ISHQ E Biriyani

ISHQ E Biriyani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISHQ E Biriyani, Media/News Company, Mirpur-14, Dhaka Cantonment, Dhaka-1206, Dhaka.

“একাকী মৃত্যু”😥এটা ঘটে যখন কেউ নিঃশব্দে নিজের ঘরে মারা যায়… আর কেউ খুঁজতেও আসে না।না পরিবার, না বন্ধু — শুধু নীরবতা।দিন...
02/11/2025

“একাকী মৃত্যু”😥
এটা ঘটে যখন কেউ নিঃশব্দে নিজের ঘরে মারা যায়… আর কেউ খুঁজতেও আসে না।
না পরিবার, না বন্ধু — শুধু নীরবতা।

দিন কেটে যায়, তারপর সপ্তাহ।
তারপর শুরু হয় একমাত্র সংকেত — দেয়ালের ফাঁক দিয়ে ভেসে আসে পচা গন্ধ।
তখনই বোঝা যায়, এখানে একসময় কেউ বেঁচে ছিল।

জাপানে ২০২৪ সালে একা বসবাসরত ৭৬,০০০-এর বেশি মানুষ এমনভাবে মারা গেছে। তাদের তিন-চতুর্থাংশের বয়স ছিল ৬৫-এর ওপরে। কেউ ধরা পড়েছে তখন, যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাড়ার টাকা কাটা বন্ধ হয়ে গেছে।
আবার কেউ… যখন প্রতিবেশীরা মাছি উড়তে দেখেছে।

ছবিটার দিকে আবার তাকাও —
ওই ময়লা ম্যাট্রেসটাই এখন পুরো জীবনের একমাত্র চিহ্ন। প্রতিটা দাগ, প্রতিটা ছাপ যেন বলে —
এখানে কেউ একদিন হাসত, রান্না করত, স্বপ্ন দেখত…
তারপর ধীরে ধীরে মুছে গেছে স্মৃতির অন্ধকার কোণে।

জাপানের বয়স্ক জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই ট্র্যাজেডি আরও সাধারণ হয়ে যাচ্ছে। কিন্তু একাকী মৃত্যু শুধু জাপানের গল্প নয় — এটা আমাদের সবার জন্য এক সতর্কবার্তা।

এটাই ঘটে, যখন একাকীত্ব স্বাভাবিক হয়ে যায়…
যখন সমাজ এত ব্যস্ত হয়ে পড়ে যে, কারো খোঁজ নেওয়ার সময় থাকে না।

কারণ কেউই পৃথিবী ছেড়ে যেতে চায় না…
অদেখা, অশ্রুত, অবহেলিত অবস্থায়।

ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন👇

01/11/2025

স্বর্ণের দাম বেড়ে গেলো আপুরা! আজকে দাম ২,০১,৭৭৬ টাকা! 😩

01/11/2025

পৃথিবীতে একমাত্র মানুষই, কাঁ'দতে কাঁ'দতে জন্মায়!
অভিযোগ করতে করতে বাঁ'চে!
আর আ'ফসোস করতে করতে পৃথিবী থেকে বি'দায় নেয়।

দায়িত্ব কখনো বয়স মানে না 😪 চোখ দিয়ে পানি চলে এসেছে 📍মাদারীপুর লেকপার্ক ছোট বাচ্চা টি কে হাশি মুখে একটু সাহায্যে করেন। 🙏🙏...
31/10/2025

দায়িত্ব কখনো বয়স মানে না 😪 চোখ দিয়ে পানি চলে এসেছে 📍মাদারীপুর লেকপার্ক ছোট বাচ্চা টি কে হাশি মুখে একটু সাহায্যে করেন। 🙏🙏🙏🙏

শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। হঠাৎ সন্ধ্যা নামার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর শিশুটির স্...
31/10/2025

শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। হঠাৎ সন্ধ্যা নামার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর শিশুটির স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া পুকুরপাড়ে বাঁশ কাটতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির ম'র'দে'হ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'র'দে'হ'টি উদ্ধার করে। পরে ম'য়'না'ত'দন্তের জন্য লা'শ'টি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধ''র্ষ'ণে'র পর হ'ত্যা করা হয়েছে। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির গলায় রশি পেঁচিয়ে, সেই রশির সঙ্গে একটি বড় পাথর বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়।

শিশু আদিবার বাবা আবু হানিফ বলেন,

“আমি ঢাকায় চাকরি করি, তাই মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসি। ঘটনাদিন আমি বাড়িতেই ছিলাম। আদিবা সবসময় আমার কাছেই থাকে; কিন্তু সেদিন শরীর খারাপ থাকায় তাকে বাজারে নিয়ে যেতে পারিনি। বিকেলে শুনি, আদিবা খেলতে গিয়ে আর ঘরে ফেরেনি। এরপর থেকেই খুঁজতে থাকি। যেই পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানেও লোকজনকে পানিতে নামিয়ে খোঁজা হয়েছিল—কিন্তু তখন কিছুই পাওয়া যায়নি। আমি চাই, আর কোনো বাবার বুক যেন খালি না হয়। প্রশাসন যেন আমার মেয়ের হ'ত্যা'কা'রী'কে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।”

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন সিমানারপাড় গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

30/10/2025

ভালোবাসার পূর্ণতা 💙।।।

30/10/2025

যে নারী স্বামীর হতে পারে না, সে কারো হতে পারে না, সে সবার খেলনা হয়ে যায়।

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*...
30/10/2025

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,
দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*তের চিহ্ন, ক্ষ-ত আর নীল দাগে ভরা পুরো দে"হ,জন্মের পর থেকেই মা*ন*সিক ভার*সাম্য*হীনতার বোঝা বয়ে বেড়াচ্ছে!!

সন্তানকে ভালোবাসা সত্ত্বেও বাবা-মা তাকে শি"কলে বেঁ*ধে রাখেন—নিজের শরী"রটা"কে নিজের হাত থেকে বাঁ"*চাতে। ভাবা যায়? প্রতিদিন একজন মা সন্তানের হাত-পা বেঁ"ধে রাখে, শুধু তাকে জী"বি"ত রাখার আশায়।

রিকশা চালক বাবা সুজন মিয়া আর গা*র্মেন্টস কর্মী মা তাসলিমা—কত পরি*শ্র"ম করেও জোটাতে পারেন না সন্তানের চি"কিৎ"সার টাকা। ছোট্ট তাছিন ব্য*থা*য় কাঁ*দে, কখনো আবার নিজেকেই আ"ঘা"ত করে। অথচ এই বয়সে তার তো আনন্দে দৌড়ানোর কথা ছিল, খেলাধুলায় মেতে থাকার কথা ছিল।।

সমাজ, একটি দেশ যদি এই শি"শুটির দায়িত্ব নেয়—তাহলেই মা হয়তো আবার সন্তানের শিকল খুলে বুকভরা ভালোবাসায় জড়িয়ে ধরতে পারবে!!!!

(C)

পটুয়াখালীতে শিং খুচে ধ'র্ষ'ণ করতে গিয়ে কিশোরীর বাবাকে খু/ন। গভীর রাত,পরিবারের ৪ সদস্য সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ বিবাহ উপ...
30/10/2025

পটুয়াখালীতে শিং খুচে ধ'র্ষ'ণ করতে গিয়ে কিশোরীর বাবাকে খু/ন।
গভীর রাত,পরিবারের ৪ সদস্য সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ বিবাহ উপযুক্ত মেয়ের চিৎকার এ ঘুম ভাঙলো বাবার, দৌড়ে গিয়ে মেয়ের রুমে দুইজন লোককে দেখতে পেলো একজনকে ধরতে গেলে, চোর ছু'ড়ি দিয়ে এলাপাথারি কো'প দেয় মারাত্মক জ'খম হয়ে হসপিটালে নেয়ার পর লোকটা মারা যায়।
যানা যায় মাটির ঘরে শিং খুচে ঘুমন্ত ওই কিশোরীর পা ধরে টান দেয় এতে মেয়েটা চিৎকার দেয়, চোরকে ধরতে গিয়ে দিতে হলো তার বাবার জীবন। কিন্তু চোর তো আর ধরতে পারলো না পালিয়ে গেয়ে 😭

বিয়ের পর শশুর বাড়ির ফ্রিজে ফল থাকলে শুধু দেখতাম বা জানতাম যে ফ্রিজে আপেল আছে সেটা নিজের মনে করে খাওয়ার মত পরিবেশ ঘরের...
30/10/2025

বিয়ের পর শশুর বাড়ির ফ্রিজে ফল থাকলে শুধু দেখতাম বা জানতাম যে ফ্রিজে আপেল আছে সেটা নিজের মনে করে খাওয়ার মত পরিবেশ ঘরের বউ এর থাকে না তাই খেতাম ও না ,তাদের ছেলে মেয়ে হাটতো চলতো খেতো । মাঝেমধ্যে যদি কখনো খেতামও কারো চোখের দিকে তাকাতে কেমন একটা সংকোচ লাগতো । এরপর থেকে খাওয়ার চিন্তা বাদ দিছি। তারা ও খুশি আমিও খুশি। 🤗
কিন্তু সমস্যা হলো যখন আমার বাচ্চা হলো , বাচ্চারা তো দাদা দাদির ঘরকে নিজের ঘর মনে করে। একটু বড় হতেই তারা যখন তখন ফ্রিজ খুলতো , খেয়াল করলাম এটাও শাশুড়ি পছন্দ করে না। বাচ্চা তো বোঝে না,এরপর দেখি সে লুকায়ে রাখা শুরু করলো। সেটা হচ্ছে আগে যেভাবে সামনে রাখতো এখন সেটাকে অন্য কোন কালারের ব্যাগে বা বক্সে রেখে দেয় যাতে বাচ্চাটা সহজে খুঁজে না পায় ।
স্বামী দূরে চাকরি করে এগুলো বলতে ইচ্ছে করে না আর বলেও বা কিভাবে যে তার মা এরম ছোটলোকি করে নিজের নাতির সাথে 🙂

