31/12/2025
শহীদ ওসমান হাদী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনের জানাজা বিশ্ববাসীর নজর কেড়েছে!!! বাংলাদেশের ইতিহাসে মহাসমুদ্রসম জনপ্রিয়তার শীর্ষ চুড়ায় এই দুইজন ভারতীয় আধি সত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী এবং দেশপ্রেমিক হওয়ায় দেশের সর্বস্তরের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।। এটাই প্রমাণ করে ভারতীয় দালালদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, ইসলাম প্রিয় দেশ প্রেমিক দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা সবসময় বাড়িয়ে দেন, নিজের জন্মভূমিতে অবস্থান করে সর্বোচ্চ সম্মান হাসিল করতে সক্ষম হন।।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একজন নিখাঁদ দেশপ্রেমিক,ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আপোষহীন এক সংগ্রামী দেশনেত্রী। তার নামাজে জানাজাই বলে দেয় তার অবিসংবাদিত গ্রহণযোগ্যতার কথা।
আজ কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, ভিন্নমত নেই। আজ রাজনীতি নীরব। মৃত্যু সব বিভাজনের উর্ধ্বে। আজ তিনি কারো প্রতিদ্বন্দ্বী নন। আজ তিনি ইতিহাস। আজ তিনি স্মৃতি। তার শূন্যতা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে এক কাতারে ড. মুহাম্মদ ইউনুস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিয়া গোলাম পরওয়ার, নাহিদ ইসলামসহ জাতীয় নেতৃবৃন্দ।
মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার আমৃত্যু লড়াই ও সংগ্রামকে আমরা যেন জারি রাখতে পারি- আল্লাহর কাছে সেই প্রার্থনা করি।