Nijhum & Hasnine

Nijhum & Hasnine Making People laugh is our Passion❤️
(For Collaboration inbox us or Do Mail) ......
[email protected]
(4)

19/10/2025

Surprise from Nijhum❤️🫰🏻Say MasaAllah🥰

৭ বছরের বাঁধন !আজ আমাদের বিবাহবার্ষিকী লাকি ৭ পূর্ণ হলো!  সুখে- দুঃখে, হাসিতে–ঝগড়ায়, প্রতিটি দিনে সে ছিল পাশে, সময় বদলেছ...
19/10/2025

৭ বছরের বাঁধন !

আজ আমাদের বিবাহবার্ষিকী লাকি ৭ পূর্ণ হলো! সুখে- দুঃখে, হাসিতে–ঝগড়ায়, প্রতিটি দিনে সে ছিল পাশে, সময় বদলেছে, বয়স বেড়েছে, কিন্তু ভালোবাসার রংটা এখনো সেই প্রথম দিনের মতো।
জীবনের এই দীর্ঘ যাত্রায় একসাথে হাঁটছি, হাঁটব অনন্তকাল পর্যন্ত…

কিছু সম্পর্ক শুধু কাগজে কলমে কিংবা মুখে থাকে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মায় বাঁধা থাকে।

দোয়া করবেন আমাদের জন্য ❤️

@চুপ থাকাও একটা প্রতিবাদ, কিন্তু সব সময় নয়…!!!অনেকেই ভাবে বসের সঙ্গে তর্ক মানে সাহস দেখানো,আসলে না, অনেক সময় চুপ থাকা...
18/10/2025

@চুপ থাকাও একটা প্রতিবাদ, কিন্তু সব সময় নয়…!!!

অনেকেই ভাবে বসের সঙ্গে তর্ক মানে সাহস দেখানো,
আসলে না, অনেক সময় চুপ থাকা মানেই সবচেয়ে বড় সাহস।
কিন্তু সেই চুপ থাকাটা যেন ভয়ের কারণে না হয়, হোক সম্মানের কারণে।

বস রাগ করতেই পারেন কিন্তু
যখন সেই রাগ যখন তোমার আত্মসম্মানে আঘাত করে,
যখন তিনি কথার ভদ্রতা ভুলে যান, তখন চুপ থাকা মানে নিজের অপমান মেনে নেওয়া !
প্রতিবাদ মানে রাগ ঝাড়া না,প্রতিবাদ মানে শান্তভাবে, যুক্তি দিয়ে নিজের অবস্থান জানানো।

চাকরি চলে যাওয়ার ভয় থাকবে
কিন্তু আত্মসম্মান হারানোর ভয়টা যেন কখনও না হারাও।
কারণ একবার তুমি নিজের সম্মান বিকিয়ে দিলে,
পরেরবার তোমার চুপ থাকাটাও কেউ আর সম্মান করবে না।

#চুপ থেকেও প্রতিবাদ করা যায়,
কিন্তু কখন কথা বলতে হবে সেই সময়টা চিনে নেওয়াই প্রফেশনালিজমের আসল পরীক্ষা।

হাছনাইন সিকদার

যখন আপনার বস অকারণে উচ্চ স্বরে কথা বলে বা আঙুল তুলে অপমান করে তখন রাগ নয় নিজেকে শান্ত রাখাটাই আসল সাহস।জুনিয়র হিসেবে তখ...
16/10/2025

যখন আপনার বস অকারণে উচ্চ স্বরে কথা বলে বা আঙুল তুলে অপমান করে তখন রাগ নয় নিজেকে শান্ত রাখাটাই আসল সাহস।

জুনিয়র হিসেবে তখনই বুঝে নিতে হবে বসের রাগ তার অবস্থান থেকে, আর আপনার নীরবতা আপনার মানুষত্ব থেকে।
বিতর্কে না গিয়ে চুপ থাকা মানে দুর্বলতা না,বরং এটা আপনার পেশাদারিত্বের প্রমাণ।
একটা সময় সে ভুল বুঝবে, আর তখন আপনি চুপ থেকেও জিতে যাবেন।

সবসময় প্রতিউত্তর দিতে হয় না
কখনও কখনও নীরবতাই সবচেয়ে শক্ত উত্তর !!

হাছনাইন সিকদার

15/10/2025

Smart Husband 😁

রিপন নামের এক কনটেন্ট ক্রিয়েটরপ্রথম ধাপে সরলতা আর ভদ্রতার মুখোশ পরে মিলিয়ন ফলোয়ার গেইন করলো!মানুষ ভাবলো, কি শান্ত, বি...
14/10/2025

রিপন নামের এক কনটেন্ট ক্রিয়েটর
প্রথম ধাপে সরলতা আর ভদ্রতার মুখোশ পরে মিলিয়ন ফলোয়ার গেইন করলো!
মানুষ ভাবলো, কি শান্ত, বিনয়ী একটা ছেলে!

কিন্তু জাতি যখন তার ভিতরের আসল চেহারাটা জেনে গেল
সবাই মিলে শুরু করলো তীব্র সমালোচনা, গালাগালি, বয়কট
আর মজার ব্যাপার হলো, এই গালাগালির মাঝেই সে আরও ভাইরাল হয়ে গেল!

এরপর তৃতীয় পর্বে
রিপন হাজির ইমোশনাল রিপন রূপে!
মা, বউ, পরিবারকে নিয়ে কাঁদা-কাঁদা ভিডিও বানিয়ে বলছে,
“আমি খারাপ না, আমাকে ভুল বুঝেছে সবাই!

এবং হায়রে বোকা ফলোয়ার
আবারও আবেগে গলে গিয়ে কমেন্টে লেখে,
ভাই মন খারাপ কইরেন না, আল্লাহ ভালো করবেন।😅

এই চক্রটাই চলছে
ভণ্ডেরা ভিউ খায়, আর আবেগপ্রবণ ফলোয়াররা তাদের খাবার জোগায়! 😔

অফিস মানে শুধু চাকরি না -এটা হলো সহ্যশক্তি + ধৈর্য + ফেক স্মাইল এর প্র্যাকটিক্যাল পরীক্ষা 😀হাছনাইন সিকদার…
14/10/2025

অফিস মানে শুধু চাকরি না -
এটা হলো সহ্যশক্তি + ধৈর্য + ফেক স্মাইল এর প্র্যাকটিক্যাল পরীক্ষা 😀

হাছনাইন সিকদার…

14/10/2025

দোষ যারাই হোক অপরাধী জামাই 😂

13/10/2025

ঝগড়া হওয়ার পর থেকে কথা বন্ধ! 🥴

12/10/2025

Game🥴😂

11/10/2025

বড় সমস‍্যার সহজ সমাধান ! Sawda Mart

10/10/2025

যে কারো কথা
শুনে না সে হলাম আমি 😎

Address

Dhaka

Telephone

+8801676159560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijhum & Hasnine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nijhum & Hasnine:

Share

Category