13/10/2024
বিপিএলের ড্রাফটে ১৮৮ দেশি ও ৪৪০ বিদেশি ক্রিকেটার
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। তার আগে আজ ঢাকার হোটেল সোঁনার গাঁ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যে বিপিএলের সাতটি দল চূড়ান্ত হয়েছে। পুরানো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। পুরানো চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিলো। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম পুরানো নাম চট্টগ্রাম কিংস নামেই বিপিএলে ফিরছে। অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে। ভ্যালেন্টাইন গ্রুপ এই দলটির মালিকানা কিনে নিয়েছে। রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে। অন্যদিকে ঢাকার মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেড।
বিপিএলর সাতটি দল: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।
যেখানে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ। সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ১০ লাখ। ড্রাফট তালিকায় তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসান ও মাশরাফির নামও রয়েছে।
এর আগে দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটার আছেন তালিকায়। এবার বিদেশি ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে যেখানে আছেন ৪৪০ জন ক্রিকেটার।
ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের ৫ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। দেশি খেলোয়াড়দের মতো পারিশ্রমিক কমেছে তাদেরও। ‘এ’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার। এছাড়া ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।
ড্রাফটের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ ক্রিকেটার আছেন।
কোন ক্যাটাগরিতে আছেন কারা: ক্যাটাগরি ‘এ’: জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।
ক্যাটাগরি ‘বি’: কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।
ক্যাটাগরি ‘সি’: ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।
‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নাম: সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন