আলোকধারা প্রকাশন

আলোকধারা প্রকাশন আস্থাশীল ও বিশুদ্ধ বইয়ের প্রকাশন

27/02/2024

২১ শব্দে প্রতিযোগিতার বাকি আছে আর মাত্র দুইদিন।
অংশ নিয়েছেন তো?

মধ্য শাবানের রাত্রির বিশেষ মাগফিরাত। এ বিষয়টি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হাদীস শরীফে বলা হয়েছে— إِنَّ اللَّهَ لَيَطَّلِ...
25/02/2024

মধ্য শাবানের রাত্রির বিশেষ মাগফিরাত। এ বিষয়টি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হাদীস শরীফে বলা হয়েছে—

إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

‘‘মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃকপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।’’

এ অর্থের হাদীস কাছাকাছি শব্দে ৮ জন সাহাবী: হযরত আবূ মূসা আশআরী, হযরত আউফ ইবনু মালিক, হযরত আব্দুল্লাহ ইবনু আমর, হযরত মুয়ায ইবনু জাবাল, হযরত আবু সা’লাবা আল-খুশানী, হযরত আবূ হুরাইরা, হযরত আয়েশা ও হযরত আবূ বাকর সিদ্দীক রাযিআল্লাহু আনহুম থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। এগুলোর মধ্যে কিছু সনদ দুর্বল ও কিছু সনদ ‘হাসান’ পর্যায়ের। সামগ্রিক বিচারে হাদীসটি সহীহ। শাইখ আলবানী বলেন, ‘‘হাদীসটি সহীহ। তা অনেক সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সহায়তা করে।
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, এ রাত্রিটি একটি বরকতময় রাত এবং এ রাতে আল্লাহ তাঁর বান্দাদেরকে ক্ষমা করেন। কিন্তু এ ক্ষমা অর্জনের জন্য শিরক ও আল্লার তাআলার দীনের প্রতি বিদ্বেষ বর্জন ব্যতীত অন্য কোনো আমল করার প্রয়োজন আছে কি না তা এই হাদীসে উল্লেখ নেই।

তথ্যসূত্র :
ইবনু মাজাহ, আস- সুনান ১/৪৪৫; বাযযার, আল-মুসনাদ ১/১৫৭, ২০৭, ৭/১৮৬; আহমাদ ইবনু হাম্বল, আল-মুসনাদ ২/১৭৬; ইবনু আবি আসিম, আস-সুন্নাহ,পৃ ২২৩-২২৪; ইবনু হিববান, আস-সহীহ ১২/৪৮১; তাবারানী, আল-মুজাম আল-কাবীর, ২০/১০৮, ২২/২২৩; আল-মুজাম আল-আওসাত, ৭/৬৮; বায়হাক্বী, শু’আবুল ঈমান, ৩/৩৮১; ইবনু খুযায়মা, কিতাবুত তাওহীদ ১/৩২৫-৩২৬
আলবানী, সাহীহাহ (সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ) ৩/১৩৫

—সংগৃহীত

25/02/2024

আলোকধারা থেকে আসছে নতুন বই 'এঞ্জেলবট'।
বলুন তো, বইটার বিষয়বস্তু কি হতে পারে?

ইসলামে সুন্নাতের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনি বিদআত কঠিন অপরাধ। সুন্নাহ্ হল— মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
21/02/2024

ইসলামে সুন্নাতের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনি বিদআত কঠিন অপরাধ। সুন্নাহ্ হল— মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নির্দেশিত জীবনব্যবস্থা। আর বিদআত বলা হয়— দ্বীন ও ইবাদতে নব আবিষ্কৃত কাজকে। অর্থাৎ দ্বীন বা ইবাদত মনে করে করা এমন কাজকে বিদআত বলা হবে, যে কাজের কুরআন ও সহীহ সুন্নাহর কোন দলীল নেই।

সবাই চায় সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে। কিন্তু গভীর দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায়, সুন্নাহ মনে করে নিয়মিত বিদআত পালন করা হচ্ছে। বিদআত মানুষকে পথভ্রষ্ট করে ও পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়।বিদআত থেকে বাঁচতে হলে বিদআত সম্পর্কে জ্ঞান রাখা অপরিহার্য। সেই লক্ষ্যে আলোকধারা পাবলিকেশন নিয়ে আসছে 'বিদআত পরিচয় ও পরিণাম'। বইটিতে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে বিদআতের পরিচয়, বিদআত এত কদর্য কেন? প্রচলিত বিদআত, মাহার ওরস ও কাওয়ালী, কবর তাওয়াফ, সিজদাহ, মুহাররম মর্ছিয়া, নামাজের পর মুসাফাহা এবং সুন্নাত পরিচিতি ইত্যাদি নিয়ে।

বলার অপেক্ষা রাখে না, বিদআত থেকে দূরে থাকা ও সুন্নত মোতাবেক জীবন যাপন করা তখনই সম্ভব যখন সুন্নত ও বিদআত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। তাই আসুন পড়ি 'বিদআত : পরিচয় ও পরিণাম'।

বই— বিদআত : পরিচয় ও পরিণাম
লেখক— হযরত মাওলানা মুফতি সায়্যিদ আবদুর রহীম লাজপূরী রহ.
পৃষ্ঠা সংখ্যা— ১১৮
মুদ্রিত মূল্য— ২১০৳
প্রকাশনায়— আলোকধারা প্রকাশন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকধারা নিয়ে এসেছ...
20/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকধারা নিয়ে এসেছে এক ভিন্নধর্মী আয়োজন।

খুবই সহজ এবং অল্প কিছু নিয়ম অনুসরণ করেই আপনি এই আয়োজনে অংশ নিতে পারেন।

মাত্র ২১ শব্দে (সামান্য কমবেশি হতে পারে প্রয়োজন অনুসারে, তবে অতিরিক্ত নয়) আপনি “আলোকধারার” যে কোনো বই নিয়ে আপনার মতামত তুলে ধরুন। আপনার পড়া হয়নি, তবে মনে হয়েছে বইটি পড়া উচিৎ, সে বইটা নিয়েও লিখতে পারেন।
নিজের তোলা ছবি দিতে পারলে ভালো হয়। অন্য কারো ছবি হলে সংগৃহীত লিখে দিতে হবে।

বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে অর্থবহ, সঠিক বানান ও আকর্ষণীয় শব্দচয়নের লেখাগুলো প্রাধান্য পাবে।

৩ জন বিজয়ীর জন্য থাকবে আলোকধারা প্রকাশন এর পক্ষ থেকে বই উপহার। প্রতিযোগীর সংখ্যাধিক্যের ভিত্তিতে বিজয়ীর তালিকা বড় হতে পারে।

চলুন নিয়মগুলো জেনে নিই:

১. এই পোস্ট শেয়ার করতে হবে।
২. এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হতে পারে এমন কিছু বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তিনি যেনো এতে বিরক্তবোধ না করেন।
৩. আপনার লেখাটি আলোকিত পাঠ্যসাথী গ্রুপ এবং আপনার টাইমলাইনে আলোকধারা পেইজকে মেনশন করে পোস্ট করুন।
৪. লেখাটির লিংক এই পোস্টের কমেন্টবক্সে দিতে হবে। একাধিক পোস্ট হতে পোস্ট নং দিয়ে রাখলে ভালো।
৫. লেখা শেষে অবশ্যই #আলোকধারা_২১_শব্দে_বুক_রিভিউ
হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে।
ব্যস এটুকুই।

প্রতিযোগিতা চলবে— ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

হৃদয় থেকে উৎসারিত কথা হৃদয়ে প্রভাব ফেলে। দরদী কণ্ঠ শ্রোতার মন কেড়ে নেয়। বক্তৃতা এক দুর্দান্ত শক্তি। শ্রোতা বিভ্রান্ত...
18/02/2024

