আবহাওয়ার খবর-Weather News24

আবহাওয়ার খবর-Weather News24 আবহাওয়ার খবর জানতে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন �

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম এটি একটি  পূর্ণাঙ্গ প্রবল শক্তিসম্পন্ন  (মৌসুমী) রেইন বেল্ট।এটি ...
27/06/2024

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম
এটি একটি পূর্ণাঙ্গ প্রবল শক্তিসম্পন্ন (মৌসুমী) রেইন বেল্ট।

এটি চলতি বছরের ৯ তম বৃষ্টিবলয়, এই বৃষ্টি বলয়ের প্রথমদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে।

সর্বাধিক সক্রিয়: চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলা।
অধিক সক্রিয়ঃ ময়মনসিংহ, রংপুর বিভাগের সকল জেলা।
মাঝারি সক্রিয় : খুলনা ও ঢাকা বিভাগের সকল জেলা।
মোটামুটি সক্রিয়ঃ রাজশাহী বিভাগ।

নাম : প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম।

টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

কাভারেজ : সমগ্র বাংলাদেশ, সমগ্র, নেপাল, ভূটান ও ভারতের প্রায় ৭০ শতাংশ এলাকা।

ধরন : মৌসূমী বৃষ্টিবলয়।
সময়কাল : ২৮ শে জুন টু ৭ ই জুলাই ২০২৪।

কালবৈশাখী : নেই
বজ্রপাত : অপেক্ষাকৃত কম।
বন্যা : আছে, সিলেট ও চট্টগ্রাম(দঃ) বিভাগের নিচু এলাকায়।
একটানা বর্ষন : আছে।
সিস্টেম : স্থল সিস্টেম আছে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে কোন ঝড়ের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।

নোট : বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাছন্ন থাকতে পারে। এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা দীর্ঘস্থায়ী। যদিও দিনের বেলা বিরতি নিতে পারে।

বিবরন : এই বৃষ্টিবলয় আগামিকাল ২৮ শে জুন চট্টগ্রাম ও বরিশাল দিয়ে দেশে প্রবেশ করবে এবং আগামী ৭ ই জুলাই রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে।

বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ে দেশের রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে এবং কিছুটা ভ্যাপসা কর অনুভূত হতে পারে। এবং অন্যত্র বেশ আরামদায়ক তাপমাত্রা থাকতে পারে।

রিমঝিম চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।
রিমঝিম চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

মেঘের অভিমুখ: অধিকাংশ এলাকায় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পরবর্তিতে পশ্চিম হতে পূর্ব দিকে।

বন্যার সতর্কতাঃ দেশের উজানে ও উত্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশে উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম নীলফামারী, লালমনিরহাট

Ata ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল (FR)এটি একটি প্রায় পূর্ণাঙ্গ, আংশিক প্রবল শক্তিসম্পন্ন হাইব্র...
16/06/2024

Ata ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল (FR)
এটি একটি প্রায় পূর্ণাঙ্গ, আংশিক প্রবল শক্তিসম্পন্ন হাইব্রিড (মৌসুমী+প্রাকমৌসুমী) রেইন বেল্ট।
এটি দেশের একাংশে তীব্র বজ্রপাত ও অন্য অংশে হালকা হালকা থেকে মাঝারি বজ্রপাত যুক্ত বৃষ্টিবলয়।

এটি চলতি বছরের ৮ তম বৃষ্টিবলয়, এই বৃষ্টি বলয়ের প্রথমদিকে দেশের উত্তরাঞ্চলে (রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে) বেশি সক্রিয় থাকতে পারে। তবে শেষের দিকে দেশের অন্যত্র সক্রিয় হতে পারে।
সময়সীমা : ১৬ জুন হতে ২২ শে জুন পর্যন্ত ( ২০২৪)