খুব কষ্ট নিয়ে আমার বান্ধবী আমার কাছে এই ব্যাপারটা শেয়ার করতেছিলো _ _কি উত্তর দিবো বুঝতেছি না 😒
তোমরা একটু বলে দেও কি বলা যায়...

যদি আমি আগেই জানতাম..."নিশ্চুপ হয়ে বসে আছেন এক মা। চোখের সামনে তার শিশুটি—একটুও নড়ছে না কোমর থেকে নিচের দিকে।ডাক্তার বলল...
30/10/2025

যদি আমি আগেই জানতাম..."

নিশ্চুপ হয়ে বসে আছেন এক মা। চোখের সামনে তার শিশুটি—একটুও নড়ছে না কোমর থেকে নিচের দিকে।
ডাক্তার বললেন, “আপনার বাচ্চার জন্ম হয়েছে Spina Bifida নিয়ে… ওর মেরুদণ্ডটা ঠিকভাবে গঠিত হয়নি।”
মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন।

হাসপাতালের করিডরে কেবল একটা কথাই কানে বাজছিল—
“এই ত্রুটি হলে বাচ্চা হয়তো কখনো হাঁটতে পারবে না…”

কেন এমন হলো?
সে তো নিয়মিত খাবার খেয়েছে, প্রার্থনা করেছে, আল্লাহর কাছে সুস্থ সন্তান চেয়েছে।
কিন্তু জানেন কি?
এই ভয়ংকর জন্মগত ত্রুটি—Spina Bifida, অনেক সময় একেবারেই প্রতিরোধ করা সম্ভব ছিল…
একটা ছোট্ট ট্যাবলেট খেলে।
হ্যাঁ, নামটা ফলিক অ্যাসিড (Folic Acid)।

গর্ভাবস্থার শুরুতে বা গর্ভধারণের আগে থেকেই যদি একজন নারী প্রতিদিন মাত্র ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খেতে পারেন,
তাহলে Spina Bifida ও Neural Tube Defect হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।

এ রোগে শিশুর মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্র সঠিকভাবে গঠিত হয় না।
কারও পিঠে দেখা যায় জন্মদাগ বা চুলের গুচ্ছ, কারও ক্ষেত্রে মেরুদণ্ডের অংশ ফেটে বাইরে বেরিয়ে আসে।
ফলে দেখা দিতে পারে আজীবন চলাচল অক্ষমতা, পায়খানা-প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা কিংবা মানসিক বিকাশের প্রতিবন্ধকতা।

চিকিৎসা আছে—কিন্তু তা কঠিন, ব্যয়বহুল এবং সবসময় সফল হয় না।
তাই প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা।

যেভাবে বাঁচানো যায়—

গর্ভধারণের আগে থেকেই প্রতিদিন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন।

গর্ভাবস্থার প্রথম ৩ মাস নিয়মিত চালিয়ে যান।

সবসময় চিকিৎসকের পরামর্শে চলুন।

মনে রাখবেন
একটি ছোট ট্যাবলেট হয়তো আপনার সন্তানের আজীবনের অন্ধকার থেকে রক্ষা করবে।
এই সচেতনতা একজন মা, একজন পরিবার, এমনকি একটি প্রজন্মকে বাঁচাতে পারে।

চলুন, প্রতিটি গর্ভবতী মায়ের হাতে পৌঁছে দিই এই বার্তাটি।
একটি শেয়ার হয়তো কোনো শিশুর জীবন বদলে দেবে

Dr-Abdur Rahman
এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
এফসিপিএস (অর্থোপেডিক্স), পিজিটি (সার্জারি), সিসিডি (বারডেম)

ছবি: Medical Media

30/10/2025

আমি ম*রলে অযত্নে, অবহেলায় আর দ্বায়িত্ববোধের ভারেই ম*রবো…💔💔💔

Address

Mirpur-14, Dhaka Cantonment, Dhaka-1206
Dhaka

Website

E Biriyani-105331271994479/

Alerts

Be the first to know and let us send you an email when ISHQ E Biriyani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISHQ E Biriyani:

Share