হৃদয় থেকে উৎসারিত কথা হৃদয়ে প্রভাব ফেলে। দরদী কণ্ঠ শ্রোতার মন কেড়ে নেয়। বক্তৃতা এক দুর্দান্ত শক্তি। শ্রোতা বিভ্রান্তও যেমন সহজে হয়, তেমনি সত্যগ্রহণে ঝাঁপিয়েও পড়ে অতি দ্রুত। মনযোগী শ্রোতা বক্তার নিকট আমানত। তাকে সত্য শোনানো, সত্যগ্রহণে উদ্বুব্ধ করা বক্তার দায়িত্ব। শ্রোতাভেদে কথা বলা, প্রত্যেকের জন্য উপযুক্ত কথা পেশ করা, যে কোনও ধরনের অস্পষ্টতা ও দুর্বোধ্যতা পরিহার করে সত্য কথা সঠিক ভঙ্গিমায় উপস্থাপন করা একজন দায়িত্বশীল অভিভাবকসম বক্তার বৈশিষ্ট্য। হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম এদেশের অগুনতি শ্রোতার জন্য তেমনই একজন। মূলত তাঁর বয়ানের ক্ষেত্র মসজিদ-মাদ্রাসা ও দীন-ইসলাহী মজলিসসমূহ। তিনি কথা বলেন জীবন গঠনমূলক। শ্রোতা লাভ করে আত্মোন্নয়নের পাথেয় সীরাতে মুস্তাকীমে চলার অনুপ্রেরণা। এ বই ইসলাহী মজলিসে প্রদত্ত হযরতের বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বয়ানের সংকলন। সংকলনটি তৈরির পর তিনি এতে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জন করে দিয়েছেন। এখানে বিশেষভাবে ফুটে উঠেছে- ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ফেরানোর উপায়, সংকট থেকে উত্তরণ, আত্মার পরিচর্যা পথনির্দেশনা।

বই— মুক্তি কোন পথে
লেখক— মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ
প্রকাশনায়— আলোকধারা প্রকাশন

❝নবী ও সাহাবী : মর্যাদা ও মাহাত্ম্য❞জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার মাননীয় নায়েবে মুহতামীম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব...
17/02/2024

❝নবী ও সাহাবী : মর্যাদা ও মাহাত্ম্য❞

জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার মাননীয় নায়েবে মুহতামীম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার সাহেবের অনূদিত নতুন বই। বইটি প্রকাশিত হয়েছে রিসালাতুল ইসলাম বিডি এর প্রকাশনা বিভাগ থেকে।

এই বইটিসহ Risalatul Islam BD - RIBD এর সমস্ত বই এখন পাওয়া যাবে আলোকধারা প্রকাশন এর কাউন্টারে। ঘরে বসে সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন আলোকধারা পেইজের ইনবক্সে।

পুঁজিবাদীরা তাদের বাজার সৃষ্টির জন্য মানুষের মাঝে কৃত্রিম চাহিদা সৃষ্টি করছে। তাইতো সমাজে ফ্যাশন আর বিলাসী পণ্যের চাহিদা...
14/02/2024

পুঁজিবাদীরা তাদের বাজার সৃষ্টির জন্য মানুষের মাঝে কৃত্রিম চাহিদা সৃষ্টি করছে। তাইতো সমাজে ফ্যাশন আর বিলাসী পণ্যের চাহিদা লাগামহীনভাবে বাড়ানো হচ্ছে এবং তা সহজলভ্য করা হচ্ছে। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি হাহাকার করছে। এক বস্তুা চালের চেয়ে একটি মোবাইল ফোন এখন সহজলভ্য। কারণ মোবাইল ফোন মানুষ ক্রয় করে ৪/৫ বছরে একবার। অপরদিকে চাল ক্রয় করতে হয় প্রতি মাসে, সপ্তাহে।

বই— ইসলামি অর্থনীতির সহজ পাঠ
অধ্যায়— পুঁজিবাদের ফলাফল
পৃষ্ঠা— ২৭৫

আলহামদুলিল্লাহ! কাউন্টারে চলে এসেছে আলোকধারা প্রকাশন এর নতুন বই 'উম্মাহাতুল উম্মাহাতুল মুমিনীন'। এবার পাঠকের হাতে যাবার ...
12/02/2024

আলহামদুলিল্লাহ!
কাউন্টারে চলে এসেছে আলোকধারা প্রকাশন এর নতুন বই 'উম্মাহাতুল উম্মাহাতুল মুমিনীন'।
এবার পাঠকের হাতে যাবার পালা!

শায়খুল হাদীস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহ. এর স্মারক গ্রন্থটি পাওয়া যাচ্ছে আলোকধারা প্রকাশন এর কাউন্টারে।
08/02/2024

শায়খুল হাদীস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহ. এর স্মারক গ্রন্থটি পাওয়া যাচ্ছে আলোকধারা প্রকাশন এর কাউন্টারে।

সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি সবকিছুর প্রতিপালক। সালাম বর্ষিত হোক আমাদের সর্দার, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল...
05/02/2024

সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি সবকিছুর প্রতিপালক। সালাম বর্ষিত হোক আমাদের সর্দার, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পবিত্র পরিবার এবং সম্মানিত ও নির্বাচিত সাহাবীগণের প্রতি।

উম্মাহাতুল মুমিনীনের জীবনী উম্মতের জন্য এক অমূল্য সম্পদ। নবীজীর ঘর থেকে উৎসারিত ও নববী আখলাকে সমৃদ্ধ এ জীবনী মানবজাতির জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা। সুন্নতের প্রতি অনুরাগ, ইলমের প্রচার, দানশীলতা, দীনের জন্য মুজাহাদা ও জীবন উৎসর্গ করা এবং সার্বিকভাবে সমাজের উন্নতি ও অগ্রসরতা কামনায় তাঁদের জীবনী সকলের জন্য এক অপূর্ব দৃষ্টান্ত। এ কারণে এ কিতাবের আলোচ্য বিষয় বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়ের একটি।

সত্যিকার অর্থে কখনও ভাবিনি যে একদিন উম্মাহাতুল মুমিনীনের জীবনী বিষয়ে কিতাব রচনা করব। কারণ একদিকে আমার সকল মনোযোগ ও ব্যস্ততা ইসলামী ইতিহাস ও আধুনিক বিষয় নিয়ে। অন্যদিকে সীরাত বিষয়ে প্রচুর কিতাব রচনা হয়েছে এবং হচ্ছে। কিন্তু সকল বিষয় পূর্ব থেকেই আল্লাহ তা'আলা নির্ধারণ করে রাখেন। তিনি তাঁর দয়া ও অনুগ্রহে অসাধারণ এই কিতাব রচনার কাজটি আমার জন্য নির্ধারণ করে রেখেছেন।

এই কিতাব একইসঙ্গে ইতিহাস ও সাহিত্যের। কেননা কিতাবটি যদিও সীরাতের, কিন্তু এর ভাষাশৈলীতে সাহিত্যের মান ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আশা করি সকলের কাছে তা ভালো লাগবে। তবে এর অর্থ এই নয় যে, সাহিত্যের মান ধরে রাখতে গিয়ে ঐতিহাসিক বর্ণনা উল্লেখে কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে সে বর্ণনায় মূলভাব নষ্ট হয়ে গেছে। বরং ঐতিহাসিক বর্ণনার আলোকেই সাহিত্যমান রক্ষার চেষ্টা করা হয়েছে।

— ড. মুহাম্মাদ আলী
— লেখক : আওরাকু ওয়ারদিল মুহাম্মাদিয়্যাহ (উম্মাহাতুল মুমিনীন)

শ্রেষ্ঠ রমনীদের জিবনী নিয়ে শীঘ্রই আসছে আসছে আলোকধারার নতুন অতিথি! ইনশা-আল্লাহ!
04/02/2024

শ্রেষ্ঠ রমনীদের জিবনী নিয়ে শীঘ্রই আসছে আসছে আলোকধারার নতুন অতিথি!
ইনশা-আল্লাহ!

Address

Shop# 04, Qawmi Market, 65/1 Paridas Road, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801603519019

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকধারা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকধারা প্রকাশন:

Share

Category