
16/10/2024
একজন মানব দরদী রবি, একজন জাতীয়তাবাদের কাণ্ডারি রবি!!
Shaikh Rabiul Alam রবি একটি প্রতীকের নাম। যিনি গত ৩৫ বছর যাবৎ জাতীয়তাবাদের শস্য বুনতে বুনতে তিনি আজ একজন পূর্ণাঙ্গ জাতীয়তাবাদের ধারক ও বাহক। অবৈধ সরকারের রোষানলের স্বীকার হয়ে তিনি ৩২০+ মামলার আসামী হয়ে সাড়ে তিন বছরের বেশী সময় ধরে কারাবরণ ও রিমান্ডের নির্যাতন সহ্য করেন।
তিনি কারাগারে থাকাবস্থায় এবং পরবর্তি দিনেও নির্যাতিত কারাবরণকারী জাতীয়তাবাদের অসংখ্য নেতাকর্মীদের আর্থিকভাবে সহায়তা করেছেন। যার যার প্রয়োজন অনুযায়ী তিনি সাধ্যমতো পাশে ছিলেন। নির্যাতিত কারাবরণকারী নেতা ও কর্মীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতেন।
কোন কারণে অসুস্থ অথবা বিভিন্নভাবে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছুটেছে হাসপাতাল অথবা অন্য কোন স্থানে। রবি ভাই কখনো কোন জাতীয়তাবাদী কর্মীর জন্য সময় শ্রম অর্থ ব্যায়ের পিছনে নিজের স্বার্থ খোজেন নাই। এইটাও খোজেন নাই যে নির্যাতিত নেতাকর্মী উনার নিজের বা সংসদীয় আসনের কিনা? উনি যখনি জানতে পেরেছেন অথবা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তখনি তিনি সেখানে ঝাঁপিয়ে পড়তেন।
দলের একজন সিনিয়র নেতার মৃত্যুতে উনি এককভাবে একটি ফ্ল্যাট উপর দিয়েছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে।
যখন অবৈধ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি'র পক্ষে অনেকে সাহস সঞ্চার করে একটা লিখার বা বলার সাহস দেখাতে পারি নাই সেই মুহূর্তে শেখ রবিউল আলম রবি ভাই প্রায় প্রতিদিন লাইভ টক-শো তে বিএনপি'র থেকে উপস্থিত হয়ে সাধারণ জনতার পক্ষে ন্যায্য অধিকার আদায়ে যুক্তিযুক্ত কারণ দেখিয়ে, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েও অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে যুক্তি তুলে ধরেছেন। দেশের আপামর সাধারণ জনতা উনার টক-শো শুনে প্রানবন্ত হতেন, জাতীয়তাবাদের পক্ষে সাহস সঞ্চয় করতেন।
দলের নির্দেশিত প্রতিটি নির্দেশ শতভাগ পালন করেছেন, কর্মীদের শতভাগ মূল্যায়ন করেছেন। দুর্দিনে কর্মীদের পাশে থেকেছেন। মামলা, গ্রেফতার, হাজত, জামিন, মুক্তি সবকিছুতেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাথে ছিলেন। তিনি একজন কর্মীবান্ধব নেতা। সকলের মনজয় করা একজন নেতা। তিনি কাউকে কখনো বিপক্ষের ভাবেন নাই, কাউকে প্রতিপক্ষ মনে করেন নাই। মনের দিকে থেকে একজন সাদা মনের মানুষ, সদালাপী ও বিনয়ী একজন তিনি। ঢাকা-১০ আসনের প্রতিটি স্থানে উনার বিচরণ।