দৈনিক খবর প্রতিদিন

দৈনিক খবর প্রতিদিন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক খবর প্রতিদিন, News & Media Website, Adabor, Dhaka.

৪ জুয়াড়িকে আটক করলফুলপুর থানা পুলিশ[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]] ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে  ৪ জুয়াড়ি...
14/10/2025

৪ জুয়াড়িকে আটক করল
ফুলপুর থানা পুলিশ
[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের সময় অর্থাৎ রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে ফুলপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি এর দিকনির্দেশনায় এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-
মোঃ ইব্রাহিম (৫০), মোঃ তানভীর (২২), মুনসুর আলী (৬৭) ও মোঃ শফিকুল ইসলাম (২৯)। ইব্রাহিম বড় চিলাগাই গ্রামের মৃত নবি হোসেনের পুত্র, তানভীর একই গ্রামের হাফেজ মোঃ সিরাজুল ইসলামের পুত্র, মুনসুর একই গ্রামের মৃত উসমান মোড়লের পুত্র। এছাড়া শফিকুল ইসলাম ভাইটকান্দি গ্রামের আবু তাহেরের পুত্র।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল হাদি বলেন, আটক জুয়াড়ীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেঘনায় ইলিশ ধরার মহা উৎসবমৎস্য কর্মকর্তা ড্রোনের নামে তামাসা[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]বরিশাল জেলার হিজলা উপজেলার ...
13/10/2025

মেঘনায় ইলিশ ধরার মহা উৎসব
মৎস্য কর্মকর্তা ড্রোনের নামে তামাসা
[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]
বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা হইতে শুরু করে মেঘনা নদীর প্রতিটি শাখা নদীতে ইলিশ মাছের মহা উৎসব।
সরে জমিনে গিয়ে দেখা যায়, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান চলমান থাকা সত্ত্বেও গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মেঘনার প্রতিটি নদীতে চলছে উল্লাসের মাধ্যমে মা ইলিস নিধন এবং মৎস্য কর্মকর্তা তিনি তার নিজ দায়িত্বে নিয়ে অভিযান পরিচালনা করেন। নদীতে জেলেরা বিভিন্ন ঘাটে ঘাটে বসে থাকে জাল ফেলে এদিকে মৎস্য কর্মকর্তা তিনি ভোর ৪ টা বাজে ড্রোন নিয়ে নদীতে নামে সকাল ৮ বাজে কিছু সাধারন খেটে খাওয়া জেলেদেরকে নদী থেকে ধরে এনে ১৬-১৭-১৮ দিন করে সাজা দিয়ে বসে থাকে। অপরদিকে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে যোগ সাজস্যে সমঝোতা করে নদীতে জাল ফলানোর সুযোগ করে দিয়েছে, স্থানীয় সংবাদকর্মীরা প্রভামাছ ধরার সুযোগ বশালী একটি মহলের চাপের মুখে থেকে কোনভাবেই সংবাদ প্রচার করতেও পারছে না।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হিজলা উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে মৎস্য কর্মকর্তা মোঃ আলম তিনি তা রাখের গুছিয়ে নিয়ে তার ইচ্ছামত নদীতে অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের সিসির সাথে আলাপ করলে তিনি জানান মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেভাবে দিকনির্দেশনা দিয়ে পরিচালনা করেন আমরা সেভাবেই অভিযান পরিচালনা করি। হিজলা উপজেলার মৎস্য ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে বিপুল পরিমাণে মাছ মজুদ করতেছেন। নদীর পাড়ে পাড়ে চতুর্দিকে ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা মাছ ক্রয় করে মজুদ করতেছেন নদীতে ঝাকে ঝাকে ধরা পড়ছে ইলিশ এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা আলমের সাথে আলাপ করলে তিনি কোনভাবেই ফোনটি রিসিভ করেন না এবং মৎস্য কর্মকর্তা তিনি তার নিজস্ব অর্থায়নে স্যাটেলাইট টেলিভি

ডিম ওয়ালা মা ইলিশ শিকারের উৎসব,অভিযানেও থামছেনা[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী জেলার...
13/10/2025