সর্বাধিক সক্রিয়: সিলেট বিভাগের সকল জেলা।
অধিক সক্রিয়ঃ ময়মনসিংহ ও রংপুর বিভাগের সকল জেলা।
মাঝারি সক্রিয় : রাজশাহী বিভাগের উত্তর পূর্বাংশ ও ঢাকা বিভাগের উত্তরাংশ ও চট্টগ্রাম বিভাগের উত্তর ও দক্ষিণাংশ।
কম সক্রিয়ঃ খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগ।

নাম : প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল
টাইপ : মৌসুমী বৃষ্টি বলয়।
ক্যাটাগরিতে : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
বৃষ্টিবলয় নামকরণে : BWOT

নোট : বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাছন্ন থাকতে পারে। এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা দীর্ঘস্থায়ী। যদিও দিনের বেলা বিরতি নিতে পারে।

বিবরন : এই বৃষ্টিবলয় আজ ১৬ই জুন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ দিয়ে দেশে চালু হয়েছে। যা আগামী ২২ জুন এর পর দুর্বল হয়ে যেতে পারে।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সিলেট ও রংপুর বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে।

বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে এবং প্রবল ভ্যপসা কর অনুভূত হতে পারে। তবে বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বৃষ্টিহীন অঞ্চলে বেশ ভ্যাপসা গরম থাকতে পারে। এবং অন্যত্র বেশ আরামদায়ক তাপমাত্রা থাকতে পারে।

ঝুমুল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।
ঝুমুল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

মেঘের অভিমুখ: দেশের উত্তরাঞ্চলে, পশ্চিম হতে পূর্ব দিকে। পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে, দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে।

বন্যার সতর্কতাঃ দেশের উজানে ও উত্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশে উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম নীলফামারী, লালমনিরহাট, রংপুর অঞ্চলসহ এর পার্শ্ববর্তী এলাকার নিম্মাঞ্চল সাময়িক বন্যায় প্লাবিত হতে পারে।

বজ্রপাতঃ এই বৃষ্টিবলয়ে দেশের উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলে মাঝারী থেকে তীব্র বজ্রপাত এবং অন্যত্র হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকতে পারে।

আসুন একনজরে দেখেনেই ঝুমুল চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা ৮০-১০০ মিলিমিটার
খুলনা ১০-৩০ মিলিমিটার
বরিশাল ২০-৫০ মিলিমিটার
সিলেট ৩৫০-৫০০ মিলিমিটার
ময়মনসিংহ ২৫০-৪০০ মিলিমিটার
রাজশাহী ৩০-৭০ মিলিমিটার
রংপুর ২৫০-৪৫০ মিলিমিটার
চট্টগ্রাম ৯০-১৭৫ মিলিমিটার

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঝুমুল চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ৬০০+

