দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television

দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television সময়ের প্রয়োজনে ভাবনাহীন প্রকাশে....
(6)

05/08/2025
03/08/2025

🔴 Live >>> শাহবাগে ছাত্রদলের সমাবেশথেকে সরাসরি...

01/08/2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জমিজমা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় মোসাঃ ফেরদৌসি আক্তার জাহান (৩৪) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে ফেরদৌসি আক্তার জাহান উল্লেখ করেন, তার স্বামী মো. মাহিদুল ইসলামসহ তিনি বাগিচাপাড়া গ্রামে বসবাস করেন। গত ৩১ জুলাই (বুধবার) সকাল ৭টা ৫০ মিনিটে একই গ্রামের আনারুল ইসলাম (৫৫), তার ছেলে আবুল কালাম (৩০), রুহুল আমিন (৩৪), আব্দুস সালাম (৩৮) ও সুমন আলী (১৮) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়।

তিনি জানান, “লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর একযোগে হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। আবুল কালাম শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। রুহুল আমিন সোকেস ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে।”

ফেরদৌসি আরও বলেন, “আব্দুস সালাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে আমি বাঁধা দিই। এতে আমার বাম হাতের কব্জি ভেঙে যায়। রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে বাম হাতে রক্তাক্ত জখম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।”

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেরদৌসিকে প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিবাদীপক্ষের একজন আব্দুস সালাম বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

01/08/2025

‎শ্যামনগরে রিয়া এন্টারপ্রাইজের কাঁকড়া প্রজেক্টে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ।

01/08/2025

ভবদহে ঘোর দুর্দিন: ৪৫ গ্রামের মানুষ পানিবন্দি, থমকে গেছে জন জীবন

31/07/2025

#বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, জনতার হাতে দুই প্রতারক আটক
29/07/2025

ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, জনতার হাতে দুই প্রতারক আটক

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি সিলিং ফ্যান চুরি, অভিযুক্ত যুবক পলাতক
29/07/2025

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি সিলিং ফ্যান চুরি, অভিযুক্ত যুবক পলাতক

ভূরুঙ্গামারীতে ইউএনও’র সঙ্গে হেফাজতে ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
29/07/2025

ভূরুঙ্গামারীতে ইউএনও’র সঙ্গে হেফাজতে ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু
29/07/2025

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও ‘বুশরা গ্রুপ’: সাতক্ষীরায় চরম উদ্বেগ!
29/07/2025

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও ‘বুশরা গ্রুপ’: সাতক্ষীরায় চরম উদ্বেগ!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television:

Share