ডিম ওয়ালা মা ইলিশ শিকারের উৎসব,অভিযানেও থামছেনা
[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিভিন্ন নদীতে চলছে মা-ইলিশ শিকারের ধুম। প্রজনন মৌসুমে অভিযান থাকলেও পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে দিন-রাত অবাধে চলছে ইলিশ আহরণ।
প্রশাসনের সীমিত জনবল ও দ্রুতযান সংকটের সুযোগ নিয়ে জেলেরা অভিযান এড়িয়ে যাচ্ছে। এমনকি স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শিশু-কিশোরদের দিয়েও নদীতে নামানো হচ্ছে মাছ ধরতে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উপজেলার পাংগাশিয়া, আঙ্গারিয়া, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের অন্তত ১১টি পয়েন্টে প্রতিদিন রাতভর চলছে মা-ইলিশ শিকার। নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই (৪ অক্টোবর) জেলেরা মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে অভিযান টের পেলে দ্রুত নদীর বিপরীত তীরে বাউফল, মির্জাগঞ্জ বা বাকেরগঞ্জের খালে ও ঝোপে আশ্রয় নেয়। অভিযান শেষে আবার নদীতে জাল ফেলে চলে মাছ ধরা।
স্থানীয়রা জানান, ধরা মা ইলিশ গোপনে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। উপজেলার হাজিরহাট, আঙ্গারিয়া বন্দর, পাতাবুনিয়া বাজার ও লেবুখালী ফেরিঘাট এলাকার অন্তত ১১টি ঘাটে ইলিশ মজুত রাখছে পাইকাররা।আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব বলেন, প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি ও দুর্বলতার কারণেই মা-ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। মৌসুমি জেলেরা আইন মানছে না।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত অভিযানে ৪টি নৌকা ও প্রায় ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় আটক ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, আর এক কিশোরকে সতর্ক করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, জনবল ও দ্রুতযান সংকট থাকা সত্ত্বেও অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই কিছু না কিছু জাল জব্দ হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, জেলেরা কৌশলে পালিয়ে গেলেও অভিযান অব্যাহত আছে। স্থানীয়দের সহযোগিতা পেলে শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

সেনাবাহিনীর অভিযানে ৭০ লিটার  ও ৬৪০০ লিটার প্রক্রিয়াজাত মদ উদ্ধার[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]গাজীপুরের কালিয়াকৈর উপজ...
13/10/2025

সেনাবাহিনীর অভিযানে ৭০ লিটার ও ৬৪০০ লিটার প্রক্রিয়াজাত মদ উদ্ধার
[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে সম্পূর্ণ খাওয়ার উপযোগী ৭০ লিটার এবং ৩২টি ড্রামে প্রক্রিয়াজাত ৬৪০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র—রামদা, এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধারকৃত মদগুলো ঘটনাস্থলেই ধ্বংস (ডিস্ট্রয়) করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করে।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানাধীন মৌচাক হাঁড়ির এসআই মজিদ বলেন, আমরা সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল অভিযান পরিচালনা করছি। স্থানীয়দের সহযোগিতায় আজকের অভিযানে সফলভাবে বিপুল পরিমাণ মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ মদ উৎপাদন ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে  মৃত্যু,  গ্রেফতার  ২[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]গাজীপুরের কালিযাকৈরে চন্দ্রা ...
11/10/2025

বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার ২
[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]
গাজীপুরের কালিযাকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে (জোনাকি আক্তার)(১৭) কে বিয়ের প্রলোভনে ধর্ষণের কারনে এক তরুনী মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তরুণীর নাম (জোনাকি আক্তার)(১৭) বাবা জোবায়দুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়েন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে । ওই ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ থানার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবায়দুল এর মেয়ে জোনাকি আক্তার (১৭)। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন(২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান(২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুনীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এসময় তরুনীর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে নিয়ে অটোরিকসা যোগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে তরুনীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। এদিকে হাসাপাতালে নেয়ার পথেই ওই তরুনীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এসময় সাথে থাকা দুইজনকে গ্রেফতার করেন পুলিশ। পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষনকারীদের তাদের হেফাজতে নেয়। পরে ওই তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার [[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্...
10/10/2025

ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ
উদ্ধার
[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]
বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বাংলাদেশ (৪বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর চম্পকনগর বিওপির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় পরিচালিত অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত টহল, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]ঢাকার দোহারের বানাঘাটা গ্রামের মিঠু শরিফ নামে...
10/10/2025

