01/05/2025
‼️‼️ ইন্সটাগ্রামে ফলোয়ার কমে যাওয়ায়, ডিপ্রেশন থেকে আত্মহত্যা এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের!!!
সম্প্রতি, মিশা আগারওয়াল নামের এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর আত্মহত্যা করেছে! তার বোনের মতে, ১ মিলিয়ন ফলোয়ার বানানো স্বপ্ন ছিলো সেই কন্টেন্ট ক্রিয়েটরের, কিন্তু হুট করে ৩ লাখ ফলোয়ার থেকে যখন ফলোয়ার আরো কমতে শুরু হয়, তখন নিজের ক্যারিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েশন জার্নি নিয়ে উদ্বেগ ও প্রকাশ করে মিশা! এর-ই ফলস্বরূপ আত্নহত্যা করে বলে জানায় তার বোন!
এই ফলোয়ার বাড়ানোর হা-হুতাশ আমাদের মাঝেও দেখা যায়, আমাদের দেশের মানুষ-জন আত্মহত্যা হয়তো করেনা , তবে ফলোয়ার বাড়াতে কন্টেন্টের নামে সমাজকে দূষিত করতে যা যা প্রয়োজন সেসব শেয়ার করে বেড়ায়!
সোস্যাল মিডিয়া এডিকশনের বাজে দিকটা হচ্ছে "আমরা সোস্যাল মিডিয়া ম্যানেজ করছিনা, বরং বর্তমানে সোস্যাল মিডিয়াগুলো আমাদের ব্যক্তিগত জীবন ম্যানেজ করে যাচ্ছে"।
©Abdullah Al Imran