সুনামগঞ্জ। 8৫০+

হবিগঞ্জ। ২৫০+

মৌলভীবাজার। ৩০০+

রংপুর, ৩৭৫+

দিনাজপুর, ২০০+

ঠাকুরগাঁও। ১৫০+

পঞ্চগড় ৩৫০+

নীলফামারী ৪৫০+

লালমনীরহাট। ৪৫০+

কুড়িগ্রাম। ৫০০+

গাইবান্ধা ২৭৫+

জয়পুরহাট। ৯০+

নওগাঁ ৪৫+

বগুড়া ৮০+

চাঁপাইনবাবগঞ্জ। ১৫+

রাজশাহী ২০+

নাটোর। ৪৫+

সিরাজগঞ্জ। ৮০+

পাবনা ৫০+

খুলনা(উত্তর) ১৫+
খুলনা (দক্ষিন) ২০+

সাতক্ষীরা ২৫+

বাগেরহাট(উত্তর) ১৫+

বাগেরহাট(দক্ষিন) ২০+

যশোর, ২৫+

নড়াইল। ৩০+

মাগুরা ৩৫+

ঝিনাইদহ। ৩৫+

চুয়াডাঙ্গা ৩০+

মেহেরপুর। ২৫+

কুষ্টিয়া ৩০+

বরিশাল, ৩৫+

পিরোজপুর। ২৫+

ঝালকাঠি ২০+

পটুয়াখালী ৫০+

বরগুনা ৪০+

ভোলা ৭০+

চট্টগ্রাম, ১৮০+

ফেনী ১৪০+

লক্ষ্মীপুর ১৩০+

চাঁদপুর। ৯০+

কুমিল্লা ১০০+

ব্রাহ্মণবাড়িয়া ১৮০+

খাগড়াছড়ি ৭০+

রাঙ্গামাটি ৬০+

বান্দরবান। ১০৫+

কক্সবাজার। ২০০+

নোয়াখালী, ১০০+

ঢাকা ১৫০+

গোপালগঞ্জ। ৫০+

মাদারীপুর। ৬০+

শরিয়তপুর ৫০+

ফরিদপুর। ৫০+

রাজবাড়ী ৪০+

মানিকগঞ্জ। ৮০+

মুন্সীগঞ্জ। ১০০+

নারায়ণগঞ্জ। ১৫০+

নরসিংদী ১৫০+

গাজীপুর। ২৫০+

টাঙ্গাইল। ১৬০+

কিশোরগঞ্জ। ২৯০+

ময়মনসিংহ। ৩১০+

জামালপুর। ৩০০+

শেরপুর। ৩৫০+

নেত্রকোনা ৪৫০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ৫০+ মিলিমিটার।
২৪ পরগনা ৩০+

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঝুমুল এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team – BWOT
Graphic: BWOT

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৬ জুন ২০২৪, বিকাল ৩ঃ৩০টা

08/06/2024

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি / বর্ষণ বলয় রিমঝিম।

সক্রিয়তা : দীর্ঘস্থায়ী বৃষ্টিবলয়।

টাইপ :পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

শক্তি : অতি প্রবল বৃষ্টিবলয় (২৫০ - ৮০০ মিলিমিটার) স্থানভেদে।

তাপপ্রবাহ : হ্যাঁ
সিস্টেম : হ্যাঁ
সমুদ্র উত্তাল : হ্যাঁ
কালবৈশাখী ঝড় : নেই
শিলাবৃষ্টি : নেই
বজ্রপাত : কম

ক্যাটাগরি : ( n) সান্ত বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টি বলয়ে কোন ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি নেই। সামান্য বজ্রপাত হতেপারে।

বন্যা : সিলেট ও রংপুর এর নিচু এলাকায়।

সময়কাল : ১২ ই জুন হতে ৪ ঠা জুলাই ২০২৪

তারীখ : ১২ ই জুন হতে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ও ১৬ ই জুন হতে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ।

স্থান : বাংলাদেশ, সেভেন সিস্টার, থাইল্যান্ড, বার্মা, নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গ, বিহার ও এর পার্শ্ববর্তী এলাকা।

সর্বোচ্চ সক্রিয় : সিলেট বিভাগ
বেশি সক্রিয় : রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ।
মাঝারি সক্রিয় : চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগ।

সবচেয়ে কম সক্রিয় : আমাগো কপাল পোড়া খুলনা বিভাগ।

বিস্তারিত পোস্ট আসছে তাড়াতাড়ি ইনশাআল্লাহ।
Bwot, সাথে থাকুন।

29/05/2024

বঙ্গপোসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় সাগর বেশ উত্তাল আছে ও দেশের অনেক এলাকা দিয়ে বেশ জোরে বাতাস বয়ে যাচ্ছে।
এই অবস্থা আরও ৫ থেকে ৬ দিন থাকতেপারে।

অপরদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় নিয়মিত কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে প্রতিদিন।

আর বাকি এলাকায় বাতাস থাকলেও বেশ গরম অনুভূতি হতেপারে।

ধন্যবাদ : Bwot weather

29/05/2024

ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিলো।
আবার দেশের উপর চালু হলো কালবৈশাখী ফরমেশন।
মানে মৌসুমী বায়ু দেশের উপর প্রবেশ আগ পর্যন্ত এই কালবৈশাখী ফরমেশন চালু থাকবে।

কালবৈশাখী ফরমেশন চালু থাকার মানে হলো আপনার এলাকায় হটাৎ করে কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা থেকে যায়।