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]
ঢাকার দোহারের বানাঘাটা গ্রামের মিঠু শরিফ নামের এক যুবক মোটর সাইকেল দুর্ঘনায় মারা গেছেন।
জানা যায় মিঠু শরিফ শুক্রবার বেলা এগারোটার দিকে তার নিজ বাইক নিয়ে বের হন ইউসুফপুর- কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খাম্বায় সজোরে আঘাত পান। দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মিঠু শরিফ দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদ বেপারীর আপন মামাতো ভাই। তার পিতার নাম সুজাহার বেপারী। তিনি এক কণ্যা সন্তানের পিতা।

শীতের আগমনে খেজুর রসের প্রস্তুতি: ব্যস্ত সময় পার করছে গাছিরা[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]শীত এখনও পুরোপুরি আসেনি, কিন্...
09/10/2025

শীতের আগমনে খেজুর রসের প্রস্তুতি: ব্যস্ত সময় পার করছে গাছিরা
[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]
শীত এখনও পুরোপুরি আসেনি, কিন্তু শিশির ভেজা ঘাস ও কুয়াশাচ্ছন্ন প্রভাত জানিয়ে দিচ্ছে আগমনের বার্তা।

এই সময়ে চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলে খেজুর গাছিরা আগেভাগেই নেমে পড়েছে খেজুর গাছ প্রস্তুতের কাজে। কোমরে ডোঙা বেঁধে, হাতে ধারালো দা নিয়ে নিপুণ দক্ষতায় গাছ চাঁচছে তারা

চিরাচরিত বাংলার শীতের অনুষঙ্গ খেজুর রস, গুড় ও পাটালি। সেই সুস্বাদু রস পেতে হলে সময় থাকতে থাকতে গাছ প্রস্তুত করতে হয়।

তাই চুয়াডাঙ্গা জেলার চুুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার গ্রামগুলোতে এখন খেজুর গাছিরা দিনভর কাজ করছেন।

কেউ গাছ তুলছেন,
কেউ পরিচর্যা করছেন, কেউবা গাছের সোনালি অংশ চাঁচ দিচ্ছেন। কয়েক সপ্তাহ পরেই এসব গাছে নলি বসিয়ে রস সংগ্রহ শুরু হবে।

প্রত্যাশা করা হচ্ছে, আগাম রস সংগ্রহ করতে পারলে রস, গুড় ও পাটালি বেশি দামে বিক্রি করে ভালো লাভ করতে পারবেন গাছিরা ও গাছের মালিকরা।

খেজুরের রস দিয়ে তৈরি নলেন গুড়, ঝোলা গুড়, দানা গুড় ও পাটালির চাহিদা গ্রামবাংলায় বরাবরই বেশি। শীত যত বাড়বে, রসের মিষ্টতাও তত বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গাছিরা জানাচ্ছেন, কাকডাকা ভোরে শুরু হবে রস সংগ্রহের কাজ, আর সন্ধ্যায় চলবে গাছ পরিচর্যা। এই ঐতিহ্যবাহী পেশা এখন নানা প্রতিকূলতায় অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আছে।

জলবায়ু পরিবর্তন, নগরায়ন ও খেজুর গাছ রক্ষায় অনীহার কারণে অনেক গ্রামেই হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য।

আগে যে জায়গাগুলোতে খেজুর গাছ ছিল সারি সারি, এখন সেখানে ফাঁকা পড়ে আছে জমি।

খেজুর গাছ শুধু রস বা গুড়ের উৎসই নয়, বরং বাংলার কৃষি সংস্কৃতি, অর্থনীতি ও লোকজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

খেজুর পাতাও ব্যবহৃত হয় জ্বালানি ও অন্যান্য কাজে। চুয়াডাঙ্গায় এবার সময়মতো শীত পড়ায় আগেভাগেই শুরু হয়েছে প্রস্তুতি। গাছিরা বলছেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে এ বছর খেজুর রসের মৌসুম হবে বেশ সফল এবং লাভজনক।

অস্ত্র ও আসামী ছিনতাইয়ের ৪ ঘন্টা পর  উদ্ধার করল পুলিশ [[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনি...
07/10/2025

অস্ত্র ও আসামী ছিনতাইয়ের ৪ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ
[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামী ছিনিয়ে নেয় স্থানীয় সন্রাসীরা। ৪ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ও একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্থানীয় সন্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র (শর্টগান)- ওয়াকিটকি লুট করে ও আসামীদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই সময় তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে। তার কাছে থাকা পুলিশের লুট হওয়া অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Address

Adabor
Dhaka
1207

Telephone

+8801711934843

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক খবর প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক খবর প্রতিদিন:

Share