অনুশোচনাই অনুপ্রেরণা

অনুশোচনাই অনুপ্রেরণা সত্যের পথে কভু নত নাহি শির,
ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর I am very simple life lead.

শহীদ ওসমান হাদী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনের জানাজা বিশ্ববাসীর নজর কেড়েছে!!! বাংলাদেশের ইতিহাসে ম...
31/12/2025

শহীদ ওসমান হাদী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনের জানাজা বিশ্ববাসীর নজর কেড়েছে!!! বাংলাদেশের ইতিহাসে মহাসমুদ্রসম জনপ্রিয়তার শীর্ষ চুড়ায় এই দুইজন ভারতীয় আধি সত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী এবং দেশপ্রেমিক হওয়ায় দেশের সর্বস্তরের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।। এটাই প্রমাণ করে ভারতীয় দালালদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, ইসলাম প্রিয় দেশ প্রেমিক দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা সবসময় বাড়িয়ে দেন, নিজের জন্মভূমিতে অবস্থান করে সর্বোচ্চ সম্মান হাসিল করতে সক্ষম হন।।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একজন নিখাঁদ দেশপ্রেমিক,ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আপোষহীন এক সংগ্রামী দেশনেত্রী। তার নামাজে জানাজাই বলে দেয় তার অবিসংবাদিত গ্রহণযোগ্যতার কথা।

আজ কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, ভিন্নমত নেই। আজ রাজনীতি নীরব। মৃত্যু সব বিভাজনের উর্ধ্বে। আজ তিনি কারো প্রতিদ্বন্দ্বী নন। আজ তিনি ইতিহাস। আজ তিনি স্মৃতি। তার শূন্যতা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে এক কাতারে ড. মুহাম্মদ ইউনুস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিয়া গোলাম পরওয়ার, নাহিদ ইসলামসহ জাতীয় নেতৃবৃন্দ।

মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার আমৃত্যু লড়াই ও সংগ্রামকে আমরা যেন জারি রাখতে পারি- আল্লাহর কাছে সেই প্রার্থনা করি।

দেশের বৃহত্তর স্বার্থে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির জোট নিয়ে এ পর্যন্ত কোন মন্তব্য করিনি...... তবে মুফতি ফয়জুল করিমের অতি ...
30/12/2025

দেশের বৃহত্তর স্বার্থে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির জোট নিয়ে এ পর্যন্ত কোন মন্তব্য করিনি......
তবে মুফতি ফয়জুল করিমের অতি দাম্ভিকতায় বাধ্য হয়ে এই পোস্ট দিলাম....

আলাপ শুরু করার আগে বিগত সংসদ গুলোর ফলাফল ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে চালানো জরিপ গুলোয় আরেকবার দেখি......

★ বিগত জাতীয় নির্বাচন গুলোতে চরমোনাই পীরের দলের প্রাপ্ত ভোট হলো
১৯৯১ সাল ০.৭৯% (ইসলামী ঐক্যজোট)
১৯৯৬ সাল ১.০৯% (ইসলামী ঐক্যজোট)
২০০১ সাল ০.১%
২০০৮ সাল ১.১%
২০১৮ সাল ১.৪৭%
২০১৪ ও ২০২৪ এর নির্বাচন বর্জন করেছে।
এই পর্যন্ত কোন নির্বাচনে ১টি আসনেও তারা বিজয় লাভ করতে পারেনি।

★ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এর জরিপে
> বিএনপি ৩০%
> জামায়াতে ইসলামী ২৬%
> ইসলামী আন্দোলন (চরমোনাই) ৪%

★ প্রথম আলো পত্রিকার জরিপে চরমোনাই এর ভোটার উঠে এসেছে ০.১%। (যদিও এটা ধর্তব্যের মধ্যে আনছি না।)

জোট রাজনীতির মূলনীতি হলো পারস্পরিক ছাড় ও বাস্তবতার স্বীকৃতি। আপনি যদি জোট করেন, তাহলে শক্তির অনুপাতে আসন দাবি করবেন— ১৫০ এরপরে ১২০ এরপরে ৭০/৮০ আসন চাইলে সেটারও একটি শক্ত ভিত্তি থাকতে হয়। কিন্তু শক্তি ও সামর্থ না থাকার পরেও আসন নিয়ে এমন অযৌক্তিক চাপ কেন?

বাংলাদেশের বাস্তব চিত্র বিশ্লেষণ করা হয়, তাহলে প্রশ্ন আসে—কোন কোন আসনে চরমোনাই জামায়াতের চেয়ে এগিয়ে?

নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে হাতেগোনা ৩/৪ টি আসন বাদ দিলে এমন একটি আসনও দেখানো কঠিন, যেখানে নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক সংগঠন, জনমত গঠন ও মাঠপর্যায়ের শক্তির দিক থেকে চরমোনাই জামায়াতের চেয়ে এগিয়ে আছে। এটাই বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো—যেখানে এগিয়ে নেই, সেখানে আসন নিয়ে এত বাড়াবাড়ি কেন?

যদি সারা দেশে ৪-৫টির বেশি আসনে চরমোনাইয়ের নিশ্চিত বিজয়ের সম্ভাবনা না থাকে, তাহলে আসন নিয়ে এই অস্থিরতা রাজনৈতিক পরিপক্বতার অভাবই প্রকাশ করে।

সম্ভাবনাময় এই বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট থেকে যদি চরমোনাই সরে যায়, তাহলে ইতিহাস তাদের খুব কঠোরভাবেই বিচার করবে। বিশ্বাসঘাতকতা কখনোই ক্ষমাযোগ্য নয়।
(Collected Information)

21/12/2025

একটি মাহফিলের আয়োজন ও প্রচারণা, কিছু স্মৃতি আগামীর সম্ভাবনা।। তাই একটি ভিডিও স্মৃতির অংশ হিসেবে আগামীর পথচলা অনুপ্রেরণার ইতিহাস হয়ে থাকবে।

15/12/2025

মিরপুর ইসিবি চত্ত্বর পেরিয়ে উত্তর মানিকদী বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় সালাতুল মাগরিবের পর কুরআনের পাখিদের কুরআন অধ্যয়ন।। ভালো-মন্দ কিছু অভিজ্ঞতা.....

Address

Mirpur
Dhaka
-

Telephone

+8801913068242

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুশোচনাই অনুপ্রেরণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুশোচনাই অনুপ্রেরণা:

Share

Category

ওপারের ডাক

মোহাম্মদ আবদুল আজিজ রিয়াদ

জানিনা কার কখন ডাক আসে ওপারের কিসের এতো বাহাদুরী জীবনটা দুদিনের, হঠাৎ চলে যেতে হবে চিঠি পেলে কবরের, ওমুক আর বেঁচে নেই হেড লাইন খবরের। রাগ, ক্রোধ, হিংসা চলবে তা কতদিন ভুলে যাও শত্রুতা বেচে থাক যতদিন, তুমি আমি মিলে মিশে এক সাথে চলি পথ থাকবেনা দ্বন্ধ-বিভেদ এটাই আজ হোক শপথ। (তারিখ: ১২ জুলাই-২০২০ইং)