তবে রংপুর, ময়মসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এই কালবৈশাখী ফরমেশন চালু থাকতে পারে আরও কিছুদিন ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়।

জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে, দ্বিতীয় সপ্তাহে দেশের মধ্য অঞ্চল ও তৃতীয় সপ্তাহে দেশের সকল এলাকায় মৌসুমী বায়ু ( বর্ষা) চলে আসলে চলতি বছর কালবৈশাখী ঝড় বিদায় দিবে।

আজ আপনারা আজ থেকে উপভোগ / জালাভোগ করুন প্রবল ভ্যাপসা গরম যুক্ত তাপপ্রবাহ, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক এলাকায় ও বাকি এলাকার কিছু এলাকায়।

ধন্যবাদ : Bwot weather.

28/05/2024

আপনাদের ৩ টা সংবাদ দিতে চাই, ২ টা খুশির সংবাদ আর ১ টা দুঃখের সংবাদ।

খুশির সংবাদ ১ : ঘূর্ণিঝড় রেমাল আর ৬ ঘন্টার ভেতরে তার প্রভাব হারাবে ও দেশের উত্তর পূর্ব ও পূর্ব অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ।

খুশির সংবাদ ২ : ঘূর্ণিঝড় এর বৃষ্টি রংপুর বিভাগে না হলেও, আগামী বৃহস্পতিবার হতে রংপুর বিভাগের অনেক এলাকায় নিয়মিত কালবৈশাখী ফরমেশন বৃষ্টিপাত আছে প্রতিদিন কমবেশি।

দুঃখের সংবাদ ৩ : আগামীকাল হতে পরপর ৮ দিন সিলেট ও রংপুর বিভাগ বাদে দেশের সকল এলাকা ভয়াবহ ভ্যাপসা গরম যুক্ত তাপপ্রবাহে পুড়বে।

ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ
Bwot weather.

28/05/2024

ঘূর্ণিঝড় রেমাল এখন বেশ দুর্বল হয়ে এর কেন্দ্র এখন সিলেট জেলার উপর অবস্থান করছিলো, এদিকে আজ দুপুরে ভারতের ভেতরে চলে যাবে।
এর আশেপাশে এখন ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া আছে।

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ঘূর্ণিঝড় এর প্রভাব মুক্ত হয়ে গেছে।
আজ রাতের ভেতরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ পরিস্কার হয়ে আসবে ইনশাআল্লাহ।

আগামী বৃহস্পতিবার হতে শুরু হতেযাচ্ছে প্রবল ভ্যাবসা গরম যুক্ত তাপপ্রবাহ।
ধন্যবাদ : Bwot
আপডেট : ২৮ শে মে দুপুর ১১ টা বেজে ৩০ মিনিট।

27/05/2024

ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্র এখন ফরিদপুর মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিলো।
এবং এটি এখন ধীর গতিতে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে।

সিস্টেম কেন্দ্রের আশেপাশে এখন বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর প্রভাবে এখন বলতে গেলে দেশের অনেক এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে, যা আজ সারারাত চলতে পারে।
ও আগামীকাল সারাদিন, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারিবৃষ্টি হতে পারে।
ধন্যবাদ : Bwot
২৭ শে মে বিকেল ৫ টা।

27/05/2024

ঘূর্ণিঝড় রিমাল দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সকল সমুদ্রবন্দরকে ৯ ও ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে ৩নং স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল।রেমাল এর সামনের অংশ ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা উপকূল টাচ করেছে।আজ গভীর ...
26/05/2024

আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল।

রেমাল এর সামনের অংশ ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা উপকূল টাচ করেছে।

আজ গভীর রাতে এর মুল কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা ও খুলনা উপকূলে সরাসরি আঘাত করতে যাচ্ছে।
আসলে ঘূর্ণিঝড় টি উপকূলের কাছাকাছি এসে বেশ কয়েকঘন্টা একই স্থানে স্থির থাকায় আঘাত সময় পিছিয়ে গেছে।

এটি আজ রাত ৯ টায় সাতক্ষীরা উপকূল থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো, এটি আর কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ১২৫ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

রেমাল এর সেন্টার অতিক্রম করার সময় দীঘা, ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলে ঘন্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বা এর চেয়েও বেশি বেগে ঝড়ো হওয়া বয়ে যেতেপারে।

এবং সেইসঙ্গে এইসকল এলাকায় অদূরবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চর স্বাভাবিক জোয়ার অপেক্ষা ৭ থেকে ৯ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে।

মংলা ও পায়রা বন্দরে ১০ ও চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৯ নাম্বার মহা বিপদ সংকেত বহাল রেখেছে সরকারি আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, হাতিয়া, ভোলা, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ও নোয়াখালী থেকে কক্সবাজার উপকূলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় এর কেন্দ্রো গভীর রাতে উপকূল অতিক্রম শুরু করবে ও পুরোপুরি কেন্দ্রো অতিক্রম করতে সকাল হয়ে যাবে।
এদিকে ঘূর্ণিঝড় বেশ স্লো গতিতে অতিক্রম করার ফলে ঝড়ো হাওয়া বেশিক্ষন স্থায়ী হতে পারে।

ঘূর্ণিঝড় টি উপকূলে ওঠার পর এটি ক্রমাগত ভারি বৃষ্টি ঘটিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে ও ধীরে ধীরে শক্তি হারাতে থাকবে।
ঘূর্ণিঝড় এর সেন্টার দেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর, যশোর ও নড়াইল এর মাঝামাঝি স্থান দিয়ে মাগুরা, রাজবাড়ী, সিরাজগঞ্জ হয়ে ময়মনসিংহ শেরপুর জেলা হয়ে দেশ ত্যাগ করতে পারে।

এটি প্রভাবে দেশের উপকূলে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হলেও দেশের মধ্য ও উত্তর অঞ্চলে বৃষ্টি শুরু হতেপারে আজ মধ্য রাত হতে আগামীকাল সকালের পর পর্যন্ত।

বন্যা,
সতর্কতা,
করনীয়,
জলোচ্ছ্বাস,
বৃষ্টিপাত সহ আরও অনেক কিছু জানার জন্য আমাদের আগের পোস্ট গুলো দেখুন ধন্যবাদ।
ও যেকোনো সিধান্ত নেবার জন্য অবস্যই আপনারা দেশের সরকারি আবহাওয়া অফিসের পূর্বাভাস গুলো মেনে চলুন।
চিত্রে রেমাল এর অবস্থান দেখে নিন ও পোস্ট টি সেয়ার করে, বা কপি করে, বা যেকোনো ভাবে দেশের সকলকে জানিয়ে দিন।

চিত্রে ঘূর্ণিঝড় সেন্টার ও বৃষ্টিবাহী মেঘের অবস্থা দেখে নিন।
Image : baf radar

26/05/2024

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সাইক্লোন রেমাল, এখনো একই যায়গায় অবস্থান করে শক্তি বৃদ্ধি করছে। এটি আরো কিছুক্ষণ পরে হয়তোবা ক্যাট-১ সাইক্লোনরুপে উপকূলভাগ অতিক্রম করতে পারে। রাত ১০ টার পরেই এটির মূল অংশ অতিক্রম করা শুরু করতে পারে। বিস্তারিত আসবে।

বিদ্যুৎ বিভ্রাটের কারনে আমাদের মেম্বারদের বড় অংশই প্রধানত নিস্ক্রিয়, তাই আমাদের কিছুটা সময় লাগছে। সব কিছুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ধন্যবাদ, BWOT

F**k News ২০২৪NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে।...
25/05/2024

F**k News ২০২৪
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে দুপুর ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*
সাবধানে থাকবেন
জনকল্যাণ সার্থে পোস্ট টি শেয়ার করুন ।সংগ্রহীত পোস্ট।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবহাওয়ার খবর-Weather News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবহাওয়ার খবর-Weather News24:

Share