MA NASIR UDDIN

MA NASIR UDDIN ┏━━━━━﷽━━━━━┓
#...... নাশিদ প্রেমি.......?

হঠাৎ ঘুম থেকে উঠে দেখি – আমি আরনেই।হঠাৎ ঘুম থেকে উঠে দেখি – আমি আর নেই।ঘরের চারদিক অস্বাভাবিক নীরব। জানালার পর্দাথেমে গে...
04/07/2025

হঠাৎ ঘুম থেকে উঠে দেখি – আমি আর
নেই।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি – আমি আর নেই।
ঘরের চারদিক অস্বাভাবিক নীরব। জানালার পর্দা
থেমে গেছে, বাতাস থেমে গেছে, এমনকি আমার বুকের
ধুকপুকানিও থেমে গেছে। বিছানার একপাশে আমি
পড়েছিলাম... কিন্তু যে পড়ে আছে, সে আমি নই।
দেয়ালের ঘড়ির কাঁটা তখন নিশুতি রাতের তিনটা ছুঁইছুঁই।
অদ্ভুত এক ঠান্ডা শীতলতা ঘর ভরিয়ে দিয়েছে। অন্ধকারে,
জানালার বাইরে কোনো এক অচেনা ছায়া নড়ছে। হালকা
বাতাসের শব্দে কানে এল ফিসফিসানি,
"তোমার সময় শেষ।
বিছানার ওপর নিজের নিথর দেহ দেখার অনুভূতি
ভয়ানক। ঠোঁট নিস্তেজ, চোখ অর্ধেক খোলা। হঠাৎ করেই
জানালার বাইরে থেকে অদ্ভুত এক কালো ধোঁয়া ঢুকলো
ঘরের ভেতর। তীব্র একটা গন্ধ, মনে হলো হাজার বছরের
পুরোনো কবরের মাটি যেন কেউ এনে ছড়িয়ে দিচ্ছে।
একটা অচেনা অন্ধকার সত্ত্বা ধীরে ধীরে আমার দিকে
এগিয়ে এল। তার কণ্ঠ যেন হাজার বছরের পুরোনো, কর্কশ
আর ছায়াময় ।
"হিসাবের খাতা খুলে ফেলো... আজ রাতেই তোকে নিয়ে
যাওয়া হবে।"

ঘরের দেয়ালে অদ্ভুত ছায়া নড়ছে। দেয়ালের ঘড়িটাও
হঠাৎ বন্ধ হয়ে গেল। কারো অদৃশ্য হাত যেন আমার
জান্নাত-জা'হা'ন্না'মে'র আমলনামা ওল্টাতে লাগলো। মাথার
ওপর এক শীতল বাতাস। বুকটা হিম হয়ে এল।
আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম। গলা দিয়ে
কোনো শব্দ বের হলো না। মনে হলো, চারদিকের দেয়াল
ঘন অন্ধকার হয়ে আসছে। ছাদের দিকে তাকাতেই ভেসে
উঠলো এক ভ'য়া'ন'ক মুখ – ভয়াবহ, কালো, শূন্য চোখের
কোটর। সে বলল,
-
"তোমার দুনিয়া শে'ষ। আর কোনো তওবা নেই।
শরীর কাঁপতে কাঁপতে অন্ধকারে ডুবে গেলাম। কে জানে.....
হয়তো এটাই সেই মৃ'ত্যু, যেখান থেকে আর কোনো ফেরত
নেই। কিংবা এর পরেও হয়তো আরও ভ'য়ং'কর কিছু
-
অপেক্ষা করছে...
আপনার মৃত্যুর কথা স্মরণ হলে, সেয়ার করে অন্যকে
স্মরণ করিয়ে দেন৷
এডমিন পোস্ট

সবার প্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব–এর প্রতিষ্ঠাতা উস্তাদ আইনুদ্দীন আল আজাদ (রহ.) লাখো হৃদয়ে ঝড় তোলা একটি নাম। ক্ষণস...
19/06/2025

সবার প্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব–এর প্রতিষ্ঠাতা উস্তাদ আইনুদ্দীন আল আজাদ (রহ.) লাখো হৃদয়ে ঝড় তোলা একটি নাম। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য এসেছিলেন তিনি, কিন্তু জয় করে গেছেন অগণিত হৃদয়।

২০১০ সালের এই দিনে, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন আমাদের প্রিয় উস্তাদ।

মানুষ তার কর্মে বেঁচে থাকে যুগ যুগান্তর।
তেমনি উস্তাদ আইনুদ্দীন আল আজাদ (রহ.) ইসলামী সংগীতপ্রিয় ও ইসলামী সমাজ প্রত্যাশী বাংলাভাষীদের হৃদয়ে আলোর ফোয়ারা হয়ে জেগে থাকবেন শতাব্দীর পর শতাব্দী, ইনশাআল্লাহ।

‏মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

বাইক নিয়ে একটু পিক তুলি🥰MD Azhar Md Momin
18/06/2025

বাইক নিয়ে একটু পিক তুলি🥰
MD Azhar
Md Momin

18/06/2025
30/05/2025

আমার মনের খোঁড়াক প্রিয় নাশিদ 🥰
MD Azhar
Ñåjîr Âhmëd....

08/04/2025

একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর🕌
Tapas Biswas
Tanjim Reza

03/04/2025

তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ান যেতে চাই তোমারি রওজা মাদিনা নাশিদ
Tapas Biswas Glenda Ancero Varga

02/04/2025

যদি ছুট একটা পাখি হইতাম
Ñåjîr Âhmëd Tapas Biswas

01/04/2025

কি ছুট বাচ্চা এত সুন্দর করে মায়ের একটি গজল গাইলো মাশাল্লাহ...

ঈদ মোবারক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।Working new bangla Eid song…Hope for the best.
31/03/2025

ঈদ মোবারক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
Working new bangla Eid song…Hope for the best.

25/03/2025

ওশেহরে মোহাব্বত জাহা মোস্তফা হে ওহি ঘর্বানানে কোদিলচাহাতে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MA NASIR UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share