর জগৎ থেকে উঠে আসা এক স্হাপত্য !
টাওয়ার ব্রিজেই ধরে রাখা আছে লন্ডনের ঐতিহ্য ও ইতিহাস। ব্রিটিশ মিউজিয়াম, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন আই, লন্ডন ব্রিজ ইত্যাদির মতো টাওয়ার ব্রিজের সৌন্দর্যও প্রতিদিন উপভোগ করেন হাজার হাজার দর্শনার্থী।
টেমস নদীর ওপরে অবস্থিত এই টাওয়ার ব্রিজের মতো এতো সৌন্দর্য ও খ্যাতি আর কোনও দেশের ব্রিজে নেই, যা আপনাকে আর্কষণ করবে অদ্ভুত সৌন্দর্যের টানে। ব্রিজের ওপরে উঠার জন্য সিঁড়ি ও লিফটের ব্যবস্থাও রয়েছে। ভালো লাগবে ব্রিজের রংয়ের খেলা। লাল, সাদা ও নীল এই তিনটি রংয়ের সম্বন্বয়ে টাওয়ার ব্রিজটি। 
আরেকটি ‘লন্ডন ব্রিজ’ও কিন্তু ‘টাওয়ার ব্রিজে’র পাশেই। পাশাপাশি হওয়ায় পর্যটকরা অনেক সময় দুই ব্রিজের নাম গুলিয়ে ফেলেন। টাওয়ার ব্রিজের সবচেয়ে বড় আকর্ষণের একটি হচ্ছে নিচ দিয়ে জাহাজ চলার সময় এটি ভাগ হয়ে যায় বা আলাদা হয়ে উপরে উঠে যায়।
টাওয়ার ব্রিজের বয়স ১৩০ বছর ৷ ১৮৯৪ সালে তৈরি। টেমস নদীর ওপরের এই ব্রিজটি ২৪৪ মিটার লম্বা। প্রস্থে এটি ৩২ মিটার। প্রতি টাওয়ারের উচ্চতা ২১৩ মিটার। সমান দুটি পাটাতনে বিভক্ত এই টাওয়ার ব্রিজের মাঝখানের দূরত্ব ২০০ ফিট। প্রতিদিন গাড়ি ও সাইকেলে করে ৩০--৪০ হাজার লোকজন পারাপার হয় ব্রিজ দিয়ে।
টাওয়ার ব্রিজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য রয়েছে- স্পিড ক্যামেরা, গাড়ির ওজন এবং উচ্চতা পরিমাপের ক্যামেরা। তাছাড় ব্রিজ পেরোনোর সময় গাড়ির গতিবেগ সর্বোচ্চ ২০ কিলোমিটারের বেশি গেলেই আপনাকে ধরবে পুলিশ !
প্রিন্স অফ ওয়েলস্ পরবর্তিতে সপ্তম এডওয়ার্ড এবং তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলেস বা আলেকজান্দ্রা অব ডেনমার্ক ১৮৯৪ সালের ৩০ জুন লন্ডন টাওয়ার ব্রিজ অফিসিয়ালি উদ্বোধন করেন।
টাওয়ার ব্রিজের টিকেটের মূল্য খুব একটা বেশি নয়। প্রাপ্ত বয়স্কদের টিকেটের মূল্য ৯ পাউন্ড ৮০ সেন্টস আর ৫ থেকে ১৫ বছরের শিশুদের টিকেটের মূল্য ৪ পাউন্ড ২০ সেন্টস। এর কমবয়সী শিশুদের জন্য কোনও টিকেট লাগে না। এমনকি