Sumon Chowdhury "BNP"

Sumon Chowdhury "BNP" যুগ্ম-সাধারণ সম্পাদক,১৮ নং ওয়ার্ড নিউমার্কেট থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিন।

একজন মানব দরদী রবি, একজন জাতীয়তাবাদের কাণ্ডারি রবি!!Shaikh Rabiul Alam রবি একটি প্রতীকের নাম। যিনি গত ৩৫ বছর যাবৎ জাতীয়ত...
16/10/2024

একজন মানব দরদী রবি, একজন জাতীয়তাবাদের কাণ্ডারি রবি!!
Shaikh Rabiul Alam রবি একটি প্রতীকের নাম। যিনি গত ৩৫ বছর যাবৎ জাতীয়তাবাদের শস্য বুনতে বুনতে তিনি আজ একজন পূর্ণাঙ্গ জাতীয়তাবাদের ধারক ও বাহক। অবৈধ সরকারের রোষানলের স্বীকার হয়ে তিনি ৩২০+ মামলার আসামী হয়ে সাড়ে তিন বছরের বেশী সময় ধরে কারাবরণ ও রিমান্ডের নির্যাতন সহ্য করেন।
তিনি কারাগারে থাকাবস্থায় এবং পরবর্তি দিনেও নির্যাতিত কারাবরণকারী জাতীয়তাবাদের অসংখ্য নেতাকর্মীদের আর্থিকভাবে সহায়তা করেছেন। যার যার প্রয়োজন অনুযায়ী তিনি সাধ্যমতো পাশে ছিলেন। নির্যাতিত কারাবরণকারী নেতা ও কর্মীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতেন।
কোন কারণে অসুস্থ অথবা বিভিন্নভাবে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছুটেছে হাসপাতাল অথবা অন্য কোন স্থানে। রবি ভাই কখনো কোন জাতীয়তাবাদী কর্মীর জন্য সময় শ্রম অর্থ ব্যায়ের পিছনে নিজের স্বার্থ খোজেন নাই। এইটাও খোজেন নাই যে নির্যাতিত নেতাকর্মী উনার নিজের বা সংসদীয় আসনের কিনা? উনি যখনি জানতে পেরেছেন অথবা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তখনি তিনি সেখানে ঝাঁপিয়ে পড়তেন।
দলের একজন সিনিয়র নেতার মৃত্যুতে উনি এককভাবে একটি ফ্ল্যাট উপর দিয়েছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে।
যখন অবৈধ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি'র পক্ষে অনেকে সাহস সঞ্চার করে একটা লিখার বা বলার সাহস দেখাতে পারি নাই সেই মুহূর্তে শেখ রবিউল আলম রবি ভাই প্রায় প্রতিদিন লাইভ টক-শো তে বিএনপি'র থেকে উপস্থিত হয়ে সাধারণ জনতার পক্ষে ন্যায্য অধিকার আদায়ে যুক্তিযুক্ত কারণ দেখিয়ে, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েও অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে যুক্তি তুলে ধরেছেন। দেশের আপামর সাধারণ জনতা উনার টক-শো শুনে প্রানবন্ত হতেন, জাতীয়তাবাদের পক্ষে সাহস সঞ্চয় করতেন।
দলের নির্দেশিত প্রতিটি নির্দেশ শতভাগ পালন করেছেন, কর্মীদের শতভাগ মূল্যায়ন করেছেন। দুর্দিনে কর্মীদের পাশে থেকেছেন। মামলা, গ্রেফতার, হাজত, জামিন, মুক্তি সবকিছুতেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাথে ছিলেন। তিনি একজন কর্মীবান্ধব নেতা। সকলের মনজয় করা একজন নেতা। তিনি কাউকে কখনো বিপক্ষের ভাবেন নাই, কাউকে প্রতিপক্ষ মনে করেন নাই। মনের দিকে থেকে একজন সাদা মনের মানুষ, সদালাপী ও বিনয়ী একজন তিনি। ঢাকা-১০ আসনের প্রতিটি স্থানে উনার বিচরণ।

All kinds of computer accessories sales and servicing centre.
07/10/2024

All kinds of computer accessories sales and servicing centre.

15/09/2024
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য।
01/12/2023

মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য।

দোয়ার দরখাস্ত:***************২৮/১০/২০২৩, আজকের মহাসমাবেশে পুলিশলীগের নগ্ন হামলায় আহত ১৮ নং ওয়ার্ড,নিউমার্কেট থানা বিএনপি...
28/10/2023

দোয়ার দরখাস্ত:
***************
২৮/১০/২০২৩, আজকের মহাসমাবেশে পুলিশলীগের নগ্ন হামলায় আহত ১৮ নং ওয়ার্ড,নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক,মোরশেদ আলম সুমন ভাই।আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি আমিন।

১ দফা দাবীতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে দলে দলে যোগ দিন সফল করুন।
25/10/2023

১ দফা দাবীতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে দলে দলে যোগ দিন সফল করুন।

24/09/2023

ঢাকা ১০ আসনের অভিভাবক,জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা শেখ রবিউল আলম ভাইয়ের মুক্তির দাবীতে নিউমার্কেট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক,আসিফুল হক আসিফ এর নেতৃত্বে রাজধানীর মিরপুর রোড এ বিক্ষোভ মিছিল করে নিউমার্কেট থানা ছাত্রদল।

17/09/2023

ঢাকা ১০ এর মাটি শেখ রবিউল আলম রবি ভাইয়ের ঘাঁটি।

রাজপথের বীর সৈনিক, বারবার কারানির্যাতিত নেতা যিনি ১৮৪ টি মামলা কাধে নিয়ে এখন কারাগারে।

হাজারো নেতা কর্মি তৈরীর কারিগর,যার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য,রাজপথের অগ্নি ঝরা বারুদ তৃনমূল নেতা কর্মিদের প্রানের স্পন্দন ও আশা-আকাঙ্ক্ষার প্রতিক,

নিউমার্কেট,হাজারীবাগ, ধানমন্ডি ও কলাবাগন থানার সকলের প্রিয় নেতা,

জননেতা শেখ রবিউল আলম রবি ভাইয়ের মুক্তি চাই, ১৮ নং ওয়ার্ড, নিউমার্কেট থানা বিএনপি মহানগর দক্ষিণ।

যোগিরপুল কুয়েট এর পাশে খুলনা...
16/08/2023

যোগিরপুল কুয়েট এর পাশে খুলনা...

Address

Noya Palton
Dhaka
1205

Telephone

+81615406557

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Chowdhury "BNP" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Chowdhury "BNP